Search This Blog

Followers

Tuesday, June 30, 2020

ইসলামপুরে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যার স্বামীকে গুলি করে খুনের চেষ্টা

তৃনমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে গুলি করে হত্যার চেষ্টা দুস্কৃতীদের।  ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায়। গুরুতর জখম অবস্থায় পঞ্চায়েত সদস্যার স্বামী মহম্মদ ইফতেখার আহমেদকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের গুঞ্জরিয়া এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  তৃণমূল কংগ্রেস পরিচালিত গুঞ্জরিয়া গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা রুকিয়া বানুর স্বামী মহম্মদ ইফতেখার আহমেদ ওরফে মাস্টার গুঞ্জরিয়া বাজার এলাকা থেকে হেঁটেই বাড়ি ফিরছিলেন। পথে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুস্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।


 মহম্মদ ইফতেখার আহমেদের শরীরে দুটি গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জেলা তৃণমূল নেতা জাভেদ আখতার জানিয়েছেন পুলিশের উপর আমাদের আস্থা আছে। পুরো ঘটনার সঠিক তদন্ত করে দুস্কৃতীদের গ্রেফতার করবে ইসলামপুর থানার পুলিশ এই বিশ্বাস তৃণমূল কংগ্রেসের আছে বলে  জানান জেলা তৃণমূল নেতা জাভেদ আখতার।  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে দুস্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান।



স্থানীয় প্রশাসনের উদ্যোগে অবশেষে মন্দার মনিতে উদ্ধার হওয়া তিমিটির দেহ মাটি চাপা দেওয়া হল।

অবশেষে মন্দার মনি সমুদ্র সৈকতে উদ্ধার বিশালাকার তিমিটিকে মাটি চাপা দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন।গতকাল সকালে   মন্দারমনির সমুদ্র তটে ঐ মৃত টিমিটিকে দেখতে পায় মৎস্যজীবীরা।


সোমবার সারা দিন ধরে কৌতুহলী মানুষের ভিড় জমতে থাকে ঐ সমুদ্র সৈকতে।  প্রাথমিকভাবে তিমিটি সেয় হোয়েল প্রজাতির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিমি মাছটি মারা যাওয়ার জন্য শরীরের বিভিন্ন অংশে পচন এসেছে।  তাই  অবশেষে বিশেষ কেমিক্যাল দিয়েই বালিয়াড়িতে গর্ত খুড়ে পুতে দেওয়া হয় টিমীটিকে। আর এই ঘটনা প্রত্যক্ষ করতে সমুদ্র সৈকতে ভির জমাতে থাকে এলাকার মানুষ থেকে পর্যটকরা।

গাজোলে কুমির আতঙ্ক,বিশেষ নজরদারি বনকর্মীদের

মালদার গাজোলে কুমির আতঙ্ক। মহানন্দা নদীতে কুমির এসেছে বলে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। যদিও বনদপ্তর এর দাবি মহানন্দা নদীতে দেখা মিলেছে ঘড়িয়ালের।


                              গত দুদিন ধরে মালদা মহানন্দা তীরবর্তী গাজোল এবং রতুয়া ২ নম্বর ব্লকে বেশ কিছু গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে মহানন্দা নদীতে কুমির এসেছে। এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। গতকাল সেই  কুমিরের দেখা মেলে গাজলের কুতুবপুর এলাকায়। যদিও বনদপ্তর সূত্রে খবর, এই জলজ প্রাণী টি  ঘড়িয়াল শ্রেণীর কুমির। সাধারণত গঙ্গা নদীতে ঘড়িয়াল দেখা যায়। বছর দুয়েক আগে মহানন্দা নদীতে বেশ কয়েকটি ঘড়িয়াল দেখা গেছিল। এ বছরে আবার জল বেড়ে যাওয়ায় মহানন্দা নদীতে ঘড়িয়াল ঢুকে পড়েছে। জেলা পরিষদের সভাধিপতি জানিয়েছেন ঐ কুমিরের যাতে কোনভাবে ক্ষতি না হয় এবং সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয়ে পড়েন তার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Monday, June 29, 2020

পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অধীরের অভিনব মিছিল

পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের।


 পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার দলীয় কর্মীদের নিয়ে রাস্তায় নামলেন অধীর চৌধুরী। বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর ডাকে মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হয় অভিনব প্রতিবাদ মিছিল। পাশাপাশি বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে অধীর চৌধুরীর নেতৃত্বে এই মিছিল বের হয়। গোটা বহরমপুর শহর এই মিছিল পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। এদিন মিছিলের সামনে মোটর বাইক কাঁধে নিয়ে শহর পরিক্রমা করে কংগ্রেস নেতৃত্ব।


সমুদ্রতটে বিশাল তিমির দেহ ঘিরে চাঞ্চল্য মন্দারমনিতে

বিশালাকার তিমি র মৃতদেহ কে ঘিরে চাঞ্চল্য মন্দারমনি সমূদ্র তটে। সোমবার সকালে তিমি'টি দেখতে পায় এলাকার  মৎস্য জিবিরা  ।বেলা বাড়ার সাথে সাথে জমতে থাকে কৌতুহলী মানুষের ভিড়। প্রাথমিক ভাবে তিমিটিকে সেয় হোয়াল প্রজাতির বলেই মনে করছেন মৎস্যজীবিরা।


