Search This Blog

Followers

Tuesday, July 28, 2020

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য শাসনে

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা র শাসন ব্যানার্জি পাড়ায়। ওই পাড়ার এক হোমিওপ্যাথিক চিকিৎসক গণেশ সাহা র  চেম্বারে র ঠিক সামনেই আজ সকালে এক ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ।

সাথে সাথে তারা বারইপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পরিচয় জানার চেষ্টা করে। অল্পক্ষণের মধ্যেই যেহেতু শনাক্ত করে মৃতের এক নিকট আত্মীয়। জানা যায় মৃতের নাম সিরাজ খা, বাড়ি লক্ষীকান্তপুর এ। তবে সিরাজ গ্রামে গ্রামে ফেরি করে বেড়াতো, থাকতো ঝিনকির হাটে তার শ্বশুরবাড়িতে। অন্যান্য দিনের মতো গতকালও সে ফেরি করতে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেনি বলে জানায় তাঁর ভায়রাভাই বাবলু শেখ।তবে যেহেতু মৃতের মাথায় আঘাতের চিহ্ন  আছে এবং পাশে একটি চেলা কাঠ পড়েছিল, তাই বাবলু সেখের দাবি তার ভায়রা ভাইকে কেউ খুন করে ওখানে ফেলে দিয়েছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

সোনারপুরে আন্তর্জাতিক বাইক পাচার চক্রের হদিস।



আন্তর্জাতিক বাইক পাচার চক্রের হদিস। ঘটনায় তিনজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের সাথে বাংলাদেশী পাচার চক্রের যোগ রয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। সোনারপুরে একটি বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে মইদুল লস্কর, আনারুল মোল্লা, সহিদুল সর্দার নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে আনারুল দক্ষিন চব্বিশ পরগনা জুড়ে বিভিন্ন জায়গায় বাইক চুরির কাজ করত। বাইক চুরি করে মহিদুলের মাধ্যমে চোরাই বাইক বাংলাদেশে পাচার করত বলে জা ও গিয়েছে। সারা রাজ্য জুড়েই এদের নেটওয়ার্ক আছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।

Saturday, July 25, 2020

আমগাছ থেকে ধরা পড়ল ১০ ফুটের পাইথন



নিউ আলিপুরদুয়ারের কাছে ১৬ নম্বর ওয়ার্ডে একটি আমগাছ থেকে ধরা পড়ল ১০ ফুটের বার্মিজ পাইথন।এই পাইথন টিকে দেখতে লকডাউন কে উপেক্ষা করে বহু মানুষ ভীড় জমাতে থাকে।পাইথন টি স্থানীয় এক আইনজীবীর আমগাছে উঠে পড়ে।আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের কর্মকর্তারা গিয়ে পাইথন টিকে বস্তা বন্দী করেন।পরে এটি বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

Wednesday, July 22, 2020

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে উল্টে গেল রেশনের গম বোঝাই ট্রাক।

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে উল্টে গেল রেশনের গম বোঝাই ট্রাক। 
বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন লরির চালক।দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের
চক্ষণজাদী গ্রামে। বুধবার  এলাকার লোকজন পুকুরের জলে নেমে ২১০ বস্তা গম পাড়ে তোলে । ক্রেন দিয়ে পুকুর থেকে তোলা হয় লরিটি । 


মঙ্গলবার সন্ধ্যায় চক্ষণজাদী গ্রামের রাস্তা দিয়ে  যাচ্ছিল গম বোঝাই লরিটি ।রেশন ডিলারের গোডাউনে পৌঁছানোর খানিক আগেই চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি উল্টে গিয়ে পড়ে রাস্তার ধারে পুকুরে।স্থানীয়  বাসিন্দা শ্যামল মাঝি বলেন ,গম বোঝাই লরিটি যাচ্ছিল এলাকার রেশন ডিলার নবকুমার দাসের গোডাউনে।চালক বৃষ্টি উপেক্ষা করে গ্রামের সরু ঢালাই রাস্তাদিয়ে  যাবার সময়েই এই বিপত্তি ঘটে। লরি চালক সুকান্ত দে জানিয়েছেন, বর্ধমানের আলমগঞ্জে ডিস্ট্রিবিউটারের গোডাউন থেকে ২১০ বস্তা রেশনের গম লরিতে লোড করে চক্ষণজাদির রেশন  ডিলারের কাছে যাচ্ছিলেন।পথে ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যায় । রাস্তার  ধারের মাটি ধসে যাওয়ায় তিনি লরির নিয়ন্ত্রণ রাখতে পারেন নি । 
ডিলার শুভেন্দু দাস বলেন , দুর্ঘটনার সবিস্তার তিনি ব্লক খাদ্য আধিকারিককে জানিয়েছেন ।

এক বাংলাদেশী জলদস্যু কে গ্রেফতার করে নকল আধার কার্ড তৈরীর মেশিন সহ দুজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ

