তক্ষক সহ গ্রেপ্তার এক জলঙ্গিতে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভাদুড়িয়াপাড়া কলিকাহারা গ্রাম এলাকায়,
চোরা শিকারিদের দাপটে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক সম্পদ, নষ্ট হচ্ছে বাস্তু তন্ত্র।শিকারিদের হাত থেকে রেহাই পাচ্ছেনা হরিণ থেকে শুরু করে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার ও।সাধারণ মানুষের সহযোগিতায় বনকর্মীরা নজরদারি বাড়িয়ে তা অনেকটাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।তা সত্বেও মাঝেমধ্যেই ধরা পড়ছে চোরা শিকারিদের নানান চক্র। এবার তক্ষক সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী জলঙ্গিতে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভাদুড়িয়াপাড়া কলিকাহারা গ্রাম এলাকায়, গোপন সূত্র পুলিশ খবর পায় ভাদুরিয়া পাড়া এলাকায় এক ব্যক্তি তক্ষক কেনাবেচা করছে,
সাথে সাথে জলঙ্গি থানার পুলিশ হানা দেয় ওই এলাকায় গ্রেফতার করে তক্ষক সহ হাফিজুল মণ্ডলকে,হাফিজুল ওই তক্ষক কোথা থেকে পেল কেনই বা এখানে নিয়ে এসেছিল তা জানার চেষ্টা করছে জলঙ্গি থানার পুলিশ ।
আজ জলঙ্গির থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শ্রী উৎপল দাস বন দপ্তরের হাতে উদ্ধার হওয়া ঐ তক্ষকটি তুলে দেন।
No comments:
Post a Comment