খবর দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। এই মাছটিকে কি সংরক্ষণ করা হবে নাকি  সমূদ্রের পাড়েই বালি খুঁড়ে চাপা দেওয়া হবে তা নিয়ে ধন্দ্বে মৎস্যজীবীরা। তবে, এর আগে ২০১২ সালের ১০ ই ডিসেম্বর দিঘা মোহনা থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল সমূদ্রের গভীর থেকে মৃত অবস্থায় ৪৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া এবং ১৮ টন ওজনের একটি  তিমি মৎস্যজীবিরা উদ্ধার করেছিল।পরে সেটিকে টেনে দিঘা মোহনায় এনে তোলা হয়। প্রশান্ত মহাসাগরের গভীরে থাকা এই সেয় হোয়াল তিমিটি কিন্তু সাধারণ ভাবে প্রশান্ত মহাসাগরের গভীরে বসবাস করে বলে মৎস্য বিশেষজ্ঞ রা জানান। তবে কোনওভাবে খাওয়ারের সন্ধানে ঘুরতে ঘুরতে সেটি বঙ্গোপসাগরে চলে আসে। এরপর কোনও জাহাজের ধাক্কায় মাছটির মৃত্যু হতে পারে বলে অনুমান করেছিলেন  তারা। এবং সেটি মৎস্যজীবিদের জালে এসে আটকে পড়লে মৃত টিমিটিকে মোহনায় তুলেছিল মৎস্যজীবীরা।কিন্তু এবারের তিমিটি কিভাবে সমুদ্র তটে এলো তা খতিয়ে দেখছে প্রশাসন। তবে ২০১২ সালের তিমিটির ব্যাপারে মেরিন অ্যাকোরিয়াম এন্ড রিজিওনাল রিসার্চ সেন্টারের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তৎকালীন অফিসার-ইন-চার্জ তথা গবেষক অনিল মহাপাত্র জানিয়েছিলেন, সেয় হোয়াল প্রজাতির এই তিমি মাছ অত্যন্ত বিরল। তিনি আরো জানিয়েছিলেন,প্রায় ১ লক্ষ টাকা ব্যায়ে সেই মৃত তিমির শরীরের উপরে জীবানু নাশক ও বিশেষ কেমিক্যালের  প্রলেপ লাগানোর পর সেটিকে  দিঘা মেরিন অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছে দর্শকদের জন্য।তবে এই তিমিটিকে কি করা হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি।

Sunday, June 28, 2020

বীমার সুবিধা পেতে চুরির নাটক করে পার পেলনা ব্যবসায়ী

ব্যাক্তিগত দেনা এবং নিজের মোবাইল দোকানে র বীমার সুবিধার জন্য মিথ্যা চুরির অভিযোগে ব মাল সহ গ্রেফতার এক ব্যবসায়ী।জিবন তলা থানার অন্তর্গত "আলী মোবাইল" নামে  একটি মোবাইল দোকানের মালিক , মিয়ারঘেরী এলাকার বাসিন্দা মহম্মদ নুর আহমেদ মোল্লা গত ২৫ শে জুন জিবন তলা থানায় অভিযোগ করে যে,২৪ তারিখ গভীর রাতে তার দোকান থেকে নগদ ১০ লক্ষ টাকা এবং ৩০ টি মূল্যবান মোবাইল চুরি হয়ে গিয়েছে। 


 ঐ ব্যবসায়ীর অভিযোগের গুরুত্ব দিয়ে জিবন তলা থানার পুলিশ,বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং এস ডি পি ও ক্যানিং,ও-  সি ,আই-  ক্যানিং একত্রিত হয়ে ঘটনা র তদন্তে নামে।টানা দুদিন তদন্তের পর পুলিশ নিশ্চিত হয় ,অভিযোগকারী "আলী মোবাইল" দোকানের মালিক মিয়ারঘেরি এলাকার বাসিন্দা মহম্মদ নুর আহমেদ মোল্লা ,বেসরকারি অর্থলগ্নি সংস্থা থেকে অনেক টাকা লোন নিয়েছিলেন ।পুলিশ আরো জানতে পারে অভিযোগকারী মিথ্যা ভাবে বীমার সুবিধা নেওয়ার জন্য ৭ টি মূল্যবান মোবাইল ফোন এবং নগদ ৭০ হাজার টাকা লুকিয়ে রেখেছিলেন।জেরার মুখে নুর আহমেদ স্বীকার করে যে তার বেসরকারি অর্থলগ্নি সংস্থার পাশাপাশি এলাকার মানুষের কাছে ও প্রচুর টাকা দেনা করে ফেলেছেন।তাই তাদের কাছ থেকে মুক্তি পেতে তিনি এই চুরির গল্প ফেঁদেছেন। জেরায় তার বক্তব্যে গুরুত্ব দিয়ে পুলিশ তার দোকান তল্লাশি করে লুকিয়ে রাখা মূল্যবান মোবাইল গুলি এবং নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করেছে।ধৃত নুর আহমেদ মোল্লাকে গ্রেফতার করে আলিপুর আদালতে পাঠানো হয়।

Saturday, June 27, 2020

পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়ি নিয়ে মিছিল জাতীয় কংগ্রেসের

কেন্দ্রীয় সরকারের লাগামহীন  পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে  কাঁকসার রাজবাঁধ চৌমাথা মোড় থেকে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। শনিবার সকালে মিছিল শেষে ভারত পেট্রোলিয়ামের সামনে বিক্ষোভ সভা করেন কংগ্রেস কর্মীরা। এদিন কংগ্রেস কর্মীরা গরুর গাড়ি নিয়ে রাস্তায় নেমে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করেন। 



 তারা জানিয়েছেন যেভাবে নিত্যদিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হয়ে চলেছে তাতে যাতায়াতের জন্য গরুর গাড়ি র উপর নির্ভর করতে হবে মানুষকে।এদিন মিছিলে যোগ দেন কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী,অপূর্ব  ব্যানার্জী, অশোক সাসমল,জয় গোপাল দে সহ অন্যান্যরা।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...