গতকাল বাংলাদেশী জলদস্যু আশারফ সর্দারকে গ্রেফতার করে আরও বড় সাফল্য পেল সোনারপুর থানার পুলিশ। আশারফকে ভুয়ো আঁধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড তৈরি করে দেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতরা হল মুজিবর লস্কর ও কুমারেশ মহাজন। মুজিবর চাকলা কুস্তিয়ার বাসিন্দা অন্যদিকে কুমারেশের বাড়ি চম্পাহাটি এলাকায়। তল্লাশি চালিয়ে এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ টি মনিটর, ২টি সিপিইউ, ২টি প্রিন্টার, বায়োমেট্রিক মেশিন।  


এরা আধার কার্ড বানাতো।এদের সাথে আর কেউ জড়িত আছে কিনা বা কোনও চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সোনারপুরের প্রসাদপুর এলাকায় মুজিবরের একটা সাইবার ক্যাফে আছে। সেখানেই কুমারেশ এই চক্র চালাত। এর আগে এইভাবে বহুজনের তারা ভুয়ো ডকুমেন্ট তৈরি করেছে বলে জানতে পেরেছে পুলিশ।

Saturday, July 18, 2020

বাঘের আক্রমনে মৃত এক মৎস্য জীবি



বাঘের আক্রমণে আজ মৃত ৫নং কৈখালীর বাসিন্দা প্রফুল্ল সরদার। গত বৃহস্পতিবার কুলতলি র কৈখালী থেকে তিনজনের একটি দল সুন্দরবনের "দো-বাঁকি "জঙ্গল সংলগ্ন খাঁড়িতে কাঁকড়া ধরতে যায়| আজ সকালের জোয়ারের সময় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে একজনকে জঙ্গলে টেনে নিয়ে যায়|খবর পেয়েএলাকার লোকজন জঙ্গলে গিয়ে ঐ মৎস্য জিবির মুণ্ডহীন দেহ উদ্ধার করে। মৃত মৎস্যজীবি  প্রফুল্ল সরদারের  মাথা ও ডান হাতের কোন সন্ধান পায় নি তার বাড়ীর লোক।এই ঘটনায় কৈখালী এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চাষীদের হাতে কৃষি সামগ্রী তুলে দিলেন গোপাল মাঝি



মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় ও সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী শ্রী মন্টুরাম পাখিরার সহযোগিতায় শনিবার সকালে বাইস হাটা অঞ্চলের প্রিয়র মোড়ে ঐ অঞ্চলের অগ্রাধিকার ভিত্তিক চাষীদের হাতে  ১৮ টি ধানঝাড়া মেশিন, ১২ টি টুলু পাম্প ও ৯৮ বস্তা NPK রাসায়নিক সার তুলে দেওয়া হয়| চাষীদের হাতে সামগ্রী গুলি তুলে দেন জেলা পরিকল্পনা ও সুন্দরবন উন্নয়ন পর্ষদের সদস্য গোপাল মাঝি| উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নূরহোসেন গাজী, মোশারফ মোল্লা, হাসেম মোল্লা, খালেক সিপাই সহ বিশিষ্ট জনেরা|

বর্ধমানে দু নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২

ফের ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে।একটি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি চারচাকা গাড়ি উপর।মর্মান্তিক দুর্ঘটনায় গাড়ির চালক ও এক আরোহীর মৃত্যু হয় দুর্ঘটনাস্থলে।শনিবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটে ২ নম্বর জাতীয় সড়কের গলসিতে।  এদিন গলসির খানো ও বড়মুড়িয়ার মাঝমাঝি জায়গায় বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার পথে  একটি ১৪ চাকা গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা  গাড়িকে চাপা দেয়।ট্যাঙ্কারের নিচে চাপা পরে দুমড়ে মুচড়ে  যায় চারচাকা গাড়িটি। ট্যঙ্কারের নিচে চাপা পড়ে গাড়ির ভিতরেই মৃত্যু হয় চালক ও এক আরোহীর। 


এদিনের দুর্ঘটনা ফের বছর তিনেক আগের এক ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি মনে করিয়ে দিল।২ জাতীয় সড়কের বর্ধমানের রথতলার কাছে গরম পিচ ভর্তি একটি ট্যাঙ্কার বেসামাল হয়ে উল্টে যায় একটি চারচাকার উপর।দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়।
 ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গলসি থানার পুলিশ  হাইড্রাক্রেন দিয়ে গ্যাস ট্যাঙ্কারের নীচে চাপা পড়ে যাওয়া গাড়িটি বের করে। উদ্ধার হয় করা হয় দুটি মৃতদেহ।দু্র্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে জাতীয় সড়ক। ঘন্টাখানেক পর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।মৃতদের নাম বা পরিচয় জানা যায় নি।দুটি গাড়িই দুর্গাপুরমুখী ছিল।

