Search This Blog

Followers

Friday, August 7, 2020

করোনা আবহে অভিনব চিকিৎসায় "স্পর্শ "

করনা মহামারী যেভাবে ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে, তাতেই আতঙ্কিত সাধারণ মানুষ। সেই মহামারীর সঙ্গে লড়তে এবার অভিনব উদ্যোগ দমকল মন্ত্রী সুজিত বসুর। স্পর্শ নামে চিকিৎসকদের একটি সংগঠন দল গঠন করলেন তিনি, যেখানে মূলত ২০ জন  বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। করোনা আক্রান্ত রোগীদের পাশাপাশি যেকোনো রোগে আক্রান্ত রোগী বা তার পরিবার ঘরে  বসেই এই চিকিৎসক সংগঠনে ফোন করে অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন।

করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও অনেকেই  বাড়িতেথাকছেন হাসপাতালে যাচ্ছেন না। কিন্তু তারা বাড়িতে থাকলেও অনেক সময় চিকিৎসকের সাহায্য চাইলেও পাচ্ছেন না। রাজ্য সরকার যেমন টেলি মেডিসিন সার্ভিস চালু করেছে। ঠিক তেমনই নিজের এলাকায়  " *স্পর্শ*" _প্রিয়জনে প্রয়োজন_ নামে সার্ভিস চালু করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। শুধু করোনা নিয়ে নয় যে কোনও চিকিৎসার ব্যাপারে পরামর্শ নিতে পারবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষ। তার জন্য দুটো হেল্পলাইন নম্বর(7439596460/7439598338) খোলা হয়েছে যেখানে ফোন করে এই সুবিধা নিতে পারবে সাধারণ মানুষ। দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত যে কোনও ব্যাপারে পরামর্শ নিতে পারবে সাধারণ মানুষ। পাশাপাশি অতি জরুরী প্রয়োজন হলে যেকোনো সময় ফোন করলে সাহায্য পাবে যেকোন রোগী এমনটাই জানালেন মন্ত্রী সুজিত বসু।

No comments:

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...