Search This Blog

Followers

Thursday, June 4, 2020

দক্ষিণ বারাশতে পথ অবরোধ করে লাগাতার বিক্ষোভ দেখানোর পর মিললো বিদ্যুৎ

আমফান ঘূর্ণিঝড়ের পর ১৩ দিন কেটে গেলেও এলাকায় বিদ্যুৎ না আসায় অবশেষে কুল্পি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে  জয়নগর থানা এলাকার বিভিন্ন প্রান্তের মানুষ।বুধবার জয়নগর থানার অন্তর্গত ঢিবের হাট ও দক্ষিণ কালিকাপুর এলাকার মানুষ বিদ্যুতের দাবীতে কুলপি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।


সকাল থেকে কূলপী রোড অবরুদ্ধ হওয়ায় সমস্যায় পড়েন  পথচারীরা ।যদিও এ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবার সাথে যুক্ত গাড়ী গুলিকে ছাড় দিয়েছিল বিক্ষোভকারীরা,তবুও আটকে থাকা  বিশাল গাড়ির লাইন ঠেলে যেতে রীতিমত বেগ পেতে হয়েছে সেইসব গাড়ী গুলির যাত্রীদের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। কিন্তুু ,বিক্ষোভকারীরা সেফ জানিয়ে দেয়,বিদ্যুৎ না এলে তারা অবরোধ তুলবে না।অবশেষে বিদ্যুৎ কর্মীদের নিয়ে দীর্ঘক্ষণ কাজ করার পর এলাকায় বিদ্যুৎ এলে তবেই বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...