২ মাদক পাচারকারী সহ পুলিশের জালে দুই সশস্ত্র ডাকাত

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ডাকাতকে গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ। শনিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাটের পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ুই এর নির্দেশে ও বসিরহাট থানার আইসি প্রেমাশীষ চট্টরাজের নেতৃত্বে পুলিশ হানা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের ঢ‍্যামঢেমিয়া থেকে ওই দুই ডাকাতকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একটি গুলিভর্তি বন্দুক, লোহার রড, ভোজালি আটক করেছে পুলিশ। 


 পাশাপাশি ১০লিটার তরল মাদক কোডেইন মিক্চার সহ দুই মাদক পাচারকারীকেও গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। অন‍্যদিকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় ২ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করলো পুলিশ। ২ মাদক পাচারকারীকে বারাসাত জেলা আদালতে তোলা হবে। ও বাকি ৪ ধৃতকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

Friday, July 17, 2020

আবার ও জেলায় নাম উজ্জ্বল করলো দক্ষিণ বারাশত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়




আবার ও জেলায় ভালো ফল দক্ষিণ বারাশত শিবদাস আচার্য্য উচ্চ বিদ্যালয়ে।গত বুধবার এই বিদ্যালয়ের ছাত্র সৌম্য দীপ সরদার ৬৮৫ নং পেয়ে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছিল,এবার  উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঐ স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী বিপাশা চক্রবর্তী ৪৯৩ নং পেয়ে আবার ও দক্ষিণ বারাশত উচ্চ বিদ্যালয়ের নাম  জেলার শীর্ষে নিয়ে গেল।

বিধাননগরে কনটেইনমেন্ট জোন গুলি পরিদর্শন করলেন নতুন পুলিশ কমিশনার মুকেশ কুমার




বিধান নগর পুলিশ কমিশনারেট এর নতুন পুলিশ কমিশনার মুকেশ কুমার  শুক্রবার এলাকার কনটেইনমেন্ট জোন ঘুরে দেখলেন,এদিন বিধান নগর কমিশনারেট এর পনেরোটা কনটেইনমেন্ট জোন ঘুরে তিনি জানান , কন্টাইন্মেন্ট  জোনে  যে নিয়ম গুলো আছে সেগুলি ঠিক ঠাক মানা  হচ্ছে কিনা আমরা দেখছি যারা এখানে আছে তাদের কোন সমস্যা হচ্ছে কিনা সেগুলি ও দেখছি এছাড়া আজ আমরা প্রত্যেকটা থানা এলাকায় যারা মাক্স পড়ছে না তাদের হাতে মাক্স তুলে দিচ্ছি এবং তাদেরকে করোনা সংক্রমণের ব্যাপারে সচেতন করছি  পরবর্তী সময়ে  যারা মাস্ক পরছেনা তাদের বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Thursday, July 16, 2020

বাঁশের ব্যারিকেডে থমকে গেল বি জে পি র মিছিল,পৌঁছতে পারলোনা এস পি অফিস পর্য্যন্ত

 পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে মাঝরাস্তাতে বসে পড়তে হল বিজেপি কর্মি ও সমর্থকদের।পুলিশ আগেই বাঁশের ব্যারিকেড করে রেখেছিল।


 ফলে ব্যারিকেড ভেঙ্গে এগোতে পারেনি বিজেপি কর্মিরা।শেষে বাধ্য হয়ে রাস্তায় বসে পড়েন বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সহ নেতা কর্মিরা।বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন,হেমতাবাদের বিজেপি বিধায়ক কে খুন করে  ঝুলিয়ে দেওয়া হয়েছিল।রাজ্যে পুলিশের প্রতি আমাদের কোন ভরসা নেই। এই ঘটনাটি সিবি আই কে দিয়ে তদন্তের দাবি করেছেন তিনি।তিনি আর ও বলেন,তিন দিন ধরে আমাদের আন্দোলন চলছে।আজ পুলিশ সুপারের অফিসের সামনে প্রতীকি বিক্ষোভ করার কথা ছিল।কিন্তু পুলিশ আমাদের এগোতে দেয়নি।করোনা পরিস্থিতিতে আমরা কম লোক এসেছিলাম।কিন্তু আমাদের আটকে দেওয়া হল।তার অঅভিযোগ পুলিশ তৃনমুল কংগ্রেসের দলদাসে পরিনত হয়েছে।এই রাজ্যের পুলিশের উপর আমাদের ভরসা নেই।

ত্রানে দুর্নীতির অভিযোগ তুলে ব্লক কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালো ভাঙরের আমফান ক্ষতিগ্রস্ত রা




 আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্থরা টাকা পাচ্ছে না। দেখে দেখে তৃণমূলের কর্মীদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বলে দাবি। সেই দাবি তুলে ব্লকের কর্মীদেরকে ঘিরে বিক্ষোভ দেখাল। ভাঙড়ের কাশিপুর থানার মিদদে পাড়া এলাকার ঘটনা। 



