Search This Blog

Followers

Sunday, October 11, 2020

জয়নগর থানার উদ্যোগে প্রথম সারির ১০ কোভিড যোদ্ধা পেল বিশেষ বীমা কার্ড

 

 করোনা সংক্রমণের এর ভয়াবহতার কথা মানুষ যত জেনেছে ততই  আতঙ্কিত হয়ে পড়েছে।বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত র সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়া এবং মৃতের সংখ্যা বাড়তে থাকায় আক্রান্ত  ব্যাক্তি থেকে মৃত পরিবারের থেকে দূরত্ব বাড়াতে থাকে তাদের আত্মীয় পরিজন থেকে প্রতিবেশীরা।আর সেই সময় অর্থাৎ কোভিড পর্বের প্রথম থেকে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে বিশেষ আপদকালীন কাজে হাত লাগিয়েছিলেন বেশ কিছু মানুষ।জয়নগর থানার পক্ষ থেকে  সেই সব প্রথম সারির  ১০ কোভিড যোদ্ধা যারা কোভিড পর্বের প্রথম থেকেই পুলিশের সঙ্গে বিশেষ আপদকালীন সময়ে কাজ করে চলেছে, সে শ্মশানে কোভিড সন্দেহজনক মৃতদের দাহ করাই  হোক বা কবর দেওয়া, আর কোভিড সন্দেহজনক অসহায় রোগীদের এম্বুলেন্স এ তোলা নামানো ই হোক, এরকম ১০ জনের প্রত্যেকের জন্য ৫00000 টাকার বিশেষ কোভিড বীমা করে দেওয়া হয়। জয়নগর থানার আই সি অতনু সাঁতরার  উদ্যোগে -  ১০ ই অক্টোবর , শনিবার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার কামনাশিষ সেন জয়নগর থানায়  সেই সব কোভিড যোদ্ধাদের হাতে  ঐ বিশেষ বীমার কাগজ ও পলিসি কার্ড তুলে দেন।

Thursday, October 8, 2020

বিজেপি নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া ।

 

বি জে পি র নবান্ন অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল কোনা এক্সপ্রেসওয়ে ও হাওড়া ময়দান চত্বর । গতকাল রাত থেকেই বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকরা আসতে শুরু করে হাওড়া তে । মূলত দু'টি মিছিল করা হয় বিজিবির পক্ষ থেকে । একটি সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে যাবে নবান্নে , অপরটি হাওড়া ময়দান হয়ে মল্লিক ফটক, জিটি রোড ধরে যাবে নবান্নে । পুলিশের তরফ থেকে দুটি রাস্তায় সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় । দুপুর বারোটার সময় দুই প্রান্ত থেকে দুটি মিছিল নবান্নের দিকে এগোতে থাকলে দুই প্রান্তে আটকানো হয় তাদের । ছত্রভঙ্গ করতে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে চালানো হয় জলকামান ফাটানো হয় একাধিক টিয়ার গ্যাসের শেল । তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ এর পক্ষ থেকে লাঠিচার্য করা হয় । আন্দোলনকারীদের দিকে থেকেও পুলিশকে লক্ষ্য করে উড়ে আসতে থাকে ইট ও কাচের বোতল । সাইকেলের টায়ার জ্বালিয়ে ছোরা হয় পুলিশকে লক্ষ্য করে । ভাঙ্গা হয় পুলিশ কিওস, বাস স্ট্যান্ড এমনকি বেসরকারি বিজ্ঞাপনের হোডিংও । এরইমধ্যে মিছিল থেকে উদ্ধার হয় একটি নাইন এমএম পিস্তল । সব মিলিয়ে বিজেপি নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছিল হাওড়া ময়দান ও কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি স্টেশন চত্বর ।

মধ্য গুড় গুড়িয়া গ্রামে একাধিক চাষী পেল সরকারি নানান পরিষেবা


বৃহস্পতিবার বিকালে মধ্য গুরগুরিয়া গ্রামে এলাকার চাষীদের বেশকিছু সরকারি পরিষেবা প্রদান করেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিকল্পনা কমিটি ও সুন্দরবন উন্নয়ন পরিষদ কমিটির সদস্য গোপাল মাঝি।পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী মন্টুরাম পাখিরার সহযোগিতায় মধ্য-গুড়গুড়িয়া গ্রোথ সেন্টার হইতে ১২৫জন চাষী বন্ধুদের প্রত্যেকের হাতে  ৫   কেজি করে, NPK সার 18 জন চাষীদের হাতে একটি করে ড্রাম. ও  22 জন চাষীর হাতে নেট তুলে দেওয়া হয় | চাষীদের হাতে তুলে দেন জেলা পরিকল্পনা কমিটি ও সুন্দরবন উন্নয়ন পরিষদ কমিটির সদস্য গোপাল মাঝি, বিশিষ্ট সমাজসেবী অর্জুন কৃষ্ণ বায়েন ও বিমল মন্ডল.|  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঃ সমিতির  সদস্য পীযুষবরণ দাস, শিক্ষক হিমাংশু দাস, সুনীল জানা এবং সেন্টারের ইনচার্জ সুব্রত নস্কর প্রমুখ| আমফন সুপার সাইক্লোন বিধ্বস্ত এলাকার মানুষ ওই সামগ্রী পাওয়ার তাঁরা খুব খুশী |

Tuesday, September 29, 2020

কর্মক্ষেত্রে বিশেষ সুরক্ষা র দাবী নিয়ে আশা কর্মীদের বিক্ষোভ

 করোনা আবহে কর্মক্ষেত্রে সুরক্ষার অভাব নিয়ে পথে নামলো আশা কর্মীরা। মঙ্গলবার সকালে হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশর বেশি আশা কর্মী মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। তারা ডেপুটেশন জমা দেন। 

