Search This Blog

Followers

Thursday, October 8, 2020

বিজেপি নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া ।

 

বি জে পি র নবান্ন অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল কোনা এক্সপ্রেসওয়ে ও হাওড়া ময়দান চত্বর । গতকাল রাত থেকেই বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকরা আসতে শুরু করে হাওড়া তে । মূলত দু'টি মিছিল করা হয় বিজিবির পক্ষ থেকে । একটি সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে যাবে নবান্নে , অপরটি হাওড়া ময়দান হয়ে মল্লিক ফটক, জিটি রোড ধরে যাবে নবান্নে । পুলিশের তরফ থেকে দুটি রাস্তায় সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় । দুপুর বারোটার সময় দুই প্রান্ত থেকে দুটি মিছিল নবান্নের দিকে এগোতে থাকলে দুই প্রান্তে আটকানো হয় তাদের । ছত্রভঙ্গ করতে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে চালানো হয় জলকামান ফাটানো হয় একাধিক টিয়ার গ্যাসের শেল । তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ এর পক্ষ থেকে লাঠিচার্য করা হয় । আন্দোলনকারীদের দিকে থেকেও পুলিশকে লক্ষ্য করে উড়ে আসতে থাকে ইট ও কাচের বোতল । সাইকেলের টায়ার জ্বালিয়ে ছোরা হয় পুলিশকে লক্ষ্য করে । ভাঙ্গা হয় পুলিশ কিওস, বাস স্ট্যান্ড এমনকি বেসরকারি বিজ্ঞাপনের হোডিংও । এরইমধ্যে মিছিল থেকে উদ্ধার হয় একটি নাইন এমএম পিস্তল । সব মিলিয়ে বিজেপি নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছিল হাওড়া ময়দান ও কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি স্টেশন চত্বর ।

No comments:

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...