Search This Blog

Followers

Friday, June 12, 2020

পুকুর খনন করতে গিয়ে মিললো প্রাচীন বুদ্ধমূর্তি

১০০দিনের কাজে পুকুর খনন করতে গিয়ে উদ্ধার বহু পুরাতন বৌদ্ধ মূর্তি। শুক্রবার সকালে পোলবা থানার পাউনান  গ্রামের শেখপাড়া  নাজিবুর রহমানের  পুকুর খননের কাজ করছিল এলাকার ই কয়েকজন শ্রমিক।সেই সময় এক শ্রমিকের কোদালে ঐ মূর্তিটি পড়ে।


এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মাটি থেকে প্রায় ১০ ফুট নীচে ওই মুর্তিটি উদ্ধার হয়। খবর পেয়ে পোলবা থানার পুলিশ ওই মূর্তিটি থানায় নিয়ে যায়। কয়েকশো বছরের পুরোনো ওই মূর্তি বলে অনুমান পুলিশের। পুরাতত্ত্ব বিভাগকে এবিষয়ে খবর দেওয়া হয়েছে।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...