আশা কর্মীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে গত ছয় মাস কাজ করলেও তারা কোন সুরক্ষা সরঞ্জাম পাচ্ছেন না। মাস্ক, স্যানিটাইজার, পি পি ই, ফেস শিল্ড, গ্লাভস এবং সাবান কিছুই সাব সেন্টার অফিস থেকে তাদের দেওয়া হয় না। অনেক আশা কর্মী করোনায় আক্রান্ত হলেও সরকার থেকে কোন আর্থিক সহযোগিতা পাচ্ছেন না। এর পাশাপাশি করোনার জন্য 1000 টাকা অতিরিক্ত ভাতা তাদের দেওয়া হচ্ছে না। তাদের দাবি চাকরিতে নিরাপত্তা, 21 হাজার টাকা বেতন এবং পিএফ, গ্র্যাচুয়িটি সহ সুযোগ সুবিধা দিতে হবে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস সুরক্ষা সরঞ্জাম না দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন আশা কর্মীদের জন্য সব ধরনের সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়েছে। তিনি জানান আশা কর্মীদের দাবি পত্র তিনি বিবেচনার জন্য স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেবেন।

বারুইপুর সংশোধনগারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল মানবাধিকার সংগঠন সি পি ডি আর

 বারুইপুর:  বারুইপুর সংশোধনগারে (জেলে) প্রায় ২৫ জন বন্দী ও পুলিশ কর্মী  করোনায় আক্রান্ত হয়েছেন।


যতদিন যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে  বাড়ছে এই সংশোধনগারে। সরকার বাড়তি সতর্কতা  নেওয়ার কথা যখন বলছে, উন্মুক্ত সংশোধনাগারগুলোতে প্যারোল এক্সটেন্ড করেছে তখন বারুইপুর জেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সেই কারণে একগুচ্ছ দাবি নিয়ে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ জেলার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল এই মানবাধিকার সংগঠন। এদের দাবি.....



১) বারুইপুর জেলে করোনা আক্রান্ত সকল বন্দী ও পুলিশ কর্মীদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হবে।

২) সকল বন্দীদের প্যারোলে এবং প্যারোল এক্সটেন্ড করে মুক্তি দিতে হবে।

৩) জেলের অভ্যন্তরে করোনা আক্রান্ত পুলিশ ও কর্মীদের চিকিৎসা সুনিশ্চিত  করতে হবে।

৪) জেল খালি করে সম্পূর্ণভাবে স্যানিটাইজ করতে হবে।

৫) জেলের অভ্যন্তরে উপযুক্ত  চিকিৎসা ও মানোন্নয়নের পরিকাঠামো দ্রুত উন্নত করতে হবে।

বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন হলো "জলস্বপ্ন" প্রকল্পের মাধ্যমে

 । 

 তালদি গ্রাম পঞ্চায়েতের আদলা গ্রামের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প "জলস্বপ্ন" ২০১৭ সালে এই প্রকল্পের শিলান্যাস করা হয়। ৬৫ লক্ষ টাকা ব্যয়ে, এই প্রকল্প টি তৈরি করা হয় আদলা গ্রামে। সেই দিন থেকে পাড়ায় পাড়ায় জলের পাইপ লাইন গেলেও বাড়িতে বাড়িতে জল পৌঁছায়নি। রবিবার আনুষ্ঠানিকভাবে বাড়িতে বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ক্যানিং পশ্চিম এর বিধায়ক শ্যামল মন্ডল দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা পরিষদের  বিদ্যুতের কর্মদক্ষ শৈবাল লাহিড়ী,ক্যানিং থানার আধিকারিক,  তালদি পঞ্চায়েতের উপপ্রধান কালীচরণ মাল ও পিএইচ ই ইঞ্জিনিয়ারের আধিকারিক। প্রায় ১৭০০ টি পরিবার অর্থাৎ সাড়ে আট হাজার মানুষজন এই পানীয় জলের পরিষেবা পাবেন জানালেন বিধায়ক শ্যামল মন্ডল।  এই মঞ্চ থেকে জানানো হয় যে অবৈধভাবে পাইপ কেটে জমিতে জল দেওয়া বা অন্য কাজে লাগালে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। বাড়িতে বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়া খুশি এলাকাবাসী। কিন্তু এই সরকারই প্রকল্পের অনুষ্ঠানে দেখা গেল দলীয় পতাকা যাকে ঘিরে কটাক্ষ বিজেপির।

জলঙ্গীতে তক্ষক সহ গ্রেফতার এক

 তক্ষক সহ গ্রেপ্তার এক জলঙ্গিতে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভাদুড়িয়াপাড়া কলিকাহারা গ্রাম এলাকায়, 

চোরা শিকারিদের দাপটে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক সম্পদ, নষ্ট হচ্ছে বাস্তু তন্ত্র।শিকারিদের হাত থেকে রেহাই পাচ্ছেনা হরিণ থেকে শুরু করে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার ও।সাধারণ মানুষের সহযোগিতায় বনকর্মীরা নজরদারি বাড়িয়ে তা অনেকটাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।তা সত্বেও মাঝেমধ্যেই ধরা পড়ছে চোরা শিকারিদের নানান চক্র। এবার তক্ষক সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী জলঙ্গিতে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভাদুড়িয়াপাড়া কলিকাহারা গ্রাম এলাকায়, গোপন সূত্র পুলিশ খবর পায় ভাদুরিয়া পাড়া এলাকায় এক ব্যক্তি তক্ষক কেনাবেচা করছে,

সাথে সাথে জলঙ্গি থানার পুলিশ হানা দেয় ওই এলাকায় গ্রেফতার করে তক্ষক সহ হাফিজুল মণ্ডলকে,হাফিজুল ওই তক্ষক কোথা থেকে পেল কেনই বা এখানে নিয়ে এসেছিল তা জানার চেষ্টা করছে জলঙ্গি থানার পুলিশ ।

আজ জলঙ্গির থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শ্রী উৎপল দাস বন দপ্তরের হাতে উদ্ধার হওয়া ঐ তক্ষকটি তুলে দেন।

