Search This Blog

Followers

Saturday, July 18, 2020

চাষীদের হাতে কৃষি সামগ্রী তুলে দিলেন গোপাল মাঝি



মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় ও সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী শ্রী মন্টুরাম পাখিরার সহযোগিতায় শনিবার সকালে বাইস হাটা অঞ্চলের প্রিয়র মোড়ে ঐ অঞ্চলের অগ্রাধিকার ভিত্তিক চাষীদের হাতে  ১৮ টি ধানঝাড়া মেশিন, ১২ টি টুলু পাম্প ও ৯৮ বস্তা NPK রাসায়নিক সার তুলে দেওয়া হয়| চাষীদের হাতে সামগ্রী গুলি তুলে দেন জেলা পরিকল্পনা ও সুন্দরবন উন্নয়ন পর্ষদের সদস্য গোপাল মাঝি| উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নূরহোসেন গাজী, মোশারফ মোল্লা, হাসেম মোল্লা, খালেক সিপাই সহ বিশিষ্ট জনেরা|

No comments:

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...