পুকুরে কুমির,আতঙ্কিত এলাকার মানুষ।অবশেষে বনকর্মীদের তৎপরতায় ধরা পড়ে কুমিরটি। কুলতলির মৈপিঠ উপকূল থানার অন্তর্গত বিনোদপুরের ঘটনা।মঙ্গলবার ঐ গ্রামের বাসিন্দা তপন মান্নার পুকুরে স্নান করতে নেমে একটা কুমিরকে ভেসে উঠতে দেখে স্থানীয় এক যুবক।সাথে সাথে পুকুর থেকে উঠে চিৎকার করে গ্রামের মানুষদের ডাকতে থাকলে মুহূর্তের মধ্যে পুকুর পাড়ে হাজির হয় এলাকার মানুষ।
গ্রামের পুকুরে কুমির দেখে হতবাক হয়ে যায় সবাই।সাথে সাথে চিতুরি বিট অফিসে খবর দেয় এলাকার মানুষ এবং কুমিরটির গতিবিধির উপর নজর রাখতে থাকে।এরপর ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা এবং স্থানীয় মানুষের সহযোগিতায় উদ্ধার করে কুমিরটিকে।ততক্ষণে অন্ধকার নেমে আসে বিনোদপুর গ্রামে।তবে কুমির ধরা পড়লেও পুরোপুরি নিশ্চিন্ত নয় এলাকার মানুষ,তাদের ধারণা আরো কুমির গ্রামের মধ্যে ঢুকে পড়তে পারে।তবে ধৃত কুমিরটি কোথা থেকে কিভাবে এই গ্রামে এলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বনদপ্তর।