Search This Blog

Followers

Saturday, July 11, 2020

আবার ও জলঙ্গীতে সীমান্ত রক্ষী বাহিনীর তৎপরতায় উদ্ধার ১২০০ ফেন্সিডিল সিরাপ সহ একটি পূর্ণ বয়স্ক গরু

জলঙ্গি ১৪১ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে উদ্ধার করেছে ফেনসিডিল, গরু এবং ধারালো অস্ত্র। শুক্রবার গভীর রাত্রে জলঙ্গীর বিওপি ১৪১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা জলঙ্গি বর্ডার এলাকার ১১ নম্বর রাজ্য সড়কে অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করেছে ৫০০ বোতল ফেনসিডিল, একটি মাঝারি সাইজের গরু এবং একটি ধারালো অস্ত্র।


 বিএসএফ জওয়ানরা জানিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সত্বেও তারা অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছে।গত কাল জলঙ্গি থানার পুলিশ ৭০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আবার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে এবার বিএসএফ জওয়ান দের তৎপরতায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।বিএসএফ সূত্রে খবর যে জলঙ্গীর চোয়াপাড়া এলাকা থেকে বাংলাদেশের উদ্দেশ্য পার করতে যাবার সময় তল্লাশি চালায় জলঙ্গি বিওপি বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা তখনপাচারকারীরা ফেনসিডিলের বোতল, ধারালো অস্ত্র ও গরু রেখে পালিয়ে যায় বলে জানা যায় বিএসএফ সূত্রে।

No comments:

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...