Saturday, September 19, 2020

বাংলাদেশে পাচারের সময় গরু ও আগ্নেয়াস্ত্র সহ যন্ত্র চালিত বোট আটক করলো সুন্দরবন উপকূল থানার পুলিশ





 শুক্রবার গভীর রাতে সুন্দরবন উপকূল থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় কালিদাসপুর পঞ্চম ঘাটের বিপরীতে মরিচ ঝাঁপি জঙ্গলের  কাছে সশস্ত্র কয়েকজন দুষ্কৃতি যন্ত্র চালিত বোটে গরু নিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে।সাথে সাথে  অভিযান চালিয়ে একটি যন্ত্র চালিত নৌকা আটক করে পুলিশ। পুলিশ আসছে জানতে পেরে ওই যন্ত্রচালিত নৌকোয় থাকা দুর্বৃত্তরা  পালিয়ে যায়। এফ আই বি পুলিশ অভিযানকারী বিশেষ দলটি ঐ যন্ত্র চালিত নৌকা তল্লাশি চালিয়ে ৯ টি জীবিত গরু,একটি অগ্নেয়াস্ত্র ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে ।



Thursday, September 10, 2020

আম্পান এর ক্ষতি পূরণের দাবিতে তির ধনুক ও ত্রিশূল নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

বসিরহাট মহাকুমার  হিঙ্গলগঞ্জ ,সন্দেশখালি, হাড়োয়া , মিনাখাঁ  সহ সুন্দরবনের বিভিন্ন ব্লকে আম্পানে ক্ষতিগ্রস্তদের নিয়ে রাজনীতি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের ।প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাচ্ছে না, বিডিওর কাছে জানাতে গেলে পরোক্ষভাবে ভয় ও মারধরখেতে হচ্ছে বলে ও অভিযোগ গ্রামবাসীদের ।এরই প্রতিবাদে বসিরহাট টাউন হল থেকে ইছামতি ব্রিজ পর্যন্ত আদিবাসী জনকল্যাণ সমিতির  সদস্যরা তীর ধনুক নিয়ে মিছিল করে। পথ অবরোধ  করে ধর্নায় বসে, পুলিশের সামনে রীতিমতো তীর-ধনুক ত্রিশূল নিয়ে আদিবাসী সম্প্রদায়েরমানুষগুলি বিক্ষোভ দেখাতে থাকে। 


 পাশাপাশি বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে সামনে অবস্থান বিক্ষোভে বসে তারা।  সুন্দরবন জনকল্যান সমিতি আদিবাসী সমিতির কয়েকশো আদিবাসী পুরুষ ও মহিলা রা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। সমিতির পক্ষে সুকুমার সরদার বলেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা আমফানের টাকা পাচ্ছে না। এটা নিয়ে রাজনীতি হচ্ছে।


 চাইতে গেলে মস্তান দিয়ে ভয় দেখাচ্ছে। এরই প্রতিবাদে আজকে আমরা বসিরহাট  মহকুমা শাসক বিবেক ভস্মে র কাছে স্মারকলিপি দিতে এসেছি। যতক্ষণ পর্যন্ত এর সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান-বিক্ষোভ ধরনা চলবে ।ঘটনাস্থলে বসিরহাট থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে


পাকা সেতু নির্মাণের দাবিতে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা



গ্রামপঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এমনকি উত্তরকন্যাতেও বহুবার লিখিত আবেদন করে এলাকার যোগাযোগ রক্ষার অন্যতম সেতুটি পাকা করার উদ্যোগ না নেওয়ায় গ্রামের বাসিন্দারা ক্ষোভে গ্রামপঞ্চায়েতের অফিসে তালা লাগিয়ে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ভাতুন গ্রামপঞ্চায়েতে। আগামী দুএক মাসের মধ্যে এলাকার লোনাবতী নদীর উপরে পাকা সেতু নির্মানের ব্যাবস্থা না করা হলে ভোট বয়কট সহ বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন ভাতুন গ্রামপঞ্চায়েত এলাকার প্রায় ৪০ টি গ্রামের বাসিন্দারা।


রায়গঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাতুন  গ্রামপঞ্চায়েতের বেশকিছু গ্রামের কয়েক হাজার বাসিন্দা এলাকায় লোনাবতী নদীর উপর সেতু না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে বর্ষার সময় ভরা নদীতে নৌকা দিয়ে পারাপারে যেমন সমস্যা তেমনি শুকনোর সময়ে বাঁশের মাঁচার উপর দিয়ে প্রান হাতে করে চলাচল করতে হয় তাজপুর, ঝিনুকপুর, কইলাহারা, ধাঙ্গিপুকুর, মোহনপুর সহ প্রায় চল্লিশটি গ্রামের কয়েক হাজার মানুষকে। রোগীকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে গ্রামের ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত,  ব্লক সদর রায়গঞ্জ শহরে আসা যাওয়া এমনকি ভাতুন গ্রামপঞ্চায়েত অফিসে আসাযাওয়া করতে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। বহু বছর ধরে এলাকায় থাকা নদীর উপর পাকা সেতু নির্মানের দাবি করে আসছেন গ্রামের বাসিন্দারা কিন্তু কোনও সুরাহা হয়নি।  


