Search This Blog

Followers

Thursday, July 16, 2020

বাঁশের ব্যারিকেডে থমকে গেল বি জে পি র মিছিল,পৌঁছতে পারলোনা এস পি অফিস পর্য্যন্ত

 পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে মাঝরাস্তাতে বসে পড়তে হল বিজেপি কর্মি ও সমর্থকদের।পুলিশ আগেই বাঁশের ব্যারিকেড করে রেখেছিল।


 ফলে ব্যারিকেড ভেঙ্গে এগোতে পারেনি বিজেপি কর্মিরা।শেষে বাধ্য হয়ে রাস্তায় বসে পড়েন বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সহ নেতা কর্মিরা।বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন,হেমতাবাদের বিজেপি বিধায়ক কে খুন করে  ঝুলিয়ে দেওয়া হয়েছিল।রাজ্যে পুলিশের প্রতি আমাদের কোন ভরসা নেই। এই ঘটনাটি সিবি আই কে দিয়ে তদন্তের দাবি করেছেন তিনি।তিনি আর ও বলেন,তিন দিন ধরে আমাদের আন্দোলন চলছে।আজ পুলিশ সুপারের অফিসের সামনে প্রতীকি বিক্ষোভ করার কথা ছিল।কিন্তু পুলিশ আমাদের এগোতে দেয়নি।করোনা পরিস্থিতিতে আমরা কম লোক এসেছিলাম।কিন্তু আমাদের আটকে দেওয়া হল।তার অঅভিযোগ পুলিশ তৃনমুল কংগ্রেসের দলদাসে পরিনত হয়েছে।এই রাজ্যের পুলিশের উপর আমাদের ভরসা নেই।

No comments:

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...