Search This Blog

Followers

Tuesday, September 29, 2020

বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন হলো "জলস্বপ্ন" প্রকল্পের মাধ্যমে

 । 

 তালদি গ্রাম পঞ্চায়েতের আদলা গ্রামের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প "জলস্বপ্ন" ২০১৭ সালে এই প্রকল্পের শিলান্যাস করা হয়। ৬৫ লক্ষ টাকা ব্যয়ে, এই প্রকল্প টি তৈরি করা হয় আদলা গ্রামে। সেই দিন থেকে পাড়ায় পাড়ায় জলের পাইপ লাইন গেলেও বাড়িতে বাড়িতে জল পৌঁছায়নি। রবিবার আনুষ্ঠানিকভাবে বাড়িতে বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ক্যানিং পশ্চিম এর বিধায়ক শ্যামল মন্ডল দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা পরিষদের  বিদ্যুতের কর্মদক্ষ শৈবাল লাহিড়ী,ক্যানিং থানার আধিকারিক,  তালদি পঞ্চায়েতের উপপ্রধান কালীচরণ মাল ও পিএইচ ই ইঞ্জিনিয়ারের আধিকারিক। প্রায় ১৭০০ টি পরিবার অর্থাৎ সাড়ে আট হাজার মানুষজন এই পানীয় জলের পরিষেবা পাবেন জানালেন বিধায়ক শ্যামল মন্ডল।  এই মঞ্চ থেকে জানানো হয় যে অবৈধভাবে পাইপ কেটে জমিতে জল দেওয়া বা অন্য কাজে লাগালে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। বাড়িতে বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়া খুশি এলাকাবাসী। কিন্তু এই সরকারই প্রকল্পের অনুষ্ঠানে দেখা গেল দলীয় পতাকা যাকে ঘিরে কটাক্ষ বিজেপির।

No comments:

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...