বুধবার হুগলী জেলার চন্দননগর থেকে কলকাতা দ্রুতগামী জলযান পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। চন্দননগর থেকে এই পরিষেবার সূচনা হয়।
চন্দননগর পৌর নিগমের প্রশাসক স্বপন কুন্ডু জানান, হুগলী জেলায় এই ধরনের দ্রুতগামী জলযান পরিষেবা এই প্রথম চালু হলো। এরফলে সাধারন মানুষ থেকে পর্যটক সকলেরই সুবিধা হবে। চন্দননগর সহ জেলার বিভিন্ন স্থানের মানুষের জরুরী প্রয়োজনে দ্রুত কোলকাতা পৌঁছাতে পারবে।আপাতত দ্রুতগামী এই জলযান চন্দননগর রাণী ঘাট থেকে প্রতিদিন সকাল ৮-টায় ছাড়বে কোলকাতার মিলেনিয়াম পার্ক গঙ্গার ঘাটে পৌছাবে সকাল ৯- ৩০ মিনিটে।
ফিরতি পথে মিলেনিয়াম পার্ক থেকে বিকাল ৪- টায় ছাড়বে চন্দননগর পৌঁছাবে ৫•৪৫- মিনিটে। ১৫৬ আসনের এই জলযানে চন্দননগর মিলেনিয়াম পার্ক যেতে সময় লাগবে দেড় ঘণ্টা। ভাড়া পড়বে ৩২০ টাকা।
No comments:
Post a Comment