 প্রশাসন সূত্রে খবর ধাপে ধাপে আমফানের ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়া হচ্ছে। প্রথম ধাপে টাকা পাওয়ার পর দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্তদের নাম জানানোর জন্য এলাকায় গিয়েছিলেন ভাঙড় 2 নম্বর ব্লকের প্রতিনিধিরা। দ্বিতীয় ধাপে ও তৃণমূল কর্মীদেরকে টাকা দেয়া হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। তাই জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে এদিন ব্লকের কর্মীদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। যে সমস্ত ব্লকের কর্মীরা এলাকায় এসেছিল তাদের কাগজপত্র কেড়ে নেয়া হয় বলে দাবি। পরে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 



গ্রামবাসীদের দাবি এই সমস্ত এলাকায় যারা তৃণমূলের কর্মী বা যাদের পাকা বাড়ি আছে তাদেরকেই দেখে দেখে আমফানের টাকা দেওয়া হচ্ছে। কিন্তু যারা প্রকৃত প্রাপ্য তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না। তাই তারা বিক্ষোভ দেখায়। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনি জানান ভাঙড় 2 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করে প্রকৃত ক্ষতিগ্রস্তদেরকে টাকা দেয়া হচ্ছে। এখানে তৃণমূল বা জমি কমিটির কোন ব্যাপার না। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আরাবুল বাবু। এদিকে ব্লক প্রশাসন সূত্রে খবর যদি টাকা পাওয়া নিয়ে কোন রকম সমস্যা হয় তাহলে ব্লক এসে জমি কমিটিকে আলোচনায় বসার কথা জানানো হয়েছে।

Tuesday, July 14, 2020

বহরমপুরে ৩৪ নং জাতীয় সড়কে গ্যাস আতঙ্ক

গ্যাসের গাড়ি লিক হয়ে যাওয়ায় চাঞ্চল্য ৩৪ নম্বর জাতীয় সড়কে।


বহরমপুর গির্জার মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর হঠাৎই  হিন্দুস্থান পেট্রোলিয়ামের একটি গ্যাসের কন্টেনার লিক হয়ে যাওয়ায় ঘটে বিপত্তি।এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।মুহুর্তের মধ্যে এলাকা ফাঁকা  করে দেওয়া হয়।দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Saturday, July 11, 2020

করোনা আক্রান্ত বিগ বি




করোনা আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি তিনি। টুইট করে একথা নিজেই জানিয়েছেন তিনি ।তার পরিবারের সকলের ও করো না পরীক্ষা করা হচ্ছে ।যদিও তাদের পরীক্ষার রিপোর্ট এখনো হাতে আসেনি ।ভারতীয় সিনেমার এই কিংবদন্তি জানিয়েছেন যারা বিগত ১০ দিনে আমার সংস্পর্শে এসেছিলেন তারা দয়া করে করোনা পরীক্ষা করে নিন ।সবাইকে সুস্থ থাকার প্রার্থনা ও জানিয়েছেন তিনি।

ভগবত পুরে জঙ্গল থেকে লোকালয়ে হরিণ

জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের ভগবতপুরে।স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে ভাগবতপুর কুমির প্রকল্প পাশের জঙ্গল থেকে হরিণের একটি দল  কুমির প্রকল্পের পাশে মিষ্টি জলের পুকুরে জল খাবার জন্য আসে,ঠিক তখনি এলাকার কয়েকটি কুকুর তাদের তাড়া করলে একটি হরিণ গ্রামের মধ্যে ঢুকে পড়ে এবং নরম মাটিতে পা পিছলে  পুকুরের মধ্যে পড়ে যায় ।


 কুকুরগুলো তার পিছু নিয়ে সেখানে গিয়ে হরিণটিকে আঁচড়ে কামড়ে দেয়।একসাথে অনেক কুকুরের চিৎকারে ভাগবতপুর কুমির প্রকল্পের বনকর্মীরা এবং গ্রামের লোকজন দৌড়ে আসে।তারা দেখে গ্রামেরই একটা পুকুরে হরিণকে ঘিরে অনেকগুলি কুকুর চিৎকার করছে।সাথে সাথে বনকর্মীরা হরিণটিকে উদ্ধার করে পাথর প্রতিমা ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানকার পশু চিকিৎসকরা হরিণ টির চিকিৎসা শুরু করেন তবে চিকিৎসকরা জানান , হরিণটি  গর্ভবতী, পরবর্তীকালে হরিণের ক্ষতস্থানে ওষুধ দিয়ে  হরিণটিকে সুস্থ করার চেষ্টা করে চিকিৎসকরা। বনকর্মীরা জানান, সুস্থ্য হলেই হরিণটি কে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