প্রতিবারই ভোটের আগে নেতা মন্ত্রীরা পাকা সেতু নির্মানের প্রতিশ্রুতি দিয়ে যান আর ভোট পার হলেই তা ভূলে যান রাজনৈতিক নেতারা। এলাকার বাসিন্দারা বলেন জেলার মন্ত্রী গোলাম রব্বানি নিজে এই গ্রামে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন কিন্তু প্রতিশ্রুতি থেকে গিয়েছে প্রতিশ্রুতিতেই। স্বাধীনতার পর থেকে এই এলাকার মানুষ একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে কাটাচ্ছেন। তাঁরা অভিযোগ করে বলেন গ্রামপঞ্চায়েত থেকে ব্লক ও জেলা প্রশাসন এমনকি উত্তরকন্যাতে গিয়ে এলাকায় সেতু নির্মানের দাবি জানিয়ে এসেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের  " " "দিদিকে বলো " কর্মসূচিতেও আবেদন করা হয়েছিল। কিন্তু আজও সরকার থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই আজ বাধ্য হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষনের জন্য ভাতুন গ্রামপঞ্চায়েত তালাবন্ধ করে ঘেরাও করে বিক্ষোভে শামিল হয়েছেন ওই অঞ্চলের গ্রামগুলির কয়েক হাজার বাসিন্দা৷ অবিলম্বে সরকার থেকে সেতু নির্মানের উদ্যোগ না নিলে এই গন আন্দোলন আরও বৃহত্তর আন্দলোনে পরিনত করা হবে। ভোট বয়কটের হুমকি দিয়েছেন ভাতুন গ্রামপঞ্চায়েত এলাকার কয়েক হাজার বাসিন্দা। 

নিট পরীক্ষার আগে রহস্যজনক ভাবে নিখোঁজ কোন্নগরের বাসিন্দা অভিক মন্ডল


  হুগলী জেলার কোন্নগর বিদিশা হাউসিংয়ের বাসিন্দা অভিক মন্ডল নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল।বৃহস্পতিবার অভিকের মা ঝর্ণা মন্ডল জানান গত মঙ্গলবার নিট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি।অভিকের বাবা কোলকাতা পুলিশে কর্মরত।আগামী রবিবার কোলকাতা মিন্টো পার্কে নিট পরীক্ষা দেওয়ার কথা অভিকের কিন্তু তার হটাৎ করে নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

পরিবার  সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে জিটি রোডের উপর অভিকের সাইকেল পাওয়া গেছে।উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে অভিকের পরিবার।

ডোমজুড়ের বেগড়ি গ্রাম পঞ্চাপয়েত অফিস ঘেরাও করে তালা মেরে দিল বিজেপি পঞ্চায়েত সদস্যরা

 পঞ্চায়েত অফিসে তালা মারলো বিজেপি । তিন ঘন্টা পরে পুলিশ এসে তালা খুলে উদ্ধার করল উপপ্রধান সহ তেরোজনকে ।


ডোমজুড়ের বেগড়ি গ্রাম পঞ্চাপয়েত অফিস ঘেরাও করে তালা মেরে দিল বিজেপি পঞ্চায়েত সদস্যরা।বুধবার বিকেলে বিজেপির 8 জন পঞ্চায়েত সদস্য জেনারেল মিটিং বয়কট করে অফিসে তালা লাগিয়ে দেয়।

 এতে তৃণমূলের উপপ্রধান এবং প্রধান সহ ১৩ জন তৃণমূল সদস্য আটকে পড়েন। বিজেপি পঞ্চায়েত সদস্য এবং কর্মীরা অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপির অভিযোগ  শুধুমাত্র তৃণমূল সদস্যদের কাজের বরাত দেওয়া হচ্ছে। কিন্তু বিরোধী দল বিজেপি সদস্যদের কোন কাজের বরাত দেওয়া হচ্ছে না। ফলে জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের কাছে তারা খাটো হয়ে যাচ্ছে। তারা এলাকার কাজ করতে পারছেন না। তারা সমস্ত সদস্যদের কাজের সমবন্টনের দাবি জানায়। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। বিজেপির আরও অভিযোগ ঘূর্ণি ঝড়ের ক্ষতিপূরণ  নিয়েও দুর্নীতি হয়েছে। বিজেপির দাবি  তাদের আটজন সদস্যকে সমান কাজ দিতে হবে। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। 

 প্রায় ৩ ঘণ্টা আটকে থাকার পর পুলিশ বিজেপি সদস্যদের কাছ থেকে  চাবি  নিয়ে পঞ্চায়েত  অফিসের তালা খোলে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপি তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের উপ প্রধানের দাবি বিজেপি সদস্যদের কাজ দেওয়া হয়। তারা মিথ্যা অভিযোগ করছে। অফিসে তালা দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ও তিনি জানান।

Wednesday, August 12, 2020

চকলেট খেয়ে অসুস্থ শিশু ঘিরে আতঙ্ক ছড়ালো জামালপুরে

চকলেট খেয়ে শিশুদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায়  আতঙ্ক ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমানের জামালপুরে।কোভিডে জেরবার ভারত সহ গোটা বিশ্ব।তারই মধ্যে আবার চকলেট খেয়ে শিশুদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তৈরি হয়েছে নতুন এক আতঙ্ক। ঘটনা বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে  অসুস্থ হয়ে পড়া জামালপুরের রাণাপাড়ার শিশুর পরিবার।অভিযোগ পাবার পরেই  প্রশাসনিক কর্তারা নড়েচড়ে বসেছেন।বিষয়টি নিয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরকে তদন্তের জন্য আবেদন করছে ব্লক প্রশাসন ।পাশাপাশি শিশুর অসুস্থ হয়ে পড়ার কারণ নিয়ে  শুরু হয়েছে  তদন্ত।জামালপুর ব্লকের আভুজহাটি ২ পঞ্চায়েত এলাকার  প্রত্যন্ত গ্রাম রানাপাড়া ।এই গ্রামেই বসবাস করেন লক্ষণ কোঙার ও তাঁর পরিবার। 


একটি নামি সংস্থার চকলেট খেয়ে ছেলে অসুস্থ হয়েছে বলে দাবি করেন লক্ষণ বাবু সোমবার জামালপুর থানা ,বিডিও ও ব্লক স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন।তার ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত।প্রশাসনকে লক্ষণ বাবু জানিয়েছেন ,রানাপাড়া মোড়েই রয়েছে স্থানীয় সেখ  জহিরউদ্দিন  মোল্লার দোকান ।গত ৭ আগষ্ট ওই দোকান থেকে তিনি দুটি চকলেট কেনেন ।দোকানদার প্রতিটি চকলেটের  মূল্য  নেন ২০ টাকা । লক্ষণ বাবু ও তাঁর স্ত্রী লতাদেবী বলেন ,পরদিন সকালে ক্লাস ওয়ানে পড়া তাঁর ছেলে রাজদীপ ওই চকলেটের একটি খায়।এর পরেই রাজদীপ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে বলে পরিবারের অভিযোগ । 


 লক্ষণ বাবু প্রশাসনকে জানিয়েছেন ,চকলেট খাওয়ার পরেই তাঁর ছেলের মুখ বেকে যেতে থাকে । গা হাত পা ফুলে যায়। সারা  শরীরে র‍্যাস বেরিয়ে গিয়ে চুলকাতে শুরু করে ।এর পরেই তিনি ছেলেকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়েযান ।ওই চিকিৎসক ছেলের চিকিৎসা করেন। চিকিৎসক জানিয়েদেন ,চকলেট খেয়ে বিষ ক্রিয়া হওয়ার কারণেই রাজদীপ অসুস্থ হয়ে পড়েছে । লক্ষণ বাবু জানান ,ওই চকলেট খেয়ে এলাকার আরও কয়েকজন শিশু একই রকম ভাবে অসুস্থ হয়েছে । রাজদীপের মা লতাদেবী আশঙ্কা প্রকাশ করেছেন ,“হয়তো নামি ব্র্যান্ডেড কোম্পানির মোড়কে নকল চকলেট বিক্রী হচ্ছে । যা খেয়ে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ে । ”দোকান মালিক সেখ জহিরউদ্দিন এদিন বলেন ,লক্ষণ বাবু তাঁর দোকান থেকেই দুটি চকলেট কিনেছিলেন । কেনার পরদিন সকালে তিনি জানান ওই চকলেট খেয়ে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়েছে । যদিও চকলেটের এক্সপায়ারি ডেট ঠিক আছে  বলে লক্ষণ বাবুও জানিয়েছেন । কি কারণে এমনটা হল তা জানা নেই । জহিরউদ্দিন বলেন , সোমবার দোকানে পুলিশ তদন্তে এসেছিল । পুলিশ জানিয়েছে ,ওই চকলেট টেস্টিংয়ে পাঠাতে হবে। রিপোর্ট না আসা পর্যন্ত দোকান খোলা যাবে না বলে পুলিশ জানিয়ে দিয়ে গেছে ।সেই কারণে দোকান বন্ধ রেখেছেন । জহিরউদ্দিন জানান ,যে কোম্পানি ওই চকলেট তাঁকে সরবরাহ করেছে তাদের লোকজনকেও  তিনি ঘটনার কথা জানিয়েছেন । জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ 
চিকিৎসক আনন্দমোহন গড়াই বলেন ,“শিশুর বাবা লিখিত ভাবে ছেলের অসুস্থ হয়ে পড়ার কথা জানিয়েছে । তবে চিকিৎসার জন্য তিনি ছেলেকে হাসপাতালে আনেন নি ।চকলেট খেয়েই শিশুর  ফুড পয়েজেন হয়েছে কিনা তা চিকিৎসা না করে বলা সম্ভব নয় ।তবে প্রশাসন নিশ্চই চকলেট টেস্টিংয়ের ব্যবস্থা করবে। রিপোর্ট পেলে জানাবযাবে চকলেটে ক্ষতিকারক কোন উপাদান ছিল কিনা ।বিডিও শুভঙ্কর মজুমদার বলেন ,“ শিশুর বাবা ব্লক অফিসে অভিযোগ জমা দিয়েছেন । তবে এই ধরনের অভিযোগের বিষয়গুলি রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তর দেখাশুনা করে । তাই শিশুর পরিবারের অভিযোগের বিষয়টি বুধবার জেলার  ক্রেতা সুরক্ষা দপ্তরের অ্যাসিন্ট্যান্ট ডাইরেক্টারের কাছে পাঠানো হচ্ছে। ওনারা  ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

Friday, August 7, 2020

করোনা আবহে অভিনব চিকিৎসায় "স্পর্শ "

করনা মহামারী যেভাবে ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে, তাতেই আতঙ্কিত সাধারণ মানুষ। সেই মহামারীর সঙ্গে লড়তে এবার অভিনব উদ্যোগ দমকল মন্ত্রী সুজিত বসুর। স্পর্শ নামে চিকিৎসকদের একটি সংগঠন দল গঠন করলেন তিনি, যেখানে মূলত ২০ জন  বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। করোনা আক্রান্ত রোগীদের পাশাপাশি যেকোনো রোগে আক্রান্ত রোগী বা তার পরিবার ঘরে  বসেই এই চিকিৎসক সংগঠনে ফোন করে অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন।

করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও অনেকেই  বাড়িতেথাকছেন হাসপাতালে যাচ্ছেন না। কিন্তু তারা বাড়িতে থাকলেও অনেক সময় চিকিৎসকের সাহায্য চাইলেও পাচ্ছেন না। রাজ্য সরকার যেমন টেলি মেডিসিন সার্ভিস চালু করেছে। ঠিক তেমনই নিজের এলাকায়  " *স্পর্শ*" _প্রিয়জনে প্রয়োজন_ নামে সার্ভিস চালু করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। শুধু করোনা নিয়ে নয় যে কোনও চিকিৎসার ব্যাপারে পরামর্শ নিতে পারবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষ। তার জন্য দুটো হেল্পলাইন নম্বর(7439596460/7439598338) খোলা হয়েছে যেখানে ফোন করে এই সুবিধা নিতে পারবে সাধারণ মানুষ। দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত যে কোনও ব্যাপারে পরামর্শ নিতে পারবে সাধারণ মানুষ। পাশাপাশি অতি জরুরী প্রয়োজন হলে যেকোনো সময় ফোন করলে সাহায্য পাবে যেকোন রোগী এমনটাই জানালেন মন্ত্রী সুজিত বসু।

Thursday, August 6, 2020

করোনা যোদ্ধাকে মারধোরের অভিযোগে গ্রেফতার এক

করোনা যোদ্ধাকে মারধোর, তার স্নানের ভিডিও ভাইরাল করার অভিযোগ৷ নির্যাতিতা বেলেঘাটা হাসপাতালে NICED  এ কর্মরত৷ অভিযোগের তীর বাড়ির লোকেরই বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার ফরতাবাদে৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ৷ নির্যাতিতার অভিযোগ বিয়ের পর তার প্রথমে পুত্র সন্তান হলেও ৭দিনের মাথায় সে মারা যায়৷ তারপর পরপর দুটি কন্যা সন্তান হয়েছে তার ৷


  কন্যা সন্তান হয়েছে বলে তার সম্পত্তির প্রয়োজন নেই,এই  কারণে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয় তাকে ৷ তা না করায় মারধোর করার অভিযোগ৷ইলেকট্রিক মিটার ঘর ভাঙচুর করা হয়েছে তার ৷ তার দুই নাবালিকা মেয়েরও স্নানের ভিডিও ভাইরাল করা হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয় তার ঘরের জলের লাইন ৷ অভিযোগের তীর শ্বাশুড়ি ইলা মন্ডল, ভাসুর প্রদীপ মন্ডল, জা ভবানী মন্ডল, জা এর ছেলে শান্তনু মন্ডল ও তার বৌ অনিতা মন্ডল এবং ননদ শর্মিষ্ঠা মন্ডল ও নন্দাই মিহির মন্ডলের বিরুদ্ধে৷ এই ঘটনায় ভাসুর প্রদীপ মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ৷ তার বিরুদ্ধেই নির্যাতিতা ও তার দুই নাবালিকা কন্যা সন্তানের স্নানের ভিডিও ভাইরাল করার অভিযোগ৷

Tuesday, August 4, 2020

কোটি টাকা ব্যাংক প্রতারণা র অভিযোগে সল্ট লেকে গ্রেফতার এক

গ্রাহকের অজান্তে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক একাউন্ট।সেই চক্রের এক মাথাকে গ্রেফতার করলো বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

সল্টলেকের বেসরকারি ব্যাংকের গ্রাহকের এস এম এস ও মেল আইডি চেঞ্জ করে এক গ্রাহকের ব্যাংক একাউন্ট থেকে প্রায় তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার এক।অভিযুক্তের নাম সমীরণ সাহা (খরদহ)।ধৃত ব্যক্তি এ্যান্টিক জিনিস এর ব্যবসা করে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে।পুলিশ এর অনুমান এই ঘটনায় ব্যাংকের কেউ জড়িত আছে , তা না হলে কি করে এই ভাবে তথ্য বাইরে বেরোয়। পুলিশ ঐ ব্যক্তির খোঁজ চালাচ্ছে ।
পুলিশ সূত্রে খবর,৩০/৭/২০২০ তারিখে সল্টলেকের সেক্টর ফাইভের বেসরকারি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার (আই সি আই সি ব্যাংক)
থানায় অভিযোগ করে যে তার বাগুইআটি এলাকায় ব্রাঞ্চ থেকে এক গ্রাহকের একাউন্ট থেকে প্রায় তিন কোটি টাকা বিভিন্ন একাউন্টে ট্রান্সফার হয়।সেই মতো পুলিশ তদন্তে নামে।এর পর বিধান নগর সাইবার ক্রাইম থানা তদন্ত শুরু করে।তদন্তে নেমে পুলিশ খরদহ এর বাসিন্দা সমীরণ সাহাকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে ,অভিযুক্ত সমীরণ কোনো ভাবে ওই ব্যাংকের গ্রাহকদের ডিটেলস সংগ্রহ করে।এর পর ব্যাংকে গ্রাহক পরিচয় দিয়ে সমস্ত তথ্য দিয়ে জানায় কোনো কারণে তার ব্যাংকের এস এম এস এলার্ট নাম্বার ও মেল আইডি চেঞ্জ করতে হবে।সেই মতো চেঞ্জ হয়ে যায়।এর পর একটি app ডাউনলোড করে (আই মোবাইল app)।সেখান থেকে ওই গ্রাহকের একাউন্ট থেকে বিভিন্ন একাউন্টে টাকা ট্রান্সফার করে নেয়।এই ভাবেই সে প্রতারণা করতো।যেহেতু এস এম এস এলার্ট নাম্বার চেঞ্জ হয়ে যেত সেই কারণে গ্রাহক কিছুই জানতে পারতো না।
এখানেই প্রশ্ন এই অভিযুক্ত কি ভাবে ব্যাংকের গ্রাহকের ডিটেলস পেয়ে যেত তবে কি এই সব কিছুর পিছনে ব্যাংকের কেউ জড়িত আছে ? সেই বিষয় তদন্ত করে দেখছে তদন্তকারি পুলিশ কর্তারা।মঙ্গলবার ধৃতকে বিধান নগর কোর্টে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।এই ঘটনার সাথে বাকি আর কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

চলন্ত অটোতে তরুণীর শ্লীলতাহানি ,গ্রেফতার অটো চালক।

চলন্ত অটোতে তরুণীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আটো চালক।নাম প্রলয় মল্লিক।গ্রেফতার করে বিধান নগর উত্তর থানার পুলিশ।আজ তাকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে।


পুলিশ সূত্রে খবর ,রবিবার সন্ধ্যে সাত টা নাগাদ সল্টলেকের বাসিন্দা এক তরুণী বিধান নগর স্টেশন থেকে বাড়ি ফেরার উদ্যেশে অটোতে ওঠে ।এর পর সল্টলেকে ঢোকার পর বিভিন্ন রাস্তায় ঘোরাতে থাকে বলে অভিযোগ।এবং তাকে শ্লীলতাহানি করা হয়।রাস্তায় কোনো ভাবে অটো থেকে নেমে বাড়ি চলে যায়।পরিবারকে সব কথা জানবার পর গতকাল অটো নাম্বার দিয়ে বিধান নগর উত্তর থানায় অভিযোগ করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অটো চালক প্রলয় মল্লিককে গ্রেফতার করে।

Sunday, August 2, 2020

এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বাসন্তীতে, চলল গুলি


বাসন্তীঃ এলাকা দখলকে কেন্দ্র করে নতুন করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে নতুন করে উত্তেজনা ছড়াল দক্ষিন ২৪ পরগণার বাসন্তীতে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েত এলাকার পেটুয়াখালির শেখ পাড়ায়। ঘটনার জেরে গুলি চলে এলাকায়। দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের নাম মহৎ শেখ ও শারুখ শেখ। গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। ঘটনায় অভিযোগের তীর যুব তৃণমূল কর্মীদের দিকে।

সুন্দরবনে আবার বাঘের আক্রমনে মৃত্যু মৎস্যজীবীর



বাঘের হানায় প্রাণ গেল এক মৎসজীবী র। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের মরিচ ঝাঁপির জঙ্গলের কাছে। নিহতের নাম সুশান্ত মন্ডল। এদিন সকালে গোসাবার সাত জেলিয়ার বিধান কলোনি থেকে সঙ্গীদের সাথে মাছ কাঁকড়া ধরতে জঙ্গলে গিয়ে বাঘের হামলার মুখে পড়েন সুশান্ত। সঙ্গীরা বাঘের হাত থেকে তাকে প্রথমে উদ্ধার করতে পারে নি। পরে গ্রামে এসে তারা বিষয়টি জানালে গ্রামের মানুষজন সেই জঙ্গলে গিয়ে সুশান্তর মুণ্ডহীন দেহ উদ্ধার করে।

Saturday, August 1, 2020

রাম মন্দিরের ভূমি পূজায় পুরুলিয়া জেলার অযোধ্যা রামমন্দিরের মাটি পাঠালো বিজেপি



ভারতীয় জনতা পার্টির বাঘমুন্ডি বিধান সভার পক্ষথেকে অযোধ্যা পাহাড়ের রামমন্দির ۔ সীতাকুন্ডু ও লহরিয়া শিব মন্দিরের মাটি পাঠানো হলো রাম মন্দিরের ভূমি পূজায় |

বিজেপি জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো , বাঘমুন্ডি বিধান সভার বিজেপি কনভেনার জগদীশ কুমার ও কার্যকরতা রাকেশ মাহাতো জানান আজ আমাদের সোভাগ্য যে এখান কার মাটি যাচ্ছে কারণ পুরানা শাস্ত্রেও এই অযোধ্যার উলেখ্য রয়েছে এখানেও রামমন্দির ও সীতাকুন্ড আছে তাই আজ আমরা এখানকারও মাটি পাঠাচ্ছি রাম মন্দির ভূমি পূজায় |


যদিও আমরা লকডাউনের জন্য অনেকের যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছিনা |
এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা ও স্থানীয় বিজেপি কার্যকরতা গন |

Tuesday, July 28, 2020

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য শাসনে

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা র শাসন ব্যানার্জি পাড়ায়। ওই পাড়ার এক হোমিওপ্যাথিক চিকিৎসক গণেশ সাহা র  চেম্বারে র ঠিক সামনেই আজ সকালে এক ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ।

সাথে সাথে তারা বারইপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পরিচয় জানার চেষ্টা করে। অল্পক্ষণের মধ্যেই যেহেতু শনাক্ত করে মৃতের এক নিকট আত্মীয়। জানা যায় মৃতের নাম সিরাজ খা, বাড়ি লক্ষীকান্তপুর এ। তবে সিরাজ গ্রামে গ্রামে ফেরি করে বেড়াতো, থাকতো ঝিনকির হাটে তার শ্বশুরবাড়িতে। অন্যান্য দিনের মতো গতকালও সে ফেরি করতে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেনি বলে জানায় তাঁর ভায়রাভাই বাবলু শেখ।তবে যেহেতু মৃতের মাথায় আঘাতের চিহ্ন  আছে এবং পাশে একটি চেলা কাঠ পড়েছিল, তাই বাবলু সেখের দাবি তার ভায়রা ভাইকে কেউ খুন করে ওখানে ফেলে দিয়েছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

সোনারপুরে আন্তর্জাতিক বাইক পাচার চক্রের হদিস।



আন্তর্জাতিক বাইক পাচার চক্রের হদিস। ঘটনায় তিনজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের সাথে বাংলাদেশী পাচার চক্রের যোগ রয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। সোনারপুরে একটি বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে মইদুল লস্কর, আনারুল মোল্লা, সহিদুল সর্দার নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে জানা গিয়েছে আনারুল দক্ষিন চব্বিশ পরগনা জুড়ে বিভিন্ন জায়গায় বাইক চুরির কাজ করত। বাইক চুরি করে মহিদুলের মাধ্যমে চোরাই বাইক বাংলাদেশে পাচার করত বলে জা ও গিয়েছে। সারা রাজ্য জুড়েই এদের নেটওয়ার্ক আছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।

Saturday, July 25, 2020

আমগাছ থেকে ধরা পড়ল ১০ ফুটের পাইথন



নিউ আলিপুরদুয়ারের কাছে ১৬ নম্বর ওয়ার্ডে একটি আমগাছ থেকে ধরা পড়ল ১০ ফুটের বার্মিজ পাইথন।এই পাইথন টিকে দেখতে লকডাউন কে উপেক্ষা করে বহু মানুষ ভীড় জমাতে থাকে।পাইথন টি স্থানীয় এক আইনজীবীর আমগাছে উঠে পড়ে।আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের কর্মকর্তারা গিয়ে পাইথন টিকে বস্তা বন্দী করেন।পরে এটি বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

