Search This Blog

Followers

Sunday, June 7, 2020

সংক্রমন এড়াতে বাসে দুই সিটের মাঝে প্লাস্টিকের পর্দা লাগালেন বর্ধমান শহরের বাস মালিকরা

করোনা সংক্রমণ এড়াতে বাস মালিকদের অভিনব উদ্যোগ। যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় না রাখতে পারায় দুই যাত্রীর মাঝে প্লাস্টিকের পর্দা দিয়ে সংক্রমন আটকানোর অভিনব চেষ্টা চালাচ্ছেন বাস মালিকরা ।


 এই নিয়ম মেনে ও  নিয়েছেন যাত্রীরা। শুক্রবার থেকে বর্ধমান শহরে  বাস সার্ভিস শুরু  হয়েছে।দীর্ঘ লক-ডাউনে বর্ধমানে মিনিবাস চলাচল বন্ধ ছিল।এই বাসকে শহরে টাউন বাস সার্ভিস বলা হয়।  প্রায় ৮০ টি বাস এই সার্ভিস দিয়ে থাকে। তার মধ্যে ৮-১০ টি পরীক্ষামূলক ভাবে চলছে। বাসে উঠলেই স্যানিটাইজার দেওয়া হচ্ছে যাত্রীদের হাতে। কারো মুখে মাস্ক না থাকলে তাকে মাস্ক দেওয়া হচ্ছে।  এছাড়া ও বাস মালিকদের উদ্যোগে যাত্রীদের সুস্বাস্থ্যের জন্য বাসের দুই যাত্রীর মাঝে প্লাস্টিকের পর্দা লাগানোর সিদ্ধান্ত নেন বাস মালিকরা। 

 প্রথমে যাত্রীরা আপত্তি জানালে ও ভয়াবহ করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে অবশেষে মেনে নেন তারা।  গত দুদিনে তারা দিব্যি মানিয়ে নিয়েছেন নয়া ব্যবস্থা।  এখন এই উদ্যোগকে সমর্থন ও করছেন যাত্রীরা।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...