বাবা ও পালিত মেয়ে র রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য সুভাষ গ্রামে , পলাতক জামাই

সুভাসগ্রামের সুকান্ত সরণী এলাকায়  (পালিত)মেয়ে ও বাবার দেহ উদ্ধার। পলাতক জামাই। মৃতদের নাম বাসুদেব গাঙ্গুলি ও সুনীতা পন্ডিত। আজ সকালে এলাকার বাসিন্দারা বিষয়টি সোনারপুর থানাকে জানালে পুলিশ এসে দুজনের দেহ উদ্ধার করে। 


বাসুদেব এর শরীরে একাধিক জায়গায় আঘাত ছিল ও তার যৌনাঙ্গ কাটা ছিল। মহিলার গলায় বিয়ারের বোতল ঢোকানো ছিল। স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন ছিল। কি কারণে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে। বাবা ও মেয়ের মধ্যে কোনও অবৈধ সম্পর্ক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর থেকেই পলাতক জামাই রমেশ পন্ডিত। তার সন্ধানে তল্লাশি চলছে।

ক্রমাগত বৃষ্টিতে ভাসছে আলিপুরদুয়ার

গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১১৫ মিমি,হাসিমারাতে ১৮৬ মিমি বৃষ্টি হয়েছে।ভুটান পাহাড়ে চলছে অবিশ্রান্ত বর্ষন। পাশাপাশি সমতলেও  অবিশ্রান্ত বর্ষনে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে।কালজানি, তোর্সা সমস্ত নদীতেই জল বাড়ছে।আলিপুরদুয়ার পুর এলাকার বেশকিছু ওয়ার্ড ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে।


৮,৯,১৮ এবং ৫ নম্বর ওয়ার্ড ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে।৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীর অবস্থা শোচনীয়।ইতিমধ্যে ওই সব এলাকা পরিদর্শনে যান আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তি।তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন।বিদ্যাসাগর পল্লীতে বাঁধ না থাকায় প্রতিবছর ১০০ টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে।স্থানীয় মানুষজন ওই এলাকায় একটি বাঁধের দাবি করেছেন।আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তি বলেন,বৃষ্টিতে আলিপুরদুয়ার শহরে জল জমছে।তা খুব তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে।বিদ্যাসাগর পল্লীতে বাঁধ সম্ভব নয়।বোল্ডার বোরিং করে এলাকাটিতে ব্লক করা যেতে পারে।তারফলে জলমগ্ন হবে না এলাকা।
টানা বৃষ্টি চলছে।পুর এলাকায় কোথাও নামানো হয়েছে নৌকা।স্বাভাবিক ভাবেই অতিবর্ষনে বিপর্যস্ত পুর এলাকার বাসিন্দারা।অপরদিকে
কালচিনি ব্লকের পানা নদীর জল  প্রবল গতিতে  গ্ৰামে ঢুকতে শুরু করেছে । পানা নদীর জলে জলমগ্ন চুয়াপাড়া চা বাগানের বেশ কিছু এলাকা  । চুয়াপাড়া এয়ার ফিল্ড জলমগ্ন হয়ে পড়লো।

আবার ও জলঙ্গীতে সীমান্ত রক্ষী বাহিনীর তৎপরতায় উদ্ধার ১২০০ ফেন্সিডিল সিরাপ সহ একটি পূর্ণ বয়স্ক গরু

জলঙ্গি ১৪১ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে উদ্ধার করেছে ফেনসিডিল, গরু এবং ধারালো অস্ত্র। শুক্রবার গভীর রাত্রে জলঙ্গীর বিওপি ১৪১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা জলঙ্গি বর্ডার এলাকার ১১ নম্বর রাজ্য সড়কে অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করেছে ৫০০ বোতল ফেনসিডিল, একটি মাঝারি সাইজের গরু এবং একটি ধারালো অস্ত্র।


 বিএসএফ জওয়ানরা জানিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সত্বেও তারা অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছে।গত কাল জলঙ্গি থানার পুলিশ ৭০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আবার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে এবার বিএসএফ জওয়ান দের তৎপরতায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।বিএসএফ সূত্রে খবর যে জলঙ্গীর চোয়াপাড়া এলাকা থেকে বাংলাদেশের উদ্দেশ্য পার করতে যাবার সময় তল্লাশি চালায় জলঙ্গি বিওপি বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা তখনপাচারকারীরা ফেনসিডিলের বোতল, ধারালো অস্ত্র ও গরু রেখে পালিয়ে যায় বলে জানা যায় বিএসএফ সূত্রে।

দুষ্কৃতীর গুলিতে এক কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য টিটাগড়ে

