Search This Blog

Followers

Sunday, June 28, 2020

বীমার সুবিধা পেতে চুরির নাটক করে পার পেলনা ব্যবসায়ী

ব্যাক্তিগত দেনা এবং নিজের মোবাইল দোকানে র বীমার সুবিধার জন্য মিথ্যা চুরির অভিযোগে ব মাল সহ গ্রেফতার এক ব্যবসায়ী।জিবন তলা থানার অন্তর্গত "আলী মোবাইল" নামে  একটি মোবাইল দোকানের মালিক , মিয়ারঘেরী এলাকার বাসিন্দা মহম্মদ নুর আহমেদ মোল্লা গত ২৫ শে জুন জিবন তলা থানায় অভিযোগ করে যে,২৪ তারিখ গভীর রাতে তার দোকান থেকে নগদ ১০ লক্ষ টাকা এবং ৩০ টি মূল্যবান মোবাইল চুরি হয়ে গিয়েছে। 


 ঐ ব্যবসায়ীর অভিযোগের গুরুত্ব দিয়ে জিবন তলা থানার পুলিশ,বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং এস ডি পি ও ক্যানিং,ও-  সি ,আই-  ক্যানিং একত্রিত হয়ে ঘটনা র তদন্তে নামে।টানা দুদিন তদন্তের পর পুলিশ নিশ্চিত হয় ,অভিযোগকারী "আলী মোবাইল" দোকানের মালিক মিয়ারঘেরি এলাকার বাসিন্দা মহম্মদ নুর আহমেদ মোল্লা ,বেসরকারি অর্থলগ্নি সংস্থা থেকে অনেক টাকা লোন নিয়েছিলেন ।পুলিশ আরো জানতে পারে অভিযোগকারী মিথ্যা ভাবে বীমার সুবিধা নেওয়ার জন্য ৭ টি মূল্যবান মোবাইল ফোন এবং নগদ ৭০ হাজার টাকা লুকিয়ে রেখেছিলেন।জেরার মুখে নুর আহমেদ স্বীকার করে যে তার বেসরকারি অর্থলগ্নি সংস্থার পাশাপাশি এলাকার মানুষের কাছে ও প্রচুর টাকা দেনা করে ফেলেছেন।তাই তাদের কাছ থেকে মুক্তি পেতে তিনি এই চুরির গল্প ফেঁদেছেন। জেরায় তার বক্তব্যে গুরুত্ব দিয়ে পুলিশ তার দোকান তল্লাশি করে লুকিয়ে রাখা মূল্যবান মোবাইল গুলি এবং নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করেছে।ধৃত নুর আহমেদ মোল্লাকে গ্রেফতার করে আলিপুর আদালতে পাঠানো হয়।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...