অবশেষে প্রায় তিন মাস পর চালু হলো ভারত-বাংলাদেশের আমদানি রপ্তানি পরিষেবা।
এই আমদানি-রপ্তানির সাথে যুক্ত প্রায় কয়েক হাজার মানুষ , - আশার আলো দেখলো আজ থেকে,লকডাউন এর ফলে বন্ধ ছিল আমদানি-রপ্তানি ।স্বভাবতই বিপাকে ছিল কয়েক হাজার মানুষ। রবিবার আমদানি-রপ্তানী শুরু হওয়াতে কিছুটা স্বস্তি পেল এই কাজের সাথে যুক্ত মানুষজন,
রবিবার ভারত থেকে ২৪ টি ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি দিলে ও এদিন বাংলাদেশ থেকে কোন ট্রাক আসবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ থেকে ভারতের উদ্যেশ্যে পণ্যবাহী ট্রাক আসবে বলে জানান, ক্লিয়ারিং এজেন্ট কার্তিক চক্রবর্তী।
কোভিড 19 সংক্রমন প্রতিরোধে প্রত্যেক গাড়ির চালককে দেওয়া হয়েছে পি পি ই কিট ।হাতে গ্লাভস ও মুখে মাক্স অবশ্যই পড়তে বলা হয়েছে গাড়ির চালকদের।এছাড়া ট্রাক গুলিকে বিশেষ পদ্ধতিতে স্যানিটাইজ করার ব্যবস্থা ও থাকছে।