Search This Blog

Followers

Thursday, September 10, 2020

আম্পান এর ক্ষতি পূরণের দাবিতে তির ধনুক ও ত্রিশূল নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

বসিরহাট মহাকুমার  হিঙ্গলগঞ্জ ,সন্দেশখালি, হাড়োয়া , মিনাখাঁ  সহ সুন্দরবনের বিভিন্ন ব্লকে আম্পানে ক্ষতিগ্রস্তদের নিয়ে রাজনীতি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের ।প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছে না, বিডিওর কাছে জানাতে গেলে পরোক্ষভাবে ভয় ও মারধরখেতে হচ্ছে বলে ও অভিযোগ গ্রামবাসীদের ।এরই প্রতিবাদে বসিরহাট টাউন হল থেকে ইছামতি ব্রিজ পর্যন্ত আদিবাসী জনকল্যাণ সমিতির  সদস্যরা তীর ধনুক নিয়ে মিছিল করে। পথ অবরোধ  করে ধর্নায় বসে, পুলিশের সামনে রীতিমতো তীর-ধনুক ত্রিশূল নিয়ে আদিবাসী সম্প্রদায়েরমানুষগুলি বিক্ষোভ দেখাতে থাকে। 


 পাশাপাশি বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে সামনে অবস্থান বিক্ষোভে বসে তারা।  সুন্দরবন জনকল্যান সমিতি আদিবাসী সমিতির কয়েকশো আদিবাসী পুরুষ ও মহিলা রা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। সমিতির পক্ষে সুকুমার সরদার বলেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা আমফানের টাকা পাচ্ছে না। এটা নিয়ে রাজনীতি হচ্ছে।


 চাইতে গেলে মস্তান দিয়ে ভয় দেখাচ্ছে। এরই প্রতিবাদে আজকে আমরা বসিরহাট  মহকুমা শাসক বিবেক ভস্মে র কাছে স্মারকলিপি দিতে এসেছি। যতক্ষণ পর্যন্ত এর সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান-বিক্ষোভ ধরনা চলবে ।ঘটনাস্থলে বসিরহাট থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে


No comments:

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...