করোনা সংক্রমণের এর ভয়াবহতার কথা মানুষ যত জেনেছে ততই আতঙ্কিত হয়ে পড়েছে।বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত র সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়া এবং মৃতের সংখ্যা বাড়তে থাকায় আক্রান্ত ব্যাক্তি থেকে মৃত পরিবারের থেকে দূরত্ব বাড়াতে থাকে তাদের আত্মীয় পরিজন থেকে প্রতিবেশীরা।আর সেই সময় অর্থাৎ কোভিড পর্বের প্রথম থেকে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে বিশেষ আপদকালীন কাজে হাত লাগিয়েছিলেন বেশ কিছু মানুষ।জয়নগর থানার পক্ষ থেকে সেই সব প্রথম সারির ১০ কোভিড যোদ্ধা যারা কোভিড পর্বের প্রথম থেকেই পুলিশের সঙ্গে বিশেষ আপদকালীন সময়ে কাজ করে চলেছে, সে শ্মশানে কোভিড সন্দেহজনক মৃতদের দাহ করাই হোক বা কবর দেওয়া, আর কোভিড সন্দেহজনক অসহায় রোগীদের এম্বুলেন্স এ তোলা নামানো ই হোক, এরকম ১০ জনের প্রত্যেকের জন্য ৫00000 টাকার বিশেষ কোভিড বীমা করে দেওয়া হয়। জয়নগর থানার আই সি অতনু সাঁতরার উদ্যোগে - ১০ ই অক্টোবর , শনিবার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার কামনাশিষ সেন জয়নগর থানায় সেই সব কোভিড যোদ্ধাদের হাতে ঐ বিশেষ বীমার কাগজ ও পলিসি কার্ড তুলে দেন।