বারুইপুর: বারুইপুর সংশোধনগারে (জেলে) প্রায় ২৫ জন বন্দী ও পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
যতদিন যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংশোধনগারে। সরকার বাড়তি সতর্কতা নেওয়ার কথা যখন বলছে, উন্মুক্ত সংশোধনাগারগুলোতে প্যারোল এক্সটেন্ড করেছে তখন বারুইপুর জেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সেই কারণে একগুচ্ছ দাবি নিয়ে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ জেলার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল এই মানবাধিকার সংগঠন। এদের দাবি.....
১) বারুইপুর জেলে করোনা আক্রান্ত সকল বন্দী ও পুলিশ কর্মীদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হবে।
২) সকল বন্দীদের প্যারোলে এবং প্যারোল এক্সটেন্ড করে মুক্তি দিতে হবে।
৩) জেলের অভ্যন্তরে করোনা আক্রান্ত পুলিশ ও কর্মীদের চিকিৎসা সুনিশ্চিত করতে হবে।
৪) জেল খালি করে সম্পূর্ণভাবে স্যানিটাইজ করতে হবে।
৫) জেলের অভ্যন্তরে উপযুক্ত চিকিৎসা ও মানোন্নয়নের পরিকাঠামো দ্রুত উন্নত করতে হবে।
No comments:
Post a Comment