দুস্কৃতির গুলিতে মৃত্যু হলো এক কলেজ ছাত্রের। ঘটনাটি ঘটেছে টিটাগড় পৌরসভার ১৯ নম্বর ওর্য়াডের উড়ান পাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম তৌফিক আলি। সে বারাকপুর সুরেন্দ্র নাথ কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল রাত্রে তার নিজের বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে এক যুবকের সাথে গন্ডগোল হয়।


 পরবর্তীকালে ওই এলাকারই যুবক ছোটু বাড়ির সামনে এসে রাস্তার উপরে তাকে প্রকাশ্যে গুলি চালায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ছোটু সেখান থেকে চম্পট দেয়। এরপর তৌফিককে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ছোটুর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ছোটুর খোঁজ শুরু করেছে পুলিশ।

Thursday, July 9, 2020

মানুষকে সচেতন করতে অবশেষে নিজেই রাস্তায় নামলেন পুলিশ সুপার রশিদ মুনির খান





মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করতে নিজে রাস্তায় নামলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান৷ নরেন্দ্রপুর থানা এলাকার কামালগাজি মোড়ে বিভিন্ন মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে রাস্তায় নেমে মাস্ক বিলি করেন তিনি৷ প্রত্যেককেই মাস্ক পরার কথা বলেছেন৷ তা না হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
শুনুন ,কি বার্তা দিলেন পুলিশ সুপার - 👆

Wednesday, July 8, 2020

লাফিয়ে লাফিয়ে বাড়ছে দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা



লাফিয়ে লাফিয়ে বাড়ছে দক্ষিণ ২৪ পরগনায় করোণা আক্রান্তের সংখ্যা। এবার পুরোপুরি লক ডাউন এর পথেই হাঁটল রাজ্য সরকার।
 ৯ই জুলাই বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে গোটা রাজ্যের কনটেইনমেন্ট ও বাফার জোন গুলিতে  কড়া লক ডাউনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ঐসব জোন গুলিতে বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস ,কারখানা এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান।আগামী ১৪ দিন পর ওইসব জোন গুলিতে পরবর্তী সিদ্ধান্ত  কি নেওয়া হবে, তা সরকারি নির্দেশিকা য় জানানো হবে। মঙ্গলবার সরকারি নতুন নির্দেশিকায় বলা হয়েছে কনটেইনমেন্ট জোন ও বাফার জোনের বাসিন্দাদের বাড়িতেই থাকতে হবে , একান্ত জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারবে না। একইভাবে অযথা কোনো বহিরাগত ঐ জোনে প্রবেশ করবে না। ঐ জোন গুলিতে সবরকম যানবাহন চলাচল বন্ধ থাকবে। কেবলমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে। ওই জোন থেকে কেউ কোন অফিস যেতে  বা কাজে যেতে পারবে না। এলাকায় কোনো রকম জমায়েত করা যাবে না।কন্টেইনমেন্ট ও বাফার জোন  এলাকার বাসিন্দারা  এই নির্দেশিকা অমান্য করলে স্থানীয় পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।
মঙ্গলবার বিকালে সাংবাদিক বৈঠকে জানানো হয় কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ক্রমশ বেড়ে ৩৩ করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় ২১৯ এবং হাওড়া ১৪৬ ,হুগলি ২৭  টি ,এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৫৩ টি কনটেইনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা য় সবচেয়ে বেশি কনটেইনমেন্ট জোন রাজপুর সোনারপুর পৌরসভা য় করা হয়েছে। তারপরেই আছে বারুইপুর পৌরসভা ,তবে জয়নগর-মজিলপুর পৌরসভায় কেবলমাত্র আট নম্বর ওয়ার্ডের ১১৫ ও ১১৬ নম্বর বুথ এ ই জোনের অন্তর্ভুক্ত হয়েছে। বুধবার সকালেই জয়নগর পৌরসভার চেয়ারম্যান সুজিত সর্খেল তার পৌরসভার বিশেষ দল নিয়ে 8 নম্বর ওয়ার্ডের ১১৫ নম্বর বুথ ১১৬নম্বর বুথের বিভিন্ন জায়গা য় জীবাণুমুক্ত করার ব্যবস্থা নেন এবং ওই এলাকার মানুষদের সচেতন করেন।
বিস্তারিত জানতে নিচের ভিডিওটি ক্লিক করুন👇


পোষ্টার ও ব্যানারে সুসজ্জিত ২৪ টি মটর বাইকে পথ নিরাপত্তার প্রচার

জয়নগর থানার ট্রাফিক গার্ড ও জয়নগর থানার পুলিশ কর্মীদের উদ্যোগে বুধবার পথ নিরাপত্তার উপর মানুষকে সচেতন করতে এক বর্ণাঢ্য মটর বাইক রালি  বের হয়।


 সকাল ১১ টায় জয়নগর থানা থেকে ২৪ টি মটর বাইক  বেরিয়ে পৌর এলাকা প্রদক্ষিণ করে। প্রতিটি গাড়িতে পথ নিরাপত্তার নানান সচেতন মূলক পোস্টার ও ব্যানার লাগানো ছিল।



