Search This Blog

Followers

Tuesday, July 28, 2020

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য শাসনে

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা র শাসন ব্যানার্জি পাড়ায়। ওই পাড়ার এক হোমিওপ্যাথিক চিকিৎসক গণেশ সাহা র  চেম্বারে র ঠিক সামনেই আজ সকালে এক ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ।

সাথে সাথে তারা বারইপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পরিচয় জানার চেষ্টা করে। অল্পক্ষণের মধ্যেই যেহেতু শনাক্ত করে মৃতের এক নিকট আত্মীয়। জানা যায় মৃতের নাম সিরাজ খা, বাড়ি লক্ষীকান্তপুর এ। তবে সিরাজ গ্রামে গ্রামে ফেরি করে বেড়াতো, থাকতো ঝিনকির হাটে তার শ্বশুরবাড়িতে। অন্যান্য দিনের মতো গতকালও সে ফেরি করতে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেনি বলে জানায় তাঁর ভায়রাভাই বাবলু শেখ।তবে যেহেতু মৃতের মাথায় আঘাতের চিহ্ন  আছে এবং পাশে একটি চেলা কাঠ পড়েছিল, তাই বাবলু সেখের দাবি তার ভায়রা ভাইকে কেউ খুন করে ওখানে ফেলে দিয়েছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

সোনারপুরে আন্তর্জাতিক বাইক পাচার চক্রের হদিস।



আন্তর্জাতিক বাইক পাচার চক্রের হদিস। ঘটনায় তিনজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের সাথে বাংলাদেশী পাচার চক্রের যোগ রয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। সোনারপুরে একটি বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে মইদুল লস্কর, আনারুল মোল্লা, সহিদুল সর্দার নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে আনারুল দক্ষিন চব্বিশ পরগনা জুড়ে বিভিন্ন জায়গায় বাইক চুরির কাজ করত। বাইক চুরি করে মহিদুলের মাধ্যমে চোরাই বাইক বাংলাদেশে পাচার করত বলে জা ও গিয়েছে। সারা রাজ্য জুড়েই এদের নেটওয়ার্ক আছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।

Saturday, July 25, 2020

আমগাছ থেকে ধরা পড়ল ১০ ফুটের পাইথন



নিউ আলিপুরদুয়ারের কাছে ১৬ নম্বর ওয়ার্ডে একটি আমগাছ থেকে ধরা পড়ল ১০ ফুটের বার্মিজ পাইথন।এই পাইথন টিকে দেখতে লকডাউন কে উপেক্ষা করে বহু মানুষ ভীড় জমাতে থাকে।পাইথন টি স্থানীয় এক আইনজীবীর আমগাছে উঠে পড়ে।আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের কর্মকর্তারা গিয়ে পাইথন টিকে বস্তা বন্দী করেন।পরে এটি বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

Wednesday, July 22, 2020

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে উল্টে গেল রেশনের গম বোঝাই ট্রাক।

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে উল্টে গেল রেশনের গম বোঝাই ট্রাক। 
বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন লরির চালক।দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের
চক্ষণজাদী গ্রামে। বুধবার  এলাকার লোকজন পুকুরের জলে নেমে ২১০ বস্তা গম পাড়ে তোলে । ক্রেন দিয়ে পুকুর থেকে তোলা হয় লরিটি । 


