Search This Blog

Followers

Saturday, July 18, 2020

বর্ধমানে দু নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২

ফের ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে।একটি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি চারচাকা গাড়ি উপর।মর্মান্তিক দুর্ঘটনায় গাড়ির চালক ও এক আরোহীর মৃত্যু হয় দুর্ঘটনাস্থলে।শনিবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটে ২ নম্বর জাতীয় সড়কের গলসিতে।  এদিন গলসির খানো ও বড়মুড়িয়ার মাঝমাঝি জায়গায় বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার পথে  একটি ১৪ চাকা গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা  গাড়িকে চাপা দেয়।ট্যাঙ্কারের নিচে চাপা পরে দুমড়ে মুচড়ে  যায় চারচাকা গাড়িটি। ট্যঙ্কারের নিচে চাপা পড়ে গাড়ির ভিতরেই মৃত্যু হয় চালক ও এক আরোহীর। 


এদিনের দুর্ঘটনা ফের বছর তিনেক আগের এক ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি মনে করিয়ে দিল।২ জাতীয় সড়কের বর্ধমানের রথতলার কাছে গরম পিচ ভর্তি একটি ট্যাঙ্কার বেসামাল হয়ে উল্টে যায় একটি চারচাকার উপর।দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়।
 ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গলসি থানার পুলিশ  হাইড্রাক্রেন দিয়ে গ্যাস ট্যাঙ্কারের নীচে চাপা পড়ে যাওয়া গাড়িটি বের করে। উদ্ধার হয় করা হয় দুটি মৃতদেহ।দু্র্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে জাতীয় সড়ক। ঘন্টাখানেক পর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।মৃতদের নাম বা পরিচয় জানা যায় নি।দুটি গাড়িই দুর্গাপুরমুখী ছিল।

No comments:

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...