আমফান ঘূর্ণিঝড়ের পর ১৩ দিন কেটে গেলেও এলাকায় বিদ্যুৎ না আসায় অবশেষে কুল্পি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে জয়নগর থানা এলাকার বিভিন্ন প্রান্তের মানুষ।বুধবার জয়নগর থানার অন্তর্গত ঢিবের হাট ও দক্ষিণ কালিকাপুর এলাকার মানুষ বিদ্যুতের দাবীতে কুলপি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।
সকাল থেকে কূলপী রোড অবরুদ্ধ হওয়ায় সমস্যায় পড়েন পথচারীরা ।যদিও এ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবার সাথে যুক্ত গাড়ী গুলিকে ছাড় দিয়েছিল বিক্ষোভকারীরা,তবুও আটকে থাকা বিশাল গাড়ির লাইন ঠেলে যেতে রীতিমত বেগ পেতে হয়েছে সেইসব গাড়ী গুলির যাত্রীদের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। কিন্তুু ,বিক্ষোভকারীরা সেফ জানিয়ে দেয়,বিদ্যুৎ না এলে তারা অবরোধ তুলবে না।অবশেষে বিদ্যুৎ কর্মীদের নিয়ে দীর্ঘক্ষণ কাজ করার পর এলাকায় বিদ্যুৎ এলে তবেই বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।