অবশেষে মন্দার মনি সমুদ্র সৈকতে উদ্ধার বিশালাকার তিমিটিকে মাটি চাপা দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন।গতকাল সকালে মন্দারমনির সমুদ্র তটে ঐ মৃত টিমিটিকে দেখতে পায় মৎস্যজীবীরা।
সোমবার সারা দিন ধরে কৌতুহলী মানুষের ভিড় জমতে থাকে ঐ সমুদ্র সৈকতে। প্রাথমিকভাবে তিমিটি সেয় হোয়েল প্রজাতির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিমি মাছটি মারা যাওয়ার জন্য শরীরের বিভিন্ন অংশে পচন এসেছে। তাই অবশেষে বিশেষ কেমিক্যাল দিয়েই বালিয়াড়িতে গর্ত খুড়ে পুতে দেওয়া হয় টিমীটিকে। আর এই ঘটনা প্রত্যক্ষ করতে সমুদ্র সৈকতে ভির জমাতে থাকে এলাকার মানুষ থেকে পর্যটকরা।
সোমবার সারা দিন ধরে কৌতুহলী মানুষের ভিড় জমতে থাকে ঐ সমুদ্র সৈকতে। প্রাথমিকভাবে তিমিটি সেয় হোয়েল প্রজাতির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিমি মাছটি মারা যাওয়ার জন্য শরীরের বিভিন্ন অংশে পচন এসেছে। তাই অবশেষে বিশেষ কেমিক্যাল দিয়েই বালিয়াড়িতে গর্ত খুড়ে পুতে দেওয়া হয় টিমীটিকে। আর এই ঘটনা প্রত্যক্ষ করতে সমুদ্র সৈকতে ভির জমাতে থাকে এলাকার মানুষ থেকে পর্যটকরা।
No comments:
Post a Comment