Search This Blog

Followers

Tuesday, June 30, 2020

স্থানীয় প্রশাসনের উদ্যোগে অবশেষে মন্দার মনিতে উদ্ধার হওয়া তিমিটির দেহ মাটি চাপা দেওয়া হল।

অবশেষে মন্দার মনি সমুদ্র সৈকতে উদ্ধার বিশালাকার তিমিটিকে মাটি চাপা দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন।গতকাল সকালে   মন্দারমনির সমুদ্র তটে ঐ মৃত টিমিটিকে দেখতে পায় মৎস্যজীবীরা।


সোমবার সারা দিন ধরে কৌতুহলী মানুষের ভিড় জমতে থাকে ঐ সমুদ্র সৈকতে।  প্রাথমিকভাবে তিমিটি সেয় হোয়েল প্রজাতির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিমি মাছটি মারা যাওয়ার জন্য শরীরের বিভিন্ন অংশে পচন এসেছে।  তাই  অবশেষে বিশেষ কেমিক্যাল দিয়েই বালিয়াড়িতে গর্ত খুড়ে পুতে দেওয়া হয় টিমীটিকে। আর এই ঘটনা প্রত্যক্ষ করতে সমুদ্র সৈকতে ভির জমাতে থাকে এলাকার মানুষ থেকে পর্যটকরা।

No comments:

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...