Search This Blog

Followers

Saturday, July 25, 2020

আমগাছ থেকে ধরা পড়ল ১০ ফুটের পাইথন



নিউ আলিপুরদুয়ারের কাছে ১৬ নম্বর ওয়ার্ডে একটি আমগাছ থেকে ধরা পড়ল ১০ ফুটের বার্মিজ পাইথন।এই পাইথন টিকে দেখতে লকডাউন কে উপেক্ষা করে বহু মানুষ ভীড় জমাতে থাকে।পাইথন টি স্থানীয় এক আইনজীবীর আমগাছে উঠে পড়ে।আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের কর্মকর্তারা গিয়ে পাইথন টিকে বস্তা বন্দী করেন।পরে এটি বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

No comments:

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...