Search This Blog

Followers

Tuesday, July 28, 2020

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য শাসনে

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা র শাসন ব্যানার্জি পাড়ায়। ওই পাড়ার এক হোমিওপ্যাথিক চিকিৎসক গণেশ সাহা র  চেম্বারে র ঠিক সামনেই আজ সকালে এক ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ।

সাথে সাথে তারা বারইপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পরিচয় জানার চেষ্টা করে। অল্পক্ষণের মধ্যেই যেহেতু শনাক্ত করে মৃতের এক নিকট আত্মীয়। জানা যায় মৃতের নাম সিরাজ খা, বাড়ি লক্ষীকান্তপুর এ। তবে সিরাজ গ্রামে গ্রামে ফেরি করে বেড়াতো, থাকতো ঝিনকির হাটে তার শ্বশুরবাড়িতে। অন্যান্য দিনের মতো গতকালও সে ফেরি করতে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেনি বলে জানায় তাঁর ভায়রাভাই বাবলু শেখ।তবে যেহেতু মৃতের মাথায় আঘাতের চিহ্ন  আছে এবং পাশে একটি চেলা কাঠ পড়েছিল, তাই বাবলু সেখের দাবি তার ভায়রা ভাইকে কেউ খুন করে ওখানে ফেলে দিয়েছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments:

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...