Search This Blog

Followers

Saturday, July 11, 2020

আবার ও জলঙ্গীতে সীমান্ত রক্ষী বাহিনীর তৎপরতায় উদ্ধার ১২০০ ফেন্সিডিল সিরাপ সহ একটি পূর্ণ বয়স্ক গরু

জলঙ্গি ১৪১ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে উদ্ধার করেছে ফেনসিডিল, গরু এবং ধারালো অস্ত্র। শুক্রবার গভীর রাত্রে জলঙ্গীর বিওপি ১৪১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা জলঙ্গি বর্ডার এলাকার ১১ নম্বর রাজ্য সড়কে অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করেছে ৫০০ বোতল ফেনসিডিল, একটি মাঝারি সাইজের গরু এবং একটি ধারালো অস্ত্র।


 বিএসএফ জওয়ানরা জানিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সত্বেও তারা অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছে।গত কাল জলঙ্গি থানার পুলিশ ৭০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আবার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে এবার বিএসএফ জওয়ান দের তৎপরতায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।বিএসএফ সূত্রে খবর যে জলঙ্গীর চোয়াপাড়া এলাকা থেকে বাংলাদেশের উদ্দেশ্য পার করতে যাবার সময় তল্লাশি চালায় জলঙ্গি বিওপি বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা তখনপাচারকারীরা ফেনসিডিলের বোতল, ধারালো অস্ত্র ও গরু রেখে পালিয়ে যায় বলে জানা যায় বিএসএফ সূত্রে।

দুষ্কৃতীর গুলিতে এক কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য টিটাগড়ে

দুস্কৃতির গুলিতে মৃত্যু হলো এক কলেজ ছাত্রের। ঘটনাটি ঘটেছে টিটাগড় পৌরসভার ১৯ নম্বর ওর্য়াডের উড়ান পাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম তৌফিক আলি। সে বারাকপুর সুরেন্দ্র নাথ কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল রাত্রে তার নিজের বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে এক যুবকের সাথে গন্ডগোল হয়।


 পরবর্তীকালে ওই এলাকারই যুবক ছোটু বাড়ির সামনে এসে রাস্তার উপরে তাকে প্রকাশ্যে গুলি চালায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ছোটু সেখান থেকে চম্পট দেয়। এরপর তৌফিককে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ছোটুর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ছোটুর খোঁজ শুরু করেছে পুলিশ।

Thursday, July 9, 2020

মানুষকে সচেতন করতে অবশেষে নিজেই রাস্তায় নামলেন পুলিশ সুপার রশিদ মুনির খান





মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করতে নিজে রাস্তায় নামলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান৷ নরেন্দ্রপুর থানা এলাকার কামালগাজি মোড়ে বিভিন্ন মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে রাস্তায় নেমে মাস্ক বিলি করেন তিনি৷ প্রত্যেককেই মাস্ক পরার কথা বলেছেন৷ তা না হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
শুনুন ,কি বার্তা দিলেন পুলিশ সুপার - 👆

Wednesday, July 8, 2020

লাফিয়ে লাফিয়ে বাড়ছে দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা



লাফিয়ে লাফিয়ে বাড়ছে দক্ষিণ ২৪ পরগনায় করোণা আক্রান্তের সংখ্যা। এবার পুরোপুরি লক ডাউন এর পথেই হাঁটল রাজ্য সরকার।
 ৯ই জুলাই বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে গোটা রাজ্যের কনটেইনমেন্ট ও বাফার জোন গুলিতে  কড়া লক ডাউনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ঐসব জোন গুলিতে বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস ,কারখানা এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান।আগামী ১৪ দিন পর ওইসব জোন গুলিতে পরবর্তী সিদ্ধান্ত  কি নেওয়া হবে, তা সরকারি নির্দেশিকা য় জানানো হবে। মঙ্গলবার সরকারি নতুন নির্দেশিকায় বলা হয়েছে কনটেইনমেন্ট জোন ও বাফার জোনের বাসিন্দাদের বাড়িতেই থাকতে হবে , একান্ত জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারবে না। একইভাবে অযথা কোনো বহিরাগত ঐ জোনে প্রবেশ করবে না। ঐ জোন গুলিতে সবরকম যানবাহন চলাচল বন্ধ থাকবে। কেবলমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে। ওই জোন থেকে কেউ কোন অফিস যেতে  বা কাজে যেতে পারবে না। এলাকায় কোনো রকম জমায়েত করা যাবে না।কন্টেইনমেন্ট ও বাফার জোন  এলাকার বাসিন্দারা  এই নির্দেশিকা অমান্য করলে স্থানীয় পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।
মঙ্গলবার বিকালে সাংবাদিক বৈঠকে জানানো হয় কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ক্রমশ বেড়ে ৩৩ করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় ২১৯ এবং হাওড়া ১৪৬ ,হুগলি ২৭  টি ,এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৫৩ টি কনটেইনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা য় সবচেয়ে বেশি কনটেইনমেন্ট জোন রাজপুর সোনারপুর পৌরসভা য় করা হয়েছে। তারপরেই আছে বারুইপুর পৌরসভা ,তবে জয়নগর-মজিলপুর পৌরসভায় কেবলমাত্র আট নম্বর ওয়ার্ডের ১১৫ ও ১১৬ নম্বর বুথ এ ই জোনের অন্তর্ভুক্ত হয়েছে। বুধবার সকালেই জয়নগর পৌরসভার চেয়ারম্যান সুজিত সর্খেল তার পৌরসভার বিশেষ দল নিয়ে 8 নম্বর ওয়ার্ডের ১১৫ নম্বর বুথ ১১৬নম্বর বুথের বিভিন্ন জায়গা য় জীবাণুমুক্ত করার ব্যবস্থা নেন এবং ওই এলাকার মানুষদের সচেতন করেন।
বিস্তারিত জানতে নিচের ভিডিওটি ক্লিক করুন👇


