Search This Blog

Followers

Saturday, July 11, 2020

ক্রমাগত বৃষ্টিতে ভাসছে আলিপুরদুয়ার

গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১১৫ মিমি,হাসিমারাতে ১৮৬ মিমি বৃষ্টি হয়েছে।ভুটান পাহাড়ে চলছে অবিশ্রান্ত বর্ষন। পাশাপাশি সমতলেও  অবিশ্রান্ত বর্ষনে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে।কালজানি, তোর্সা সমস্ত নদীতেই জল বাড়ছে।আলিপুরদুয়ার পুর এলাকার বেশকিছু ওয়ার্ড ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে।


৮,৯,১৮ এবং ৫ নম্বর ওয়ার্ড ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে।৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীর অবস্থা শোচনীয়।ইতিমধ্যে ওই সব এলাকা পরিদর্শনে যান আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তি।তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন।বিদ্যাসাগর পল্লীতে বাঁধ না থাকায় প্রতিবছর ১০০ টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে।স্থানীয় মানুষজন ওই এলাকায় একটি বাঁধের দাবি করেছেন।আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তি বলেন,বৃষ্টিতে আলিপুরদুয়ার শহরে জল জমছে।তা খুব তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে।বিদ্যাসাগর পল্লীতে বাঁধ সম্ভব নয়।বোল্ডার বোরিং করে এলাকাটিতে ব্লক করা যেতে পারে।তারফলে জলমগ্ন হবে না এলাকা।
টানা বৃষ্টি চলছে।পুর এলাকায় কোথাও নামানো হয়েছে নৌকা।স্বাভাবিক ভাবেই অতিবর্ষনে বিপর্যস্ত পুর এলাকার বাসিন্দারা।অপরদিকে
কালচিনি ব্লকের পানা নদীর জল  প্রবল গতিতে  গ্ৰামে ঢুকতে শুরু করেছে । পানা নদীর জলে জলমগ্ন চুয়াপাড়া চা বাগানের বেশ কিছু এলাকা  । চুয়াপাড়া এয়ার ফিল্ড জলমগ্ন হয়ে পড়লো।

No comments:

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...