Search This Blog

Followers

Saturday, June 13, 2020

অভিনব পদ্ধতিতে সোনা পাচার করতে গিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়লো এক যুবক



বসিরহাট স্বরূপনগর ব্লকের ভারত-বাংলাদেশ গবোর্ড্ডা সীমান্তে শুক্রবার সন্ধ্যেবেলায়  স্থানীয় এক যুবককে সন্দেহজনক ভাবে মটর সাইকেলে যেতে দেখে পথ আটকায় সীমান্ত রক্ষীবাহিনী।  বছর ২৪ এর ঐ যুবকের নাম পরেশ রায় ।একটি মোটরসাইকেলে চাকার মধ্যে প্রায় ৩০ পিস সোনা র বিস্কুট নিয়ে যাচ্ছিল সে।যে বিস্কুট গুলির ওজন সাড়ে  চার কেজি এবং  বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।  সেগুলি নিয়ে সীমান্ত থেকে সরুপনগরের  দিকে আসছিল।


১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হওয়ায় ঐ যুবককে থামিয়ে জেরা করতেই তার কথার মধ্যে অসঙ্গতি থাকায় সীমান্ত রক্ষীবাহিনীর কর্তব্যরত কর্মীদের সন্দেহ বাড়তে থাকে।এরপর মটর সাইকেল তল্লাশি শুরু করলে বেরিয়ে আসে ঐ সোনার বিস্কুট গুলি । মোটরসাইকেলের চাকা খুলতেই চক্ষু চড়কগাছ ।


বাইকের দুটো  চাকার মধ্যে প্রায়  ৩০ টি সোনার  বিস্কুট উদ্ধার ,পাশাপাশি মালয়েশিয়া  ও ভারতীয় মুদ্রা উদ্ধার করেছে বিএসএফ  ।পরেশ রায় এর সঙ্গে  কোন আন্তর্জাতিক সোনা পাচারের যোগসুত্র আছে কিনা তা তদন্ত শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী। মোটরবাইক টিকে বাজেয়াপ্ত করা হয়েছে।  ধৃত যুবককে গ্রেফতার করে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত সোনা পাচারকারীকে আজ শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

সুন্দরবনে বাঘের আক্রমনে মৃত এক মৎস্যজীবি

সুন্দরবনে  বাঘের আক্রমণে মৃত্যু এক মৎস্য জিবির।ঘটনাটি ঘটেছে রায়দিঘি রেঞ্জের  চিতুরি জঙ্গলে। শনিবার ভোরে  কুলতলীর দেউলবাড়ি গ্রাম থেকে ৭ জনের এক মৎস্যজীবীর দল চিতুরী জঙ্গলের কাছে কাঁকড়া ধরার সময় হঠাৎ ই জঙ্গল থেকে বাঘ ঝাঁপিয়ে পড়ে একজনকে জঙ্গলে টেনে নিয়ে যায়।


  সাথে সাথে আক্রান্তের সঙ্গীরা চিৎকার করে বাঘের পিছনে ধেয়ে গেলে ঐ মৎস্যজীবি কে ছেড়ে জঙ্গলে ঢুকে যায় বাঘ।আক্রান্ত গোষ্ট নাইয়াকে সঙ্গীরা চিতুরি জঙ্গল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে ।এই ঘটনায় ডিউলবাড়ী এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Friday, June 12, 2020

নির্ধারিত সিলেবাস শেষ করেই পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

বৃষ্টি মাথায় নিয়েই বর্ধমান বিশ্ববিদ্যালয় রাজবাটী গেটের সামনে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের। বিক্ষোভ দেখালো এস এফ আই বর্ধমান জেলা কমিটি। সংগঠনের জেলা সম্পাদক  অনির্বান রায়চৌধুরী জানিয়েছেন,পুরো সিলেবাস শেষ না করে কোন ভাবেই  পরীক্ষা নেওয়া যাবে না,এই দাবীতে আগেও তারা আন্দোলন করেছে।


 কিন্তু বিশ্ববিদ্যালয় এই বিষয়ে তাদের সিদ্ধান্তে অনড়। তাই এদিন তারা উপাচার্যকে স্মারকলিপি দিতে এসেছিলেন। কিন্তু তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গেট বন্ধ করে পুলিশ দিয়ে তাদের বাইরে আটকে দিয়েছে।  পঠনপাঠন শুরু করে সমস্ত বিষয়ের অতিরিক্ত ক্লাস নিয়ে সিলেবাস শেষ করে তবে ই পরীক্ষা নেওয়া র  দাবী জানিয়ে  এই বিক্ষোভ বলে জানান তারা।

