Search This Blog

Followers

Friday, August 7, 2020

করোনা আবহে অভিনব চিকিৎসায় "স্পর্শ "

করনা মহামারী যেভাবে ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে, তাতেই আতঙ্কিত সাধারণ মানুষ। সেই মহামারীর সঙ্গে লড়তে এবার অভিনব উদ্যোগ দমকল মন্ত্রী সুজিত বসুর। স্পর্শ নামে চিকিৎসকদের একটি সংগঠন দল গঠন করলেন তিনি, যেখানে মূলত ২০ জন  বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। করোনা আক্রান্ত রোগীদের পাশাপাশি যেকোনো রোগে আক্রান্ত রোগী বা তার পরিবার ঘরে  বসেই এই চিকিৎসক সংগঠনে ফোন করে অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন।

করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও অনেকেই  বাড়িতেথাকছেন হাসপাতালে যাচ্ছেন না। কিন্তু তারা বাড়িতে থাকলেও অনেক সময় চিকিৎসকের সাহায্য চাইলেও পাচ্ছেন না। রাজ্য সরকার যেমন টেলি মেডিসিন সার্ভিস চালু করেছে। ঠিক তেমনই নিজের এলাকায়  " *স্পর্শ*" _প্রিয়জনে প্রয়োজন_ নামে সার্ভিস চালু করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। শুধু করোনা নিয়ে নয় যে কোনও চিকিৎসার ব্যাপারে পরামর্শ নিতে পারবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষ। তার জন্য দুটো হেল্পলাইন নম্বর(7439596460/7439598338) খোলা হয়েছে যেখানে ফোন করে এই সুবিধা নিতে পারবে সাধারণ মানুষ। দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত যে কোনও ব্যাপারে পরামর্শ নিতে পারবে সাধারণ মানুষ। পাশাপাশি অতি জরুরী প্রয়োজন হলে যেকোনো সময় ফোন করলে সাহায্য পাবে যেকোন রোগী এমনটাই জানালেন মন্ত্রী সুজিত বসু।

Thursday, August 6, 2020

করোনা যোদ্ধাকে মারধোরের অভিযোগে গ্রেফতার এক

করোনা যোদ্ধাকে মারধোর, তার স্নানের ভিডিও ভাইরাল করার অভিযোগ৷ নির্যাতিতা বেলেঘাটা হাসপাতালে NICED  এ কর্মরত৷ অভিযোগের তীর বাড়ির লোকেরই বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার ফরতাবাদে৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ৷ নির্যাতিতার অভিযোগ বিয়ের পর তার প্রথমে পুত্র সন্তান হলেও ৭দিনের মাথায় সে মারা যায়৷ তারপর পরপর দুটি কন্যা সন্তান হয়েছে তার ৷


  কন্যা সন্তান হয়েছে বলে তার সম্পত্তির প্রয়োজন নেই,এই  কারণে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয় তাকে ৷ তা না করায় মারধোর করার অভিযোগ৷ইলেকট্রিক মিটার ঘর ভাঙচুর করা হয়েছে তার ৷ তার দুই নাবালিকা মেয়েরও স্নানের ভিডিও ভাইরাল করা হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয় তার ঘরের জলের লাইন ৷ অভিযোগের তীর শ্বাশুড়ি ইলা মন্ডল, ভাসুর প্রদীপ মন্ডল, জা ভবানী মন্ডল, জা এর ছেলে শান্তনু মন্ডল ও তার বৌ অনিতা মন্ডল এবং ননদ শর্মিষ্ঠা মন্ডল ও নন্দাই মিহির মন্ডলের বিরুদ্ধে৷ এই ঘটনায় ভাসুর প্রদীপ মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ৷ তার বিরুদ্ধেই নির্যাতিতা ও তার দুই নাবালিকা কন্যা সন্তানের স্নানের ভিডিও ভাইরাল করার অভিযোগ৷

Tuesday, August 4, 2020

কোটি টাকা ব্যাংক প্রতারণা র অভিযোগে সল্ট লেকে গ্রেফতার এক

গ্রাহকের অজান্তে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক একাউন্ট।সেই চক্রের এক মাথাকে গ্রেফতার করলো বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

