Search This Blog

Followers

Thursday, June 11, 2020

শনিবার থেকে খুলে যাচ্ছে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির

দীর্ঘ লকডাউনের পর আগামী শনিবার থেকে ফের খুলে যাচ্ছে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির। বুধবার দক্ষিণেশ্বর মন্দিরে সাংবাদিক সম্মেলন করে দক্ষিণেশ্বর মন্দির কমিটির সম্পাদক চৌধুরী জানান আগামী তিন দিন চলবে ভক্তদের কিভাবে মন্দিরের ভেতরে ঢোকানো হবে এবং মায়ের বিগ্রহ দর্শন ও পুজো দিয়ে তাদেরকে কিভাবে বের করা হবে তার ট্রায়াল রান। 



এদিন বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ কুমার মন্দির চত্বরের নিরাপত্তা ও ভক্তদের প্রবেশ এবং বাহির সবকিছু খতিয়ে দেখেন। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন প্রত্যেকদিন সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল সাড়ে ৩ টে থেকে ৬.৩০ মিনিট পর্যন্ত মন্দির খোলা থাকবে। মন্দিরে প্রসাদ ছাড়া কোন রকম ফুল সিঁদুর বা কাপড়-চোপড় কিছুই গ্রহণ করা হবে না পুজোর দ্রব্য সামগ্রী হিসেবে। সামাজিক দূরত্ব মেনে একইসঙ্গে ৩০০ থেকে ৪০০ জন ভক্তকে মন্দিরের ভেতরে প্রবেশের অধিকার থাকছে । এরপর মন্দিরে পি পি ই  কিড পড়া সেবাইতরা ১০ জন করে ভক্তকে মন্দিরের মূল ফটকে নিয়ে যাবেন ভবতারিণীর মূর্তি দর্শন ও পূজা দেবার জন্য।



 পূজা সামগ্রী রাখতে হবে নির্দিষ্ট স্থানে, সেখান থেকেই মূল পুরোহিতরা সেই পূজা গ্রহণ করে মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। মন্দির চত্বরে বা মন্দির এর আশেপাশে বসে খাওয়ার জন্য কোন খাবারের দোকান খোলা থাকবে না। যেগুলি খোলা থাকবে সেখানে প্যাকেজ করা খাবার বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে। পালা করে জোড় বিজোড় সংখ্যার ভিত্তিতে খোলা থাকবে মন্দির চত্বরের ডালার দোকান। মন্দিরের মূল ফটক থেকে ঢোকার সময় প্রত্যেক ভক্তকে একটি চ্যানেলের মধ্যে দিয়ে যেতে হবে সেই চ্যানেলের  মধ্যেই প্রস্তুত করা হবে সমস্ত ভক্তকে। থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হবে ভক্তের শরীরের তাপমাত্রাও। মুখে মাক্স না থাকলে মন্দিরে প্রবেশ করতে দেয়া হবেনা কোন ভক্ত কে। বুধবার থেকে ভক্তদের প্রবেশের ট্রায়ালরান শুরু হল। বৃহস্পতি ও শুক্রবার চলবে এই ভক্তদের ট্রায়াল' রান। তারপরেই শনিবার সকাল থেকে সাধারণ ভক্তদের জন্য খুলে দেয়া হবে দক্ষিণেশ্বরে ঐতিহ্যবাহী ভবতারিণী মন্দির।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...