পুকুর খনন করতে গিয়ে মিললো প্রাচীন বুদ্ধমূর্তি

১০০দিনের কাজে পুকুর খনন করতে গিয়ে উদ্ধার বহু পুরাতন বৌদ্ধ মূর্তি। শুক্রবার সকালে পোলবা থানার পাউনান  গ্রামের শেখপাড়া  নাজিবুর রহমানের  পুকুর খননের কাজ করছিল এলাকার ই কয়েকজন শ্রমিক।সেই সময় এক শ্রমিকের কোদালে ঐ মূর্তিটি পড়ে।


এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মাটি থেকে প্রায় ১০ ফুট নীচে ওই মুর্তিটি উদ্ধার হয়। খবর পেয়ে পোলবা থানার পুলিশ ওই মূর্তিটি থানায় নিয়ে যায়। কয়েকশো বছরের পুরোনো ওই মূর্তি বলে অনুমান পুলিশের। পুরাতত্ত্ব বিভাগকে এবিষয়ে খবর দেওয়া হয়েছে।

Thursday, June 11, 2020

সরকারি ঘোষণা অনুযায়ী ত্রাণের টাকা না পেয়ে শংকরপুর ২ নং পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

বৃহস্পতিবার বারুইপুরের শংকরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে  গ্রামবাসীরা। আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি  ক্ষতিপূরণের কুড়ি হাজার টাকা না পেয়ে ধামুয়া  - বলবলিয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। 


শংকরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে রাখে। এমনকি যতক্ষণ না পঞ্চায়েত প্রধান তাদের সঙ্গে কথা বলে ত্রাণ সম্পর্কিত সঠিক তথ্য না দেবে ততক্ষণ তারা পঞ্চায়েত অফিস ঘেরাও করে রাখবে বলে জানায় ।পাশাপাশি  পঞ্চায়েত অফিসে তালা দিয়ে আটকে রাখা হয় পঞ্চায়েত অফিসে আসা কর্মীদের।খবর পেয়ে ঘটনাস্থলে  পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি প্রশাসন দায়িত্ব নিয়ে  ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। এছাড়াও তাদের অভিযোগ প্রধান বাবলু মন্ডল স্বজনপোষণ করে নিজের পরিচিত আত্মীয়দের সুবিধা পাইয়ে দিয়েছে।দীর্ঘক্ষণ কথা বার্তার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বারুইপুর থানার পুলিশ।

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণায় অভিযোগে নরেন্দ্রপুরে গ্রেফতার এক

মেট্রোরেল সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় এক ব্যাক্তিকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ৷ ধৄতের নাম সন্দীপ পাল৷  এই রাজ্যের বিভিন্ন জেলার কয়েক হাজার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে সে৷

 কয়েকলক্ষ টাকার প্রতারণা করেছে বলে অভিযোগ৷ এই ঘটনায় একটি চক্রও কাজ করছে বলে জানা গিয়েছে পুলিশের পক্ষ থেকে৷ সোনারপুর এলাকায় তাদের একটি অফিসও রয়েছে৷ ধৄতকে বৄহস্পতিবার বারুইপুর আদালতে তোলা হয়৷ ধৄতের বিরুদ্ধে অভিযোগ সে বিভিন্ন সরকারি দপ্তরের নথি জাল করে অ্যাপয়েন্টমেন্ট লেটার ও আইকার্ড দিয়েছে৷ এই ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ৷

নরেন্দ্রপুরে ভোররাতে দুষ্কৃতি দের হাতে আক্রান্ত দুই মৎস্যজীবি

নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাটিপোতা অঞ্চলে আক্রান্ত দুই মৎস্যজীবি ৷ ভোররাতে মাছ ধরতে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন তারা ৷


এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ আক্রান্তদের বক্তব্য মাছ ধরতে যাওয়ার পথে তাদের পথ আটকানো হয় ৷ এলাকার কুখ্যাত দুষ্কৃতি সজন মন্ডল, হাজু মন্ডল, প্রসেনজিত মন্ডল ও অমিত মাকাল সহ আরও পাঁচজন তাদের পথ আটকায় বলে অভিযোগ ৷ বন্দুকের বাঁট দিয়ে মেরে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে জানায় তারা ৷ তাদের কাছ থেকে একটি বাইক, দুজনের গলায় থাকা দুটি সোনার চেন ও নগদ টাকা নিয়ে তারা পালিয়েছে বলে অভিযোগ ৷ অভিযুক্তরা প্রত্যেকেই এলাকার কুখ্যাত আসামী বলে তারা জানায় সে

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...