বৃহস্পতিবার বারুইপুরের শংকরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ক্ষতিপূরণের কুড়ি হাজার টাকা না পেয়ে ধামুয়া - বলবলিয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।
শংকরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে রাখে। এমনকি যতক্ষণ না পঞ্চায়েত প্রধান তাদের সঙ্গে কথা বলে ত্রাণ সম্পর্কিত সঠিক তথ্য না দেবে ততক্ষণ তারা পঞ্চায়েত অফিস ঘেরাও করে রাখবে বলে জানায় ।পাশাপাশি পঞ্চায়েত অফিসে তালা দিয়ে আটকে রাখা হয় পঞ্চায়েত অফিসে আসা কর্মীদের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি প্রশাসন দায়িত্ব নিয়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। এছাড়াও তাদের অভিযোগ প্রধান বাবলু মন্ডল স্বজনপোষণ করে নিজের পরিচিত আত্মীয়দের সুবিধা পাইয়ে দিয়েছে।দীর্ঘক্ষণ কথা বার্তার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বারুইপুর থানার পুলিশ।