করোনা আবহে কর্মক্ষেত্রে সুরক্ষার অভাব নিয়ে পথে নামলো আশা কর্মীরা। মঙ্গলবার সকালে হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশর বেশি আশা কর্মী মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। তারা ডেপুটেশন জমা দেন।
আশা কর্মীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে গত ছয় মাস কাজ করলেও তারা কোন সুরক্ষা সরঞ্জাম পাচ্ছেন না। মাস্ক, স্যানিটাইজার, পি পি ই, ফেস শিল্ড, গ্লাভস এবং সাবান কিছুই সাব সেন্টার অফিস থেকে তাদের দেওয়া হয় না। অনেক আশা কর্মী করোনায় আক্রান্ত হলেও সরকার থেকে কোন আর্থিক সহযোগিতা পাচ্ছেন না। এর পাশাপাশি করোনার জন্য 1000 টাকা অতিরিক্ত ভাতা তাদের দেওয়া হচ্ছে না। তাদের দাবি চাকরিতে নিরাপত্তা, 21 হাজার টাকা বেতন এবং পিএফ, গ্র্যাচুয়িটি সহ সুযোগ সুবিধা দিতে হবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস সুরক্ষা সরঞ্জাম না দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন আশা কর্মীদের জন্য সব ধরনের সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়েছে। তিনি জানান আশা কর্মীদের দাবি পত্র তিনি বিবেচনার জন্য স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেবেন।