বৃহস্পতিবার বিকালে মধ্য গুরগুরিয়া গ্রামে এলাকার চাষীদের বেশকিছু সরকারি পরিষেবা প্রদান করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিকল্পনা কমিটি ও সুন্দরবন উন্নয়ন পরিষদ কমিটির সদস্য গোপাল মাঝি।পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী মন্টুরাম পাখিরার সহযোগিতায় মধ্য-গুড়গুড়িয়া গ্রোথ সেন্টার হইতে ১২৫জন চাষী বন্ধুদের প্রত্যেকের হাতে ৫ কেজি করে, NPK সার 18 জন চাষীদের হাতে একটি করে ড্রাম. ও 22 জন চাষীর হাতে নেট তুলে দেওয়া হয় | চাষীদের হাতে তুলে দেন জেলা পরিকল্পনা কমিটি ও সুন্দরবন উন্নয়ন পরিষদ কমিটির সদস্য গোপাল মাঝি, বিশিষ্ট সমাজসেবী অর্জুন কৃষ্ণ বায়েন ও বিমল মন্ডল.| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঃ সমিতির সদস্য পীযুষবরণ দাস, শিক্ষক হিমাংশু দাস, সুনীল জানা এবং সেন্টারের ইনচার্জ সুব্রত নস্কর প্রমুখ| আমফন সুপার সাইক্লোন বিধ্বস্ত এলাকার মানুষ ওই সামগ্রী পাওয়ার তাঁরা খুব খুশী |
No comments:
Post a Comment