সল্টলেকের বেসরকারি ব্যাংকের গ্রাহকের এস এম এস ও মেল আইডি চেঞ্জ করে এক গ্রাহকের ব্যাংক একাউন্ট থেকে প্রায় তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার এক।অভিযুক্তের নাম সমীরণ সাহা (খরদহ)।ধৃত ব্যক্তি এ্যান্টিক জিনিস এর ব্যবসা করে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে।পুলিশ এর অনুমান এই ঘটনায় ব্যাংকের কেউ জড়িত আছে , তা না হলে কি করে এই ভাবে তথ্য বাইরে বেরোয়। পুলিশ ঐ ব্যক্তির খোঁজ চালাচ্ছে ।
পুলিশ সূত্রে খবর,৩০/৭/২০২০ তারিখে সল্টলেকের সেক্টর ফাইভের বেসরকারি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার (আই সি আই সি ব্যাংক)
থানায় অভিযোগ করে যে তার বাগুইআটি এলাকায় ব্রাঞ্চ থেকে এক গ্রাহকের একাউন্ট থেকে প্রায় তিন কোটি টাকা বিভিন্ন একাউন্টে ট্রান্সফার হয়।সেই মতো পুলিশ তদন্তে নামে।এর পর বিধান নগর সাইবার ক্রাইম থানা তদন্ত শুরু করে।তদন্তে নেমে পুলিশ খরদহ এর বাসিন্দা সমীরণ সাহাকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে ,অভিযুক্ত সমীরণ কোনো ভাবে ওই ব্যাংকের গ্রাহকদের ডিটেলস সংগ্রহ করে।এর পর ব্যাংকে গ্রাহক পরিচয় দিয়ে সমস্ত তথ্য দিয়ে জানায় কোনো কারণে তার ব্যাংকের এস এম এস এলার্ট নাম্বার ও মেল আইডি চেঞ্জ করতে হবে।সেই মতো চেঞ্জ হয়ে যায়।এর পর একটি app ডাউনলোড করে (আই মোবাইল app)।সেখান থেকে ওই গ্রাহকের একাউন্ট থেকে বিভিন্ন একাউন্টে টাকা ট্রান্সফার করে নেয়।এই ভাবেই সে প্রতারণা করতো।যেহেতু এস এম এস এলার্ট নাম্বার চেঞ্জ হয়ে যেত সেই কারণে গ্রাহক কিছুই জানতে পারতো না।
এখানেই প্রশ্ন এই অভিযুক্ত কি ভাবে ব্যাংকের গ্রাহকের ডিটেলস পেয়ে যেত তবে কি এই সব কিছুর পিছনে ব্যাংকের কেউ জড়িত আছে ? সেই বিষয় তদন্ত করে দেখছে তদন্তকারি পুলিশ কর্তারা।মঙ্গলবার ধৃতকে বিধান নগর কোর্টে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।এই ঘটনার সাথে বাকি আর কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

চলন্ত অটোতে তরুণীর শ্লীলতাহানি ,গ্রেফতার অটো চালক।

চলন্ত অটোতে তরুণীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আটো চালক।নাম প্রলয় মল্লিক।গ্রেফতার করে বিধান নগর উত্তর থানার পুলিশ।আজ তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে।


পুলিশ সূত্রে খবর ,রবিবার সন্ধ্যে সাত টা নাগাদ সল্টলেকের বাসিন্দা এক তরুণী বিধান নগর স্টেশন থেকে বাড়ি ফেরার উদ্যেশে অটোতে ওঠে ।এর পর সল্টলেকে ঢোকার পর বিভিন্ন রাস্তায় ঘোরাতে থাকে বলে অভিযোগ।এবং তাকে শ্লীলতাহানি করা হয়।রাস্তায় কোনো ভাবে অটো থেকে নেমে বাড়ি চলে যায়।পরিবারকে সব কথা জানবার পর গতকাল অটো নাম্বার দিয়ে বিধান নগর উত্তর থানায় অভিযোগ করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অটো চালক প্রলয় মল্লিককে গ্রেফতার করে।

Sunday, August 2, 2020

এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বাসন্তীতে, চলল গুলি


বাসন্তীঃ এলাকা দখলকে কেন্দ্র করে নতুন করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে নতুন করে উত্তেজনা ছড়াল দক্ষিন ২৪ পরগণার বাসন্তীতে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েত এলাকার পেটুয়াখালির শেখ পাড়ায়। ঘটনার জেরে গুলি চলে এলাকায়। দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের নাম মহৎ শেখ ও শারুখ শেখ। গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। ঘটনায় অভিযোগের তীর যুব তৃণমূল কর্মীদের দিকে।

সুন্দরবনে আবার বাঘের আক্রমনে মৃত্যু মৎস্যজীবীর



বাঘের হানায় প্রাণ গেল এক মৎসজীবী র। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের মরিচ ঝাঁপির জঙ্গলের কাছে। নিহতের নাম সুশান্ত মন্ডল। এদিন সকালে গোসাবার সাত জেলিয়ার বিধান কলোনি থেকে সঙ্গীদের সাথে মাছ কাঁকড়া ধরতে জঙ্গলে গিয়ে বাঘের হামলার মুখে পড়েন সুশান্ত। সঙ্গীরা বাঘের হাত থেকে তাকে প্রথমে উদ্ধার করতে পারে নি। পরে গ্রামে এসে তারা বিষয়টি জানালে গ্রামের মানুষজন সেই জঙ্গলে গিয়ে সুশান্তর মুণ্ডহীন দেহ উদ্ধার করে।

Saturday, August 1, 2020

রাম মন্দিরের ভূমি পূজায় পুরুলিয়া জেলার অযোধ্যা রামমন্দিরের মাটি পাঠালো বিজেপি



ভারতীয় জনতা পার্টির বাঘমুন্ডি বিধান সভার পক্ষথেকে অযোধ্যা পাহাড়ের রামমন্দির ۔ সীতাকুন্ডু ও লহরিয়া শিব মন্দিরের মাটি পাঠানো হলো রাম মন্দিরের ভূমি পূজায় |

বিজেপি জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো , বাঘমুন্ডি বিধান সভার বিজেপি কনভেনার জগদীশ কুমার ও কার্যকরতা রাকেশ মাহাতো জানান আজ আমাদের সোভাগ্য যে এখান কার মাটি যাচ্ছে কারণ পুরানা শাস্ত্রেও এই অযোধ্যার উলেখ্য রয়েছে এখানেও রামমন্দির ও সীতাকুন্ড আছে তাই আজ আমরা এখানকারও মাটি পাঠাচ্ছি রাম মন্দির ভূমি পূজায় |


যদিও আমরা লকডাউনের জন্য অনেকের যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছিনা |
এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা ও স্থানীয় বিজেপি কার্যকরতা গন |

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...