পোষ্টার ও ব্যানারে সুসজ্জিত ২৪ টি মটর বাইকে পথ নিরাপত্তার প্রচার

জয়নগর থানার ট্রাফিক গার্ড ও জয়নগর থানার পুলিশ কর্মীদের উদ্যোগে বুধবার পথ নিরাপত্তার উপর মানুষকে সচেতন করতে এক বর্ণাঢ্য মটর বাইক রালি  বের হয়।


 সকাল ১১ টায় জয়নগর থানা থেকে ২৪ টি মটর বাইক  বেরিয়ে পৌর এলাকা প্রদক্ষিণ করে। প্রতিটি গাড়িতে পথ নিরাপত্তার নানান সচেতন মূলক পোস্টার ও ব্যানার লাগানো ছিল।



Tuesday, July 7, 2020

গ্যাস সিলিন্ডারের মধ্যে মূল্যবান ট্যাবলেট পাচার করতে গিয়ে সীমান্ত রক্ষীবাহিনীর হাতে ধরা পড়লো এক মহিলা।

সীমান্তে গ্যাস সিলেন্ডারের মধ্যে ইয়াবা ট্যাবলেট পাচারের চেষ্টা, গ্রেপ্তার মহিলা পাচারকারী।
বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের ঘটনা। এদিন রাতের অন্ধকারে এক মহিলা গ্যাস সিলেন্ডার নিয়ে সীমান্তের জিরো পয়েন্টে দিকে যাচ্ছিল। 


 ১৩৩ নম্বর ব্যাটেলিয়ানের  জি কোম্পানি জওয়ানদের সন্দেহ হয়। মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চক্ষু চড়কগাছ। সীমান্তরক্ষীর কাছে স্বীকার করে ওই গ্যাস সিলেন্ডার মধ্যে প্রায় এক হাজার ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল। যার বাজারমূল্য প্রায় 50 হাজার টাকা। ওই মহিলা পাচারকারী নাম নার্গিস বেগম। তাকে গ্রেফতার করে বিএসএফ ।মহিলার বাড়ি ঘোজাডাঙ্গা সীমান্তের পানিতর গ্রামে। ফাঁকা গ্যাস সিলেন্ডার মধ্য দিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ায় অভিনব পাচার রুখল বিএসএফ ।এই মহিলা পাচারকারী সঙ্গে অন্যকোন বড় পাছার চক্রের যোগ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক অমরেশ কুমার। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট শুল্ক দপ্তর হাতে তুলে দেয়া হয়েছে। ধৃত মহিলা পাচারকারীকে বসিরহাট থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মহিলা পাচারকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

Friday, July 3, 2020

আবার ও বাঘের আক্রমণে মৃত এক মৎস্যজীবি

সুন্দরবনে আবার বাঘের আক্রমণে মৃত এক মৎস্য জীবি ।বৃহস্পতিবার দুপুর  ২ টো নাগাদ ঘটনাটি ঘটে পঞ্চ মুখানি ২ নং  জঙ্গলে। গোসাবার লাহিড়ী পুর থেকে চারজনের একটি মৎস্য জীবি দল পঞ্চমুখানি জঙ্গলের কাছে মাছ ধরার সময় এই দুর্ঘটনা ঘটে।

মাছ ধরার সময় জঙ্গল থেকে হঠাৎ বাঘ বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে জামিনি মিস্ত্রি নামে এক মৎস্যজীবীর গায়ের উপর  এবং তাকে টেনে হিচড়ে জঙ্গলে  নিয়ে যায়।অন্য তিন সঙ্গী চিৎকার করে বাঘের দিকে তেড়ে গিয়ে ও বাঁচাতে পারেনি  জামিনিকে।মৃত মৎস্যজীবি সহ তার চার সঙ্গী ই  -সুন্দর বন কোষ্টাল থানার অন্তর্গত লাহিড়ী পুরের  বাসিন্দা। ওর সাথে ছিল ১.মিলন মিস্ত্রী।২.অজিত মন্ডল। ৩. অসিত মাঝি ।সবার বাড়ি লাহিড়ী  পুরে। মৃত র তিন সঙ্গীর সাথে কথা বলে পুলিশ এবং বনকর্মীরা তার দেহ খোঁজার চেষ্টা করছে।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...