Search This Blog

Followers

Saturday, August 1, 2020

রাম মন্দিরের ভূমি পূজায় পুরুলিয়া জেলার অযোধ্যা রামমন্দিরের মাটি পাঠালো বিজেপি



ভারতীয় জনতা পার্টির বাঘমুন্ডি বিধান সভার পক্ষথেকে অযোধ্যা পাহাড়ের রামমন্দির ۔ সীতাকুন্ডু ও লহরিয়া শিব মন্দিরের মাটি পাঠানো হলো রাম মন্দিরের ভূমি পূজায় |

বিজেপি জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো , বাঘমুন্ডি বিধান সভার বিজেপি কনভেনার জগদীশ কুমার ও কার্যকরতা রাকেশ মাহাতো জানান আজ আমাদের সোভাগ্য যে এখান কার মাটি যাচ্ছে কারণ পুরানা শাস্ত্রেও এই অযোধ্যার উলেখ্য রয়েছে এখানেও রামমন্দির ও সীতাকুন্ড আছে তাই আজ আমরা এখানকারও মাটি পাঠাচ্ছি রাম মন্দির ভূমি পূজায় |


যদিও আমরা লকডাউনের জন্য অনেকের যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছিনা |
এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা ও স্থানীয় বিজেপি কার্যকরতা গন |

No comments:

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...