করোনা সংক্রমণ এড়াতে বাস মালিকদের অভিনব উদ্যোগ। যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় না রাখতে পারায় দুই যাত্রীর মাঝে প্লাস্টিকের পর্দা দিয়ে সংক্রমন আটকানোর অভিনব চেষ্টা চালাচ্ছেন বাস মালিকরা ।
এই নিয়ম মেনে ও নিয়েছেন যাত্রীরা। শুক্রবার থেকে বর্ধমান শহরে বাস সার্ভিস শুরু হয়েছে।দীর্ঘ লক-ডাউনে বর্ধমানে মিনিবাস চলাচল বন্ধ ছিল।এই বাসকে শহরে টাউন বাস সার্ভিস বলা হয়। প্রায় ৮০ টি বাস এই সার্ভিস দিয়ে থাকে। তার মধ্যে ৮-১০ টি পরীক্ষামূলক ভাবে চলছে। বাসে উঠলেই স্যানিটাইজার দেওয়া হচ্ছে যাত্রীদের হাতে। কারো মুখে মাস্ক না থাকলে তাকে মাস্ক দেওয়া হচ্ছে। এছাড়া ও বাস মালিকদের উদ্যোগে যাত্রীদের সুস্বাস্থ্যের জন্য বাসের দুই যাত্রীর মাঝে প্লাস্টিকের পর্দা লাগানোর সিদ্ধান্ত নেন বাস মালিকরা।
প্রথমে যাত্রীরা আপত্তি জানালে ও ভয়াবহ করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে অবশেষে মেনে নেন তারা। গত দুদিনে তারা দিব্যি মানিয়ে নিয়েছেন নয়া ব্যবস্থা। এখন এই উদ্যোগকে সমর্থন ও করছেন যাত্রীরা।