Search This Blog

Followers

Tuesday, July 7, 2020

গ্যাস সিলিন্ডারের মধ্যে মূল্যবান ট্যাবলেট পাচার করতে গিয়ে সীমান্ত রক্ষীবাহিনীর হাতে ধরা পড়লো এক মহিলা।

সীমান্তে গ্যাস সিলেন্ডারের মধ্যে ইয়াবা ট্যাবলেট পাচারের চেষ্টা, গ্রেপ্তার মহিলা পাচারকারী।
বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের ঘটনা। এদিন রাতের অন্ধকারে এক মহিলা গ্যাস সিলেন্ডার নিয়ে সীমান্তের জিরো পয়েন্টে দিকে যাচ্ছিল। 


 ১৩৩ নম্বর ব্যাটেলিয়ানের  জি কোম্পানি জওয়ানদের সন্দেহ হয়। মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চক্ষু চড়কগাছ। সীমান্তরক্ষীর কাছে স্বীকার করে ওই গ্যাস সিলেন্ডার মধ্যে প্রায় এক হাজার ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল। যার বাজারমূল্য প্রায় 50 হাজার টাকা। ওই মহিলা পাচারকারী নাম নার্গিস বেগম। তাকে গ্রেফতার করে বিএসএফ ।মহিলার বাড়ি ঘোজাডাঙ্গা সীমান্তের পানিতর গ্রামে। ফাঁকা গ্যাস সিলেন্ডার মধ্য দিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ায় অভিনব পাচার রুখল বিএসএফ ।এই মহিলা পাচারকারী সঙ্গে অন্যকোন বড় পাছার চক্রের যোগ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক অমরেশ কুমার। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট শুল্ক দপ্তর হাতে তুলে দেয়া হয়েছে। ধৃত মহিলা পাচারকারীকে বসিরহাট থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মহিলা পাচারকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

Friday, July 3, 2020

আবার ও বাঘের আক্রমণে মৃত এক মৎস্যজীবি

সুন্দরবনে আবার বাঘের আক্রমণে মৃত এক মৎস্য জীবি ।বৃহস্পতিবার দুপুর  ২ টো নাগাদ ঘটনাটি ঘটে পঞ্চ মুখানি ২ নং  জঙ্গলে। গোসাবার লাহিড়ী পুর থেকে চারজনের একটি মৎস্য জীবি দল পঞ্চমুখানি জঙ্গলের কাছে মাছ ধরার সময় এই দুর্ঘটনা ঘটে।

মাছ ধরার সময় জঙ্গল থেকে হঠাৎ বাঘ বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে জামিনি মিস্ত্রি নামে এক মৎস্যজীবীর গায়ের উপর  এবং তাকে টেনে হিচড়ে জঙ্গলে  নিয়ে যায়।অন্য তিন সঙ্গী চিৎকার করে বাঘের দিকে তেড়ে গিয়ে ও বাঁচাতে পারেনি  জামিনিকে।মৃত মৎস্যজীবি সহ তার চার সঙ্গী ই  -সুন্দর বন কোষ্টাল থানার অন্তর্গত লাহিড়ী পুরের  বাসিন্দা। ওর সাথে ছিল ১.মিলন মিস্ত্রী।২.অজিত মন্ডল। ৩. অসিত মাঝি ।সবার বাড়ি লাহিড়ী  পুরে। মৃত র তিন সঙ্গীর সাথে কথা বলে পুলিশ এবং বনকর্মীরা তার দেহ খোঁজার চেষ্টা করছে।

মাস্ক না পড়লেই দিতে হবে ফাইন

কোভিড ১৯ সংক্রমন প্রতিরোধে সাধারন মানুষকে নানাভাবে সচেতন করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ।মাইকিং এর মাধ্যমে ক্রমাগত জানানো হচ্ছে , বাড়ীর বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং সর্বত্র সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।



ঘন ঘন হ্যান্ড ওয়াস দিয়ে  হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কথা ও জানানো হচ্ছে।কিন্তু এর পরেও অনেকেই সরকারি নির্দেশ অমান্য করছে ।তাই এবার কড়া পদক্ষেপ নিল ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ কর্মীরা।মাস্ক না ব্যাক্তিদের ধরতে বিশেষ ড্রাইভ দেয় তারা। বৃহস্পতিবার থেকে দফায় দফায় টহল দিয়ে মোট ১১২ জন ব্যাক্তিকে মাস্ক না পড়ার জন্য ধরে তাদের কাছ থেকে মোট ৫৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ পাচারের আগেই প্রায় ৮০ লক্ষ টাকার কাফ সিরাপ সহ গ্রেফতার তিন