Tuesday, July 7, 2020

গ্যাস সিলিন্ডারের মধ্যে মূল্যবান ট্যাবলেট পাচার করতে গিয়ে সীমান্ত রক্ষীবাহিনীর হাতে ধরা পড়লো এক মহিলা।

সীমান্তে গ্যাস সিলেন্ডারের মধ্যে ইয়াবা ট্যাবলেট পাচারের চেষ্টা, গ্রেপ্তার মহিলা পাচারকারী।
বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের ঘটনা। এদিন রাতের অন্ধকারে এক মহিলা গ্যাস সিলেন্ডার নিয়ে সীমান্তের জিরো পয়েন্টে দিকে যাচ্ছিল। 


 ১৩৩ নম্বর ব্যাটেলিয়ানের  জি কোম্পানি জওয়ানদের সন্দেহ হয়। মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চক্ষু চড়কগাছ। সীমান্তরক্ষীর কাছে স্বীকার করে ওই গ্যাস সিলেন্ডার মধ্যে প্রায় এক হাজার ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল। যার বাজারমূল্য প্রায় 50 হাজার টাকা। ওই মহিলা পাচারকারী নাম নার্গিস বেগম। তাকে গ্রেফতার করে বিএসএফ ।মহিলার বাড়ি ঘোজাডাঙ্গা সীমান্তের পানিতর গ্রামে। ফাঁকা গ্যাস সিলেন্ডার মধ্য দিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ায় অভিনব পাচার রুখল বিএসএফ ।এই মহিলা পাচারকারী সঙ্গে অন্যকোন বড় পাছার চক্রের যোগ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক অমরেশ কুমার। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট শুল্ক দপ্তর হাতে তুলে দেয়া হয়েছে। ধৃত মহিলা পাচারকারীকে বসিরহাট থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মহিলা পাচারকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

Friday, July 3, 2020

আবার ও বাঘের আক্রমণে মৃত এক মৎস্যজীবি

সুন্দরবনে আবার বাঘের আক্রমণে মৃত এক মৎস্য জীবি ।বৃহস্পতিবার দুপুর  ২ টো নাগাদ ঘটনাটি ঘটে পঞ্চ মুখানি ২ নং  জঙ্গলে। গোসাবার লাহিড়ী পুর থেকে চারজনের একটি মৎস্য জীবি দল পঞ্চমুখানি জঙ্গলের কাছে মাছ ধরার সময় এই দুর্ঘটনা ঘটে।

মাছ ধরার সময় জঙ্গল থেকে হঠাৎ বাঘ বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে জামিনি মিস্ত্রি নামে এক মৎস্যজীবীর গায়ের উপর  এবং তাকে টেনে হিচড়ে জঙ্গলে  নিয়ে যায়।অন্য তিন সঙ্গী চিৎকার করে বাঘের দিকে তেড়ে গিয়ে ও বাঁচাতে পারেনি  জামিনিকে।মৃত মৎস্যজীবি সহ তার চার সঙ্গী ই  -সুন্দর বন কোষ্টাল থানার অন্তর্গত লাহিড়ী পুরের  বাসিন্দা। ওর সাথে ছিল ১.মিলন মিস্ত্রী।২.অজিত মন্ডল। ৩. অসিত মাঝি ।সবার বাড়ি লাহিড়ী  পুরে। মৃত র তিন সঙ্গীর সাথে কথা বলে পুলিশ এবং বনকর্মীরা তার দেহ খোঁজার চেষ্টা করছে।

মাস্ক না পড়লেই দিতে হবে ফাইন

কোভিড ১৯ সংক্রমন প্রতিরোধে সাধারন মানুষকে নানাভাবে সচেতন করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ।মাইকিং এর মাধ্যমে ক্রমাগত জানানো হচ্ছে , বাড়ীর বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং সর্বত্র সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।



ঘন ঘন হ্যান্ড ওয়াস দিয়ে  হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কথা ও জানানো হচ্ছে।কিন্তু এর পরেও অনেকেই সরকারি নির্দেশ অমান্য করছে ।তাই এবার কড়া পদক্ষেপ নিল ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ কর্মীরা।মাস্ক না ব্যাক্তিদের ধরতে বিশেষ ড্রাইভ দেয় তারা। বৃহস্পতিবার থেকে দফায় দফায় টহল দিয়ে মোট ১১২ জন ব্যাক্তিকে মাস্ক না পড়ার জন্য ধরে তাদের কাছ থেকে মোট ৫৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ পাচারের আগেই প্রায় ৮০ লক্ষ টাকার কাফ সিরাপ সহ গ্রেফতার তিন

