Search This Blog

Followers

Wednesday, July 1, 2020

খুলে গেলো দীঘা মৎস্য নিলাম কেন্দ্র

পূর্ব ভারতের বৃহত্তম মৎস নিলাম কেন্দ্র দীঘা মোহনা বুধবার থেক খোলা হলো। দীর্ঘ লকডাউনের কারনে গভীর সমূদ্রে মাছ শিকার ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক জটিলতা। দীর্ঘ প্রায় তিন মাস সমুদ্রে মাছ শিকার বন্ধ থাকার পর অবশেষে সরকারি  নির্দেশে ১৫ জুন থেকে মাছ শিকার শুরু হয়েছে। কিন্তু বন্ধ ছিলো নিলাম কেন্দ্র। ১ জুলাই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।


 সেই মত আজ থেকে খোলা হল দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। প্রথম দিনেই ভালো মাছ ওঠায় খুশি মৎস্যজীবী থেকে ট্রলার মালিকরা।কিন্তু ইলিশের কনো দেখানেই।

No comments:

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...