মঙ্গলবার সন্ধ্যায় চক্ষণজাদী গ্রামের রাস্তা দিয়ে  যাচ্ছিল গম বোঝাই লরিটি ।রেশন ডিলারের গোডাউনে পৌঁছানোর খানিক আগেই চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি উল্টে গিয়ে পড়ে রাস্তার ধারে পুকুরে।স্থানীয়  বাসিন্দা শ্যামল মাঝি বলেন ,গম বোঝাই লরিটি যাচ্ছিল এলাকার রেশন ডিলার নবকুমার দাসের গোডাউনে।চালক বৃষ্টি উপেক্ষা করে গ্রামের সরু ঢালাই রাস্তাদিয়ে  যাবার সময়েই এই বিপত্তি ঘটে। লরি চালক সুকান্ত দে জানিয়েছেন, বর্ধমানের আলমগঞ্জে ডিস্ট্রিবিউটারের গোডাউন থেকে ২১০ বস্তা রেশনের গম লরিতে লোড করে চক্ষণজাদির রেশন  ডিলারের কাছে যাচ্ছিলেন।পথে ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যায় । রাস্তার  ধারের মাটি ধসে যাওয়ায় তিনি লরির নিয়ন্ত্রণ রাখতে পারেন নি । 
ডিলার শুভেন্দু দাস বলেন , দুর্ঘটনার সবিস্তার তিনি ব্লক খাদ্য আধিকারিককে জানিয়েছেন ।

এক বাংলাদেশী জলদস্যু কে গ্রেফতার করে নকল আধার কার্ড তৈরীর মেশিন সহ দুজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ

গতকাল বাংলাদেশী জলদস্যু আশারফ সর্দারকে গ্রেফতার করে আরও বড় সাফল্য পেল সোনারপুর থানার পুলিশ। আশারফকে ভুয়ো আঁধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড তৈরি করে দেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতরা হল মুজিবর লস্কর ও কুমারেশ মহাজন। মুজিবর চাকলা কুস্তিয়ার বাসিন্দা অন্যদিকে কুমারেশের বাড়ি চম্পাহাটি এলাকায়। তল্লাশি চালিয়ে এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ টি মনিটর, ২টি সিপিইউ, ২টি প্রিন্টার, বায়োমেট্রিক মেশিন।  


এরা আধার কার্ড বানাতো।এদের সাথে আর কেউ জড়িত আছে কিনা বা কোনও চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সোনারপুরের প্রসাদপুর এলাকায় মুজিবরের একটা সাইবার ক্যাফে আছে। সেখানেই কুমারেশ এই চক্র চালাত। এর আগে এইভাবে বহুজনের তারা ভুয়ো ডকুমেন্ট তৈরি করেছে বলে জানতে পেরেছে পুলিশ।

Saturday, July 18, 2020

বাঘের আক্রমনে মৃত এক মৎস্য জীবি



বাঘের আক্রমণে আজ মৃত ৫নং কৈখালীর বাসিন্দা প্রফুল্ল সরদার। গত বৃহস্পতিবার কুলতলি র কৈখালী থেকে তিনজনের একটি দল সুন্দরবনের "দো-বাঁকি "জঙ্গল সংলগ্ন খাঁড়িতে কাঁকড়া ধরতে যায়| আজ সকালের জোয়ারের সময় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে একজনকে জঙ্গলে টেনে নিয়ে যায়|খবর পেয়েএলাকার লোকজন জঙ্গলে গিয়ে ঐ মৎস্য জিবির মুণ্ডহীন দেহ উদ্ধার করে। মৃত মৎস্যজীবি  প্রফুল্ল সরদারের  মাথা ও ডান হাতের কোন সন্ধান পায় নি তার বাড়ীর লোক।এই ঘটনায় কৈখালী এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চাষীদের হাতে কৃষি সামগ্রী তুলে দিলেন গোপাল মাঝি



মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় ও সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী শ্রী মন্টুরাম পাখিরার সহযোগিতায় শনিবার সকালে বাইস হাটা অঞ্চলের প্রিয়র মোড়ে ঐ অঞ্চলের অগ্রাধিকার ভিত্তিক চাষীদের হাতে  ১৮ টি ধানঝাড়া মেশিন, ১২ টি টুলু পাম্প ও ৯৮ বস্তা NPK রাসায়নিক সার তুলে দেওয়া হয়| চাষীদের হাতে সামগ্রী গুলি তুলে দেন জেলা পরিকল্পনা ও সুন্দরবন উন্নয়ন পর্ষদের সদস্য গোপাল মাঝি| উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নূরহোসেন গাজী, মোশারফ মোল্লা, হাসেম মোল্লা, খালেক সিপাই সহ বিশিষ্ট জনেরা|

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...