বসিরহাট স্বরূপনগর ব্লকের ভারত-বাংলাদেশ গবোর্ড্ডা সীমান্তে শুক্রবার সন্ধ্যেবেলায় স্থানীয় এক যুবককে সন্দেহজনক ভাবে মটর সাইকেলে যেতে দেখে পথ আটকায় সীমান্ত রক্ষীবাহিনী। বছর ২৪ এর ঐ যুবকের নাম পরেশ রায় ।একটি মোটরসাইকেলে চাকার মধ্যে প্রায় ৩০ পিস সোনা র বিস্কুট নিয়ে যাচ্ছিল সে।যে বিস্কুট গুলির ওজন সাড়ে চার কেজি এবং বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। সেগুলি নিয়ে সীমান্ত থেকে সরুপনগরের দিকে আসছিল।
১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হওয়ায় ঐ যুবককে থামিয়ে জেরা করতেই তার কথার মধ্যে অসঙ্গতি থাকায় সীমান্ত রক্ষীবাহিনীর কর্তব্যরত কর্মীদের সন্দেহ বাড়তে থাকে।এরপর মটর সাইকেল তল্লাশি শুরু করলে বেরিয়ে আসে ঐ সোনার বিস্কুট গুলি । মোটরসাইকেলের চাকা খুলতেই চক্ষু চড়কগাছ ।
বাইকের দুটো চাকার মধ্যে প্রায় ৩০ টি সোনার বিস্কুট উদ্ধার ,পাশাপাশি মালয়েশিয়া ও ভারতীয় মুদ্রা উদ্ধার করেছে বিএসএফ ।পরেশ রায় এর সঙ্গে কোন আন্তর্জাতিক সোনা পাচারের যোগসুত্র আছে কিনা তা তদন্ত শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী। মোটরবাইক টিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত যুবককে গ্রেফতার করে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত সোনা পাচারকারীকে আজ শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।