নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে উল্টে গেল রেশনের গম বোঝাই ট্রাক।
বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন লরির চালক।দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের
চক্ষণজাদী গ্রামে। বুধবার এলাকার লোকজন পুকুরের জলে নেমে ২১০ বস্তা গম পাড়ে তোলে । ক্রেন দিয়ে পুকুর থেকে তোলা হয় লরিটি ।
মঙ্গলবার সন্ধ্যায় চক্ষণজাদী গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল গম বোঝাই লরিটি ।রেশন ডিলারের গোডাউনে পৌঁছানোর খানিক আগেই চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি উল্টে গিয়ে পড়ে রাস্তার ধারে পুকুরে।স্থানীয় বাসিন্দা শ্যামল মাঝি বলেন ,গম বোঝাই লরিটি যাচ্ছিল এলাকার রেশন ডিলার নবকুমার দাসের গোডাউনে।চালক বৃষ্টি উপেক্ষা করে গ্রামের সরু ঢালাই রাস্তাদিয়ে যাবার সময়েই এই বিপত্তি ঘটে। লরি চালক সুকান্ত দে জানিয়েছেন, বর্ধমানের আলমগঞ্জে ডিস্ট্রিবিউটারের গোডাউন থেকে ২১০ বস্তা রেশনের গম লরিতে লোড করে চক্ষণজাদির রেশন ডিলারের কাছে যাচ্ছিলেন।পথে ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যায় । রাস্তার ধারের মাটি ধসে যাওয়ায় তিনি লরির নিয়ন্ত্রণ রাখতে পারেন নি ।
ডিলার শুভেন্দু দাস বলেন , দুর্ঘটনার সবিস্তার তিনি ব্লক খাদ্য আধিকারিককে জানিয়েছেন ।
No comments:
Post a Comment