জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের ভগবতপুরে।স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে ভাগবতপুর কুমির প্রকল্প পাশের জঙ্গল থেকে হরিণের একটি দল কুমির প্রকল্পের পাশে মিষ্টি জলের পুকুরে জল খাবার জন্য আসে,ঠিক তখনি এলাকার কয়েকটি কুকুর তাদের তাড়া করলে একটি হরিণ গ্রামের মধ্যে ঢুকে পড়ে এবং নরম মাটিতে পা পিছলে পুকুরের মধ্যে পড়ে যায় ।
কুকুরগুলো তার পিছু নিয়ে সেখানে গিয়ে হরিণটিকে আঁচড়ে কামড়ে দেয়।একসাথে অনেক কুকুরের চিৎকারে ভাগবতপুর কুমির প্রকল্পের বনকর্মীরা এবং গ্রামের লোকজন দৌড়ে আসে।তারা দেখে গ্রামেরই একটা পুকুরে হরিণকে ঘিরে অনেকগুলি কুকুর চিৎকার করছে।সাথে সাথে বনকর্মীরা হরিণটিকে উদ্ধার করে পাথর প্রতিমা ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানকার পশু চিকিৎসকরা হরিণ টির চিকিৎসা শুরু করেন তবে চিকিৎসকরা জানান , হরিণটি গর্ভবতী, পরবর্তীকালে হরিণের ক্ষতস্থানে ওষুধ দিয়ে হরিণটিকে সুস্থ করার চেষ্টা করে চিকিৎসকরা। বনকর্মীরা জানান, সুস্থ্য হলেই হরিণটি কে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
কুকুরগুলো তার পিছু নিয়ে সেখানে গিয়ে হরিণটিকে আঁচড়ে কামড়ে দেয়।একসাথে অনেক কুকুরের চিৎকারে ভাগবতপুর কুমির প্রকল্পের বনকর্মীরা এবং গ্রামের লোকজন দৌড়ে আসে।তারা দেখে গ্রামেরই একটা পুকুরে হরিণকে ঘিরে অনেকগুলি কুকুর চিৎকার করছে।সাথে সাথে বনকর্মীরা হরিণটিকে উদ্ধার করে পাথর প্রতিমা ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানকার পশু চিকিৎসকরা হরিণ টির চিকিৎসা শুরু করেন তবে চিকিৎসকরা জানান , হরিণটি গর্ভবতী, পরবর্তীকালে হরিণের ক্ষতস্থানে ওষুধ দিয়ে হরিণটিকে সুস্থ করার চেষ্টা করে চিকিৎসকরা। বনকর্মীরা জানান, সুস্থ্য হলেই হরিণটি কে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
No comments:
Post a Comment