গতকাল বাংলাদেশী জলদস্যু আশারফ সর্দারকে গ্রেফতার করে আরও বড় সাফল্য পেল সোনারপুর থানার পুলিশ। আশারফকে ভুয়ো আঁধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড তৈরি করে দেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতরা হল মুজিবর লস্কর ও কুমারেশ মহাজন। মুজিবর চাকলা কুস্তিয়ার বাসিন্দা অন্যদিকে কুমারেশের বাড়ি চম্পাহাটি এলাকায়। তল্লাশি চালিয়ে এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ টি মনিটর, ২টি সিপিইউ, ২টি প্রিন্টার, বায়োমেট্রিক মেশিন।
এরা আধার কার্ড বানাতো।এদের সাথে আর কেউ জড়িত আছে কিনা বা কোনও চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সোনারপুরের প্রসাদপুর এলাকায় মুজিবরের একটা সাইবার ক্যাফে আছে। সেখানেই কুমারেশ এই চক্র চালাত। এর আগে এইভাবে বহুজনের তারা ভুয়ো ডকুমেন্ট তৈরি করেছে বলে জানতে পেরেছে পুলিশ।
No comments:
Post a Comment