গ্রামপঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এমনকি উত্তরকন্যাতেও বহুবার লিখিত আবেদন করে এলাকার যোগাযোগ রক্ষার অন্যতম সেতুটি পাকা করার উদ্যোগ না নেওয়ায় গ্রামের বাসিন্দারা ক্ষোভে গ্রামপঞ্চায়েতের অফিসে তালা লাগিয়ে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ভাতুন গ্রামপঞ্চায়েতে। আগামী দুএক মাসের মধ্যে এলাকার লোনাবতী নদীর উপরে পাকা সেতু নির্মানের ব্যাবস্থা না করা হলে ভোট বয়কট সহ বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন ভাতুন গ্রামপঞ্চায়েত এলাকার প্রায় ৪০ টি গ্রামের বাসিন্দারা।
রায়গঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাতুন গ্রামপঞ্চায়েতের বেশকিছু গ্রামের কয়েক হাজার বাসিন্দা এলাকায় লোনাবতী নদীর উপর সেতু না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বর্ষার সময় ভরা নদীতে নৌকা দিয়ে পারাপারে যেমন সমস্যা তেমনি শুকনোর সময়ে বাঁশের মাঁচার উপর দিয়ে প্রান হাতে করে চলাচল করতে হয় তাজপুর, ঝিনুকপুর, কইলাহারা, ধাঙ্গিপুকুর, মোহনপুর সহ প্রায় চল্লিশটি গ্রামের কয়েক হাজার মানুষকে। রোগীকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে গ্রামের ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত, ব্লক সদর রায়গঞ্জ শহরে আসা যাওয়া এমনকি ভাতুন গ্রামপঞ্চায়েত অফিসে আসাযাওয়া করতে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। বহু বছর ধরে এলাকায় থাকা নদীর উপর পাকা সেতু নির্মানের দাবি করে আসছেন গ্রামের বাসিন্দারা কিন্তু কোনও সুরাহা হয়নি।
প্রতিবারই ভোটের আগে নেতা মন্ত্রীরা পাকা সেতু নির্মানের প্রতিশ্রুতি দিয়ে যান আর ভোট পার হলেই তা ভূলে যান রাজনৈতিক নেতারা। এলাকার বাসিন্দারা বলেন জেলার মন্ত্রী গোলাম রব্বানি নিজে এই গ্রামে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন কিন্তু প্রতিশ্রুতি থেকে গিয়েছে প্রতিশ্রুতিতেই। স্বাধীনতার পর থেকে এই এলাকার মানুষ একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে কাটাচ্ছেন। তাঁরা অভিযোগ করে বলেন গ্রামপঞ্চায়েত থেকে ব্লক ও জেলা প্রশাসন এমনকি উত্তরকন্যাতে গিয়ে এলাকায় সেতু নির্মানের দাবি জানিয়ে এসেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের " " "দিদিকে বলো " কর্মসূচিতেও আবেদন করা হয়েছিল। কিন্তু আজও সরকার থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই আজ বাধ্য হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষনের জন্য ভাতুন গ্রামপঞ্চায়েত তালাবন্ধ করে ঘেরাও করে বিক্ষোভে শামিল হয়েছেন ওই অঞ্চলের গ্রামগুলির কয়েক হাজার বাসিন্দা৷ অবিলম্বে সরকার থেকে সেতু নির্মানের উদ্যোগ না নিলে এই গন আন্দোলন আরও বৃহত্তর আন্দলোনে পরিনত করা হবে। ভোট বয়কটের হুমকি দিয়েছেন ভাতুন গ্রামপঞ্চায়েত এলাকার কয়েক হাজার বাসিন্দা।
No comments:
Post a Comment