বাংলাদেশে পাচারের আগে উদ্ধার প্রচুর পরিমাণে কাফ সিরাপ। ৮০ লক্ষ টাকার কাফ সিরাপ উদ্ধার করল মালদা জেলা পুলিশ। ভিন রাজ্য থেকেই কাফ সিরাপ গুলি নিয়ে আসা হয়েছিল বলে দাবি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হোসেন এর।  



                ঊনত্রিশে জুন মালদা থানা নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে মালদা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় দুজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে কালিয়াচকের এক ব্যক্তির নাম। তাকেও গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই ফেনসিডিলের গোডাউন এর হদিস পায় মালদা জেলা পুলিশ। আজ অভিযান চালিয়ে সেই গোডাউন থেকে ৩৭ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মেহেদী হোসেন বলেন উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। এই ফেনসিডিল পাচার চক্র আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Thursday, July 2, 2020

সাত সকালে বিস্ফোরণে কেঁপে উঠলো মালদার ঘোড়াপীর এলাকা

বৃহস্পতিবার সকালে প্রচণ্ড জোরালো আওয়াজে কেঁপে ওঠে মালদার ইংরেজবাজার থানার ঘোড়াপীর এলাকা।সাথে সাথে স্থানীয় মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসে।অল্পক্ষণের মধ্যেই আওয়াজের উৎস খুঁজে পায় এলাকা বাসী।


 তারা দেখে রাস্তার উপর একটি ব্যাটারি চালিত টোটো গাড়ী তে বিস্ফোরণ হোয়েছে, এবং ঘটনাস্থলে এক ব্যক্তির ছিন্নভিন্ন দেহ পড়ে আছে।সাথে সাথে খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ।তবে কি ভাবে এই বিস্ফোরণ ঘটলো সে ব্যাপারে ধন্দে পড়েছে ইংরেজবাজার থানার পুলিশ।প্রাথমিক তদন্তে গাড়ীর ব্যাটারী থেকে বিস্ফোরণ মনে করলেও ঐ গাড়ীতে কোন বিস্ফোরক ছিল কিনা তা ক্ষাতিয়ে দেখছে পুলিশ।পাশাপাশি মৃতদেহের ছিন্নভিন্ন অংশ গুলি এক ত্রিত করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।তবে এই ঘটনায় আতঙ্কিত ঘোড়া পির এলাকার মানুষ। 
দেখুন,- ঘটনাস্থলের ভিডিও👇


Wednesday, July 1, 2020

খুলে গেলো দীঘা মৎস্য নিলাম কেন্দ্র

পূর্ব ভারতের বৃহত্তম মৎস নিলাম কেন্দ্র দীঘা মোহনা বুধবার থেক খোলা হলো। দীর্ঘ লকডাউনের কারনে গভীর সমূদ্রে মাছ শিকার ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক জটিলতা। দীর্ঘ প্রায় তিন মাস সমুদ্রে মাছ শিকার বন্ধ থাকার পর অবশেষে সরকারি  নির্দেশে ১৫ জুন থেকে মাছ শিকার শুরু হয়েছে। কিন্তু বন্ধ ছিলো নিলাম কেন্দ্র। ১ জুলাই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।


 সেই মত আজ থেকে খোলা হল দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। প্রথম দিনেই ভালো মাছ ওঠায় খুশি মৎস্যজীবী থেকে ট্রলার মালিকরা।কিন্তু ইলিশের কনো দেখানেই।

চন্দন নগর থেকে জল পথে মাত্র দেড় ঘণ্টায় কলকাতা

বুধবার হুগলী জেলার চন্দননগর থেকে কলকাতা দ্রুতগামী জলযান পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। চন্দননগর থেকে এই পরিষেবার সূচনা হয়।  


চন্দননগর পৌর নিগমের প্রশাসক স্বপন কুন্ডু জানান, হুগলী জেলায় এই ধরনের দ্রুতগামী জলযান পরিষেবা এই প্রথম চালু হলো। এরফলে   সাধারন মানুষ থেকে পর্যটক সকলেরই সুবিধা হবে। চন্দননগর সহ জেলার বিভিন্ন স্থানের মানুষের জরুরী প্রয়োজনে দ্রুত কোলকাতা পৌঁছাতে পারবে।আপাতত দ্রুতগামী এই জলযান চন্দননগর রাণী ঘাট থেকে প্রতিদিন সকাল ৮-টায় ছাড়বে কোলকাতার মিলেনিয়াম পার্ক গঙ্গার ঘাটে পৌছাবে সকাল ৯- ৩০ মিনিটে। 
ফিরতি পথে মিলেনিয়াম পার্ক থেকে বিকাল ৪- টায় ছাড়বে চন্দননগর পৌঁছাবে ৫•৪৫- মিনিটে। ১৫৬ আসনের এই জলযানে চন্দননগর মিলেনিয়াম পার্ক যেতে সময় লাগবে দেড় ঘণ্টা। ভাড়া পড়বে ৩২০ টাকা।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...