পূর্ব ভারতের বৃহত্তম মৎস নিলাম কেন্দ্র দীঘা মোহনা বুধবার থেক খোলা হলো। দীর্ঘ লকডাউনের কারনে গভীর সমূদ্রে মাছ শিকার ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক জটিলতা। দীর্ঘ প্রায় তিন মাস সমুদ্রে মাছ শিকার বন্ধ থাকার পর অবশেষে সরকারি নির্দেশে ১৫ জুন থেকে মাছ শিকার শুরু হয়েছে। কিন্তু বন্ধ ছিলো নিলাম কেন্দ্র। ১ জুলাই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।
সেই মত আজ থেকে খোলা হল দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। প্রথম দিনেই ভালো মাছ ওঠায় খুশি মৎস্যজীবী থেকে ট্রলার মালিকরা।কিন্তু ইলিশের কনো দেখানেই।
No comments:
Post a Comment