বাংলাদেশে পাচারের আগে উদ্ধার প্রচুর পরিমাণে কাফ সিরাপ। ৮০ লক্ষ টাকার কাফ সিরাপ উদ্ধার করল মালদা জেলা পুলিশ। ভিন রাজ্য থেকেই কাফ সিরাপ গুলি নিয়ে আসা হয়েছিল বলে দাবি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হোসেন এর।  



                ঊনত্রিশে জুন মালদা থানা নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে মালদা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় দুজনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে কালিয়াচকের এক ব্যক্তির নাম। তাকেও গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই ফেনসিডিলের গোডাউন এর হদিস পায় মালদা জেলা পুলিশ। আজ অভিযান চালিয়ে সেই গোডাউন থেকে ৩৭ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মেহেদী হোসেন বলেন উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। এই ফেনসিডিল পাচার চক্র আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Thursday, July 2, 2020

সাত সকালে বিস্ফোরণে কেঁপে উঠলো মালদার ঘোড়াপীর এলাকা

বৃহস্পতিবার সকালে প্রচণ্ড জোরালো আওয়াজে কেঁপে ওঠে মালদার ইংরেজবাজার থানার ঘোড়াপীর এলাকা।সাথে সাথে স্থানীয় মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসে।অল্পক্ষণের মধ্যেই আওয়াজের উৎস খুঁজে পায় এলাকা বাসী।


 তারা দেখে রাস্তার উপর একটি ব্যাটারি চালিত টোটো গাড়ী তে বিস্ফোরণ হোয়েছে, এবং ঘটনাস্থলে এক ব্যক্তির ছিন্নভিন্ন দেহ পড়ে আছে।সাথে সাথে খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ।তবে কি ভাবে এই বিস্ফোরণ ঘটলো সে ব্যাপারে ধন্দে পড়েছে ইংরেজবাজার থানার পুলিশ।প্রাথমিক তদন্তে গাড়ীর ব্যাটারী থেকে বিস্ফোরণ মনে করলেও ঐ গাড়ীতে কোন বিস্ফোরক ছিল কিনা তা ক্ষাতিয়ে দেখছে পুলিশ।পাশাপাশি মৃতদেহের ছিন্নভিন্ন অংশ গুলি এক ত্রিত করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।তবে এই ঘটনায় আতঙ্কিত ঘোড়া পির এলাকার মানুষ। 
দেখুন,- ঘটনাস্থলের ভিডিও👇


Wednesday, July 1, 2020

খুলে গেলো দীঘা মৎস্য নিলাম কেন্দ্র

পূর্ব ভারতের বৃহত্তম মৎস নিলাম কেন্দ্র দীঘা মোহনা বুধবার থেক খোলা হলো। দীর্ঘ লকডাউনের কারনে গভীর সমূদ্রে মাছ শিকার ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক জটিলতা। দীর্ঘ প্রায় তিন মাস সমুদ্রে মাছ শিকার বন্ধ থাকার পর অবশেষে সরকারি  নির্দেশে ১৫ জুন থেকে মাছ শিকার শুরু হয়েছে। কিন্তু বন্ধ ছিলো নিলাম কেন্দ্র। ১ জুলাই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।


 সেই মত আজ থেকে খোলা হল দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। প্রথম দিনেই ভালো মাছ ওঠায় খুশি মৎস্যজীবী থেকে ট্রলার মালিকরা।কিন্তু ইলিশের কনো দেখানেই।

চন্দন নগর থেকে জল পথে মাত্র দেড় ঘণ্টায় কলকাতা

বুধবার হুগলী জেলার চন্দননগর থেকে কলকাতা দ্রুতগামী জলযান পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। চন্দননগর থেকে এই পরিষেবার সূচনা হয়।  


চন্দননগর পৌর নিগমের প্রশাসক স্বপন কুন্ডু জানান, হুগলী জেলায় এই ধরনের দ্রুতগামী জলযান পরিষেবা এই প্রথম চালু হলো। এরফলে   সাধারন মানুষ থেকে পর্যটক সকলেরই সুবিধা হবে। চন্দননগর সহ জেলার বিভিন্ন স্থানের মানুষের জরুরী প্রয়োজনে দ্রুত কোলকাতা পৌঁছাতে পারবে।আপাতত দ্রুতগামী এই জলযান চন্দননগর রাণী ঘাট থেকে প্রতিদিন সকাল ৮-টায় ছাড়বে কোলকাতার মিলেনিয়াম পার্ক গঙ্গার ঘাটে পৌছাবে সকাল ৯- ৩০ মিনিটে। 
ফিরতি পথে মিলেনিয়াম পার্ক থেকে বিকাল ৪- টায় ছাড়বে চন্দননগর পৌঁছাবে ৫•৪৫- মিনিটে। ১৫৬ আসনের এই জলযানে চন্দননগর মিলেনিয়াম পার্ক যেতে সময় লাগবে দেড় ঘণ্টা। ভাড়া পড়বে ৩২০ টাকা।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...