Search This Blog

Followers

Friday, July 3, 2020

বাংলাদেশ পাচারের আগেই প্রায় ৮০ লক্ষ টাকার কাফ সিরাপ সহ গ্রেফতার তিন

বাংলাদেশে পাচারের আগে উদ্ধার প্রচুর পরিমাণে কাফ সিরাপ। ৮০ লক্ষ টাকার কাফ সিরাপ উদ্ধার করল মালদা জেলা পুলিশ। ভিন রাজ্য থেকেই কাফ সিরাপ গুলি নিয়ে আসা হয়েছিল বলে দাবি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হোসেন এর।  



                ঊনত্রিশে জুন মালদা থানা নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে মালদা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় দুজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে কালিয়াচকের এক ব্যক্তির নাম। তাকেও গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই ফেনসিডিলের গোডাউন এর হদিস পায় মালদা জেলা পুলিশ। আজ অভিযান চালিয়ে সেই গোডাউন থেকে ৩৭ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মেহেদী হোসেন বলেন উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। এই ফেনসিডিল পাচার চক্র আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

No comments:

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...