মালদার গাজোলে কুমির আতঙ্ক। মহানন্দা নদীতে কুমির এসেছে বলে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। যদিও বনদপ্তর এর দাবি মহানন্দা নদীতে দেখা মিলেছে ঘড়িয়ালের।
গত দুদিন ধরে মালদা মহানন্দা তীরবর্তী গাজোল এবং রতুয়া ২ নম্বর ব্লকে বেশ কিছু গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে মহানন্দা নদীতে কুমির এসেছে। এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। গতকাল সেই কুমিরের দেখা মেলে গাজলের কুতুবপুর এলাকায়। যদিও বনদপ্তর সূত্রে খবর, এই জলজ প্রাণী টি ঘড়িয়াল শ্রেণীর কুমির। সাধারণত গঙ্গা নদীতে ঘড়িয়াল দেখা যায়। বছর দুয়েক আগে মহানন্দা নদীতে বেশ কয়েকটি ঘড়িয়াল দেখা গেছিল। এ বছরে আবার জল বেড়ে যাওয়ায় মহানন্দা নদীতে ঘড়িয়াল ঢুকে পড়েছে। জেলা পরিষদের সভাধিপতি জানিয়েছেন ঐ কুমিরের যাতে কোনভাবে ক্ষতি না হয় এবং সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয়ে পড়েন তার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment