Search This Blog

Followers

Sunday, October 11, 2020

জয়নগর থানার উদ্যোগে প্রথম সারির ১০ কোভিড যোদ্ধা পেল বিশেষ বীমা কার্ড

 

 করোনা সংক্রমণের এর ভয়াবহতার কথা মানুষ যত জেনেছে ততই  আতঙ্কিত হয়ে পড়েছে।বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত র সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়া এবং মৃতের সংখ্যা বাড়তে থাকায় আক্রান্ত  ব্যাক্তি থেকে মৃত পরিবারের থেকে দূরত্ব বাড়াতে থাকে তাদের আত্মীয় পরিজন থেকে প্রতিবেশীরা।আর সেই সময় অর্থাৎ কোভিড পর্বের প্রথম থেকে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে বিশেষ আপদকালীন কাজে হাত লাগিয়েছিলেন বেশ কিছু মানুষ।জয়নগর থানার পক্ষ থেকে  সেই সব প্রথম সারির  ১০ কোভিড যোদ্ধা যারা কোভিড পর্বের প্রথম থেকেই পুলিশের সঙ্গে বিশেষ আপদকালীন সময়ে কাজ করে চলেছে, সে শ্মশানে কোভিড সন্দেহজনক মৃতদের দাহ করাই  হোক বা কবর দেওয়া, আর কোভিড সন্দেহজনক অসহায় রোগীদের এম্বুলেন্স এ তোলা নামানো ই হোক, এরকম ১০ জনের প্রত্যেকের জন্য ৫00000 টাকার বিশেষ কোভিড বীমা করে দেওয়া হয়। জয়নগর থানার আই সি অতনু সাঁতরার  উদ্যোগে -  ১০ ই অক্টোবর , শনিবার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার কামনাশিষ সেন জয়নগর থানায়  সেই সব কোভিড যোদ্ধাদের হাতে  ঐ বিশেষ বীমার কাগজ ও পলিসি কার্ড তুলে দেন।

Thursday, October 8, 2020

বিজেপি নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া ।

 

বি জে পি র নবান্ন অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল কোনা এক্সপ্রেসওয়ে ও হাওড়া ময়দান চত্বর । গতকাল রাত থেকেই বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকরা আসতে শুরু করে হাওড়া তে । মূলত দু'টি মিছিল করা হয় বিজিবির পক্ষ থেকে । একটি সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে যাবে নবান্নে , অপরটি হাওড়া ময়দান হয়ে মল্লিক ফটক, জিটি রোড ধরে যাবে নবান্নে । পুলিশের তরফ থেকে দুটি রাস্তায় সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় । দুপুর বারোটার সময় দুই প্রান্ত থেকে দুটি মিছিল নবান্নের দিকে এগোতে থাকলে দুই প্রান্তে আটকানো হয় তাদের । ছত্রভঙ্গ করতে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে চালানো হয় জলকামান ফাটানো হয় একাধিক টিয়ার গ্যাসের শেল । তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ এর পক্ষ থেকে লাঠিচার্য করা হয় । আন্দোলনকারীদের দিকে থেকেও পুলিশকে লক্ষ্য করে উড়ে আসতে থাকে ইট ও কাচের বোতল । সাইকেলের টায়ার জ্বালিয়ে ছোরা হয় পুলিশকে লক্ষ্য করে । ভাঙ্গা হয় পুলিশ কিওস, বাস স্ট্যান্ড এমনকি বেসরকারি বিজ্ঞাপনের হোডিংও । এরইমধ্যে মিছিল থেকে উদ্ধার হয় একটি নাইন এমএম পিস্তল । সব মিলিয়ে বিজেপি নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছিল হাওড়া ময়দান ও কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি স্টেশন চত্বর ।

মধ্য গুড় গুড়িয়া গ্রামে একাধিক চাষী পেল সরকারি নানান পরিষেবা


বৃহস্পতিবার বিকালে মধ্য গুরগুরিয়া গ্রামে এলাকার চাষীদের বেশকিছু সরকারি পরিষেবা প্রদান করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিকল্পনা কমিটি ও সুন্দরবন উন্নয়ন পরিষদ কমিটির সদস্য গোপাল মাঝি।পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী মন্টুরাম পাখিরার সহযোগিতায় মধ্য-গুড়গুড়িয়া গ্রোথ সেন্টার হইতে ১২৫জন চাষী বন্ধুদের প্রত্যেকের হাতে  ৫   কেজি করে, NPK সার 18 জন চাষীদের হাতে একটি করে ড্রাম. ও  22 জন চাষীর হাতে নেট তুলে দেওয়া হয় | চাষীদের হাতে তুলে দেন জেলা পরিকল্পনা কমিটি ও সুন্দরবন উন্নয়ন পরিষদ কমিটির সদস্য গোপাল মাঝি, বিশিষ্ট সমাজসেবী অর্জুন কৃষ্ণ বায়েন ও বিমল মন্ডল.|  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঃ সমিতির  সদস্য পীযুষবরণ দাস, শিক্ষক হিমাংশু দাস, সুনীল জানা এবং সেন্টারের ইনচার্জ সুব্রত নস্কর প্রমুখ| আমফন সুপার সাইক্লোন বিধ্বস্ত এলাকার মানুষ ওই সামগ্রী পাওয়ার তাঁরা খুব খুশী |

Tuesday, September 29, 2020

কর্মক্ষেত্রে বিশেষ সুরক্ষা র দাবী নিয়ে আশা কর্মীদের বিক্ষোভ

 করোনা আবহে কর্মক্ষেত্রে সুরক্ষার অভাব নিয়ে পথে নামলো আশা কর্মীরা। মঙ্গলবার সকালে হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশর বেশি আশা কর্মী মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। তারা ডেপুটেশন জমা দেন। 

আশা কর্মীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে গত ছয় মাস কাজ করলেও তারা কোন সুরক্ষা সরঞ্জাম পাচ্ছেন না। মাস্ক, স্যানিটাইজার, পি পি ই, ফেস শিল্ড, গ্লাভস এবং সাবান কিছুই সাব সেন্টার অফিস থেকে তাদের দেওয়া হয় না। অনেক আশা কর্মী করোনায় আক্রান্ত হলেও সরকার থেকে কোন আর্থিক সহযোগিতা পাচ্ছেন না। এর পাশাপাশি করোনার জন্য 1000 টাকা অতিরিক্ত ভাতা তাদের দেওয়া হচ্ছে না। তাদের দাবি চাকরিতে নিরাপত্তা, 21 হাজার টাকা বেতন এবং পিএফ, গ্র্যাচুয়িটি সহ সুযোগ সুবিধা দিতে হবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস সুরক্ষা সরঞ্জাম না দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন আশা কর্মীদের জন্য সব ধরনের সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়েছে। তিনি জানান আশা কর্মীদের দাবি পত্র তিনি বিবেচনার জন্য স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেবেন।

বারুইপুর সংশোধনগারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল মানবাধিকার সংগঠন সি পি ডি আর

 বারুইপুর:  বারুইপুর সংশোধনগারে (জেলে) প্রায় ২৫ জন বন্দী ও পুলিশ কর্মী  করোনায় আক্রান্ত হয়েছেন।


যতদিন যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে  বাড়ছে এই সংশোধনগারে। সরকার বাড়তি সতর্কতা  নেওয়ার কথা যখন বলছে, উন্মুক্ত সংশোধনাগারগুলোতে প্যারোল এক্সটেন্ড করেছে তখন বারুইপুর জেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সেই কারণে একগুচ্ছ দাবি নিয়ে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ জেলার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল এই মানবাধিকার সংগঠন। এদের দাবি.....



১) বারুইপুর জেলে করোনা আক্রান্ত সকল বন্দী ও পুলিশ কর্মীদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হবে।

২) সকল বন্দীদের প্যারোলে এবং প্যারোল এক্সটেন্ড করে মুক্তি দিতে হবে।

৩) জেলের অভ্যন্তরে করোনা আক্রান্ত পুলিশ ও কর্মীদের চিকিৎসা সুনিশ্চিত  করতে হবে।

৪) জেল খালি করে সম্পূর্ণভাবে স্যানিটাইজ করতে হবে।

৫) জেলের অভ্যন্তরে উপযুক্ত  চিকিৎসা ও মানোন্নয়নের পরিকাঠামো দ্রুত উন্নত করতে হবে।

বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন হলো "জলস্বপ্ন" প্রকল্পের মাধ্যমে

 । 

 তালদি গ্রাম পঞ্চায়েতের আদলা গ্রামের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প "জলস্বপ্ন" ২০১৭ সালে এই প্রকল্পের শিলান্যাস করা হয়। ৬৫ লক্ষ টাকা ব্যয়ে, এই প্রকল্প টি তৈরি করা হয় আদলা গ্রামে। সেই দিন থেকে পাড়ায় পাড়ায় জলের পাইপ লাইন গেলেও বাড়িতে বাড়িতে জল পৌঁছায়নি। রবিবার আনুষ্ঠানিকভাবে বাড়িতে বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ক্যানিং পশ্চিম এর বিধায়ক শ্যামল মন্ডল দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা পরিষদের  বিদ্যুতের কর্মদক্ষ শৈবাল লাহিড়ী,ক্যানিং থানার আধিকারিক,  তালদি পঞ্চায়েতের উপপ্রধান কালীচরণ মাল ও পিএইচ ই ইঞ্জিনিয়ারের আধিকারিক। প্রায় ১৭০০ টি পরিবার অর্থাৎ সাড়ে আট হাজার মানুষজন এই পানীয় জলের পরিষেবা পাবেন জানালেন বিধায়ক শ্যামল মন্ডল।  এই মঞ্চ থেকে জানানো হয় যে অবৈধভাবে পাইপ কেটে জমিতে জল দেওয়া বা অন্য কাজে লাগালে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। বাড়িতে বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়া খুশি এলাকাবাসী। কিন্তু এই সরকারই প্রকল্পের অনুষ্ঠানে দেখা গেল দলীয় পতাকা যাকে ঘিরে কটাক্ষ বিজেপির।

জলঙ্গীতে তক্ষক সহ গ্রেফতার এক

 তক্ষক সহ গ্রেপ্তার এক জলঙ্গিতে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভাদুড়িয়াপাড়া কলিকাহারা গ্রাম এলাকায়, 

চোরা শিকারিদের দাপটে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক সম্পদ, নষ্ট হচ্ছে বাস্তু তন্ত্র।শিকারিদের হাত থেকে রেহাই পাচ্ছেনা হরিণ থেকে শুরু করে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার ও।সাধারণ মানুষের সহযোগিতায় বনকর্মীরা নজরদারি বাড়িয়ে তা অনেকটাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।তা সত্বেও মাঝেমধ্যেই ধরা পড়ছে চোরা শিকারিদের নানান চক্র। এবার তক্ষক সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী জলঙ্গিতে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভাদুড়িয়াপাড়া কলিকাহারা গ্রাম এলাকায়, গোপন সূত্র পুলিশ খবর পায় ভাদুরিয়া পাড়া এলাকায় এক ব্যক্তি তক্ষক কেনাবেচা করছে,

সাথে সাথে জলঙ্গি থানার পুলিশ হানা দেয় ওই এলাকায় গ্রেফতার করে তক্ষক সহ হাফিজুল মণ্ডলকে,হাফিজুল ওই তক্ষক কোথা থেকে পেল কেনই বা এখানে নিয়ে এসেছিল তা জানার চেষ্টা করছে জলঙ্গি থানার পুলিশ ।

আজ জলঙ্গির থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শ্রী উৎপল দাস বন দপ্তরের হাতে উদ্ধার হওয়া ঐ তক্ষকটি তুলে দেন।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...