Search This Blog

Followers

Friday, July 3, 2020

আবার ও বাঘের আক্রমণে মৃত এক মৎস্যজীবি

সুন্দরবনে আবার বাঘের আক্রমণে মৃত এক মৎস্য জীবি ।বৃহস্পতিবার দুপুর  ২ টো নাগাদ ঘটনাটি ঘটে পঞ্চ মুখানি ২ নং  জঙ্গলে। গোসাবার লাহিড়ী পুর থেকে চারজনের একটি মৎস্য জীবি দল পঞ্চমুখানি জঙ্গলের কাছে মাছ ধরার সময় এই দুর্ঘটনা ঘটে।

মাছ ধরার সময় জঙ্গল থেকে হঠাৎ বাঘ বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে জামিনি মিস্ত্রি নামে এক মৎস্যজীবীর গায়ের উপর  এবং তাকে টেনে হিচড়ে জঙ্গলে  নিয়ে যায়।অন্য তিন সঙ্গী চিৎকার করে বাঘের দিকে তেড়ে গিয়ে ও বাঁচাতে পারেনি  জামিনিকে।মৃত মৎস্যজীবি সহ তার চার সঙ্গী ই  -সুন্দর বন কোষ্টাল থানার অন্তর্গত লাহিড়ী পুরের  বাসিন্দা। ওর সাথে ছিল ১.মিলন মিস্ত্রী।২.অজিত মন্ডল। ৩. অসিত মাঝি ।সবার বাড়ি লাহিড়ী  পুরে। মৃত র তিন সঙ্গীর সাথে কথা বলে পুলিশ এবং বনকর্মীরা তার দেহ খোঁজার চেষ্টা করছে।

No comments:

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...