Wednesday, July 22, 2020

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে উল্টে গেল রেশনের গম বোঝাই ট্রাক।

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে উল্টে গেল রেশনের গম বোঝাই ট্রাক। 
বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন লরির চালক।দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের
চক্ষণজাদী গ্রামে। বুধবার  এলাকার লোকজন পুকুরের জলে নেমে ২১০ বস্তা গম পাড়ে তোলে । ক্রেন দিয়ে পুকুর থেকে তোলা হয় লরিটি । 


মঙ্গলবার সন্ধ্যায় চক্ষণজাদী গ্রামের রাস্তা দিয়ে  যাচ্ছিল গম বোঝাই লরিটি ।রেশন ডিলারের গোডাউনে পৌঁছানোর খানিক আগেই চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি উল্টে গিয়ে পড়ে রাস্তার ধারে পুকুরে।স্থানীয়  বাসিন্দা শ্যামল মাঝি বলেন ,গম বোঝাই লরিটি যাচ্ছিল এলাকার রেশন ডিলার নবকুমার দাসের গোডাউনে।চালক বৃষ্টি উপেক্ষা করে গ্রামের সরু ঢালাই রাস্তাদিয়ে  যাবার সময়েই এই বিপত্তি ঘটে। লরি চালক সুকান্ত দে জানিয়েছেন, বর্ধমানের আলমগঞ্জে ডিস্ট্রিবিউটারের গোডাউন থেকে ২১০ বস্তা রেশনের গম লরিতে লোড করে চক্ষণজাদির রেশন  ডিলারের কাছে যাচ্ছিলেন।পথে ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যায় । রাস্তার  ধারের মাটি ধসে যাওয়ায় তিনি লরির নিয়ন্ত্রণ রাখতে পারেন নি । 
ডিলার শুভেন্দু দাস বলেন , দুর্ঘটনার সবিস্তার তিনি ব্লক খাদ্য আধিকারিককে জানিয়েছেন ।

এক বাংলাদেশী জলদস্যু কে গ্রেফতার করে নকল আধার কার্ড তৈরীর মেশিন সহ দুজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ

গতকাল বাংলাদেশী জলদস্যু আশারফ সর্দারকে গ্রেফতার করে আরও বড় সাফল্য পেল সোনারপুর থানার পুলিশ। আশারফকে ভুয়ো আঁধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড তৈরি করে দেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতরা হল মুজিবর লস্কর ও কুমারেশ মহাজন। মুজিবর চাকলা কুস্তিয়ার বাসিন্দা অন্যদিকে কুমারেশের বাড়ি চম্পাহাটি এলাকায়। তল্লাশি চালিয়ে এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ টি মনিটর, ২টি সিপিইউ, ২টি প্রিন্টার, বায়োমেট্রিক মেশিন।  


এরা আধার কার্ড বানাতো।এদের সাথে আর কেউ জড়িত আছে কিনা বা কোনও চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সোনারপুরের প্রসাদপুর এলাকায় মুজিবরের একটা সাইবার ক্যাফে আছে। সেখানেই কুমারেশ এই চক্র চালাত। এর আগে এইভাবে বহুজনের তারা ভুয়ো ডকুমেন্ট তৈরি করেছে বলে জানতে পেরেছে পুলিশ।

Saturday, July 18, 2020

বাঘের আক্রমনে মৃত এক মৎস্য জীবি



বাঘের আক্রমণে আজ মৃত ৫নং কৈখালীর বাসিন্দা প্রফুল্ল সরদার। গত বৃহস্পতিবার কুলতলি র কৈখালী থেকে তিনজনের একটি দল সুন্দরবনের "দো-বাঁকি "জঙ্গল সংলগ্ন খাঁড়িতে কাঁকড়া ধরতে যায়| আজ সকালের জোয়ারের সময় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে একজনকে জঙ্গলে টেনে নিয়ে যায়|খবর পেয়েএলাকার লোকজন জঙ্গলে গিয়ে ঐ মৎস্য জিবির মুণ্ডহীন দেহ উদ্ধার করে। মৃত মৎস্যজীবি  প্রফুল্ল সরদারের  মাথা ও ডান হাতের কোন সন্ধান পায় নি তার বাড়ীর লোক।এই ঘটনায় কৈখালী এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চাষীদের হাতে কৃষি সামগ্রী তুলে দিলেন গোপাল মাঝি



মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় ও সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী শ্রী মন্টুরাম পাখিরার সহযোগিতায় শনিবার সকালে বাইস হাটা অঞ্চলের প্রিয়র মোড়ে ঐ অঞ্চলের অগ্রাধিকার ভিত্তিক চাষীদের হাতে  ১৮ টি ধানঝাড়া মেশিন, ১২ টি টুলু পাম্প ও ৯৮ বস্তা NPK রাসায়নিক সার তুলে দেওয়া হয়| চাষীদের হাতে সামগ্রী গুলি তুলে দেন জেলা পরিকল্পনা ও সুন্দরবন উন্নয়ন পর্ষদের সদস্য গোপাল মাঝি| উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নূরহোসেন গাজী, মোশারফ মোল্লা, হাসেম মোল্লা, খালেক সিপাই সহ বিশিষ্ট জনেরা|

বর্ধমানে দু নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২

ফের ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে।একটি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি চারচাকা গাড়ি উপর।মর্মান্তিক দুর্ঘটনায় গাড়ির চালক ও এক আরোহীর মৃত্যু হয় দুর্ঘটনাস্থলে।শনিবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটে ২ নম্বর জাতীয় সড়কের গলসিতে।  এদিন গলসির খানো ও বড়মুড়িয়ার মাঝমাঝি জায়গায় বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার পথে  একটি ১৪ চাকা গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা  গাড়িকে চাপা দেয়।ট্যাঙ্কারের নিচে চাপা পরে দুমড়ে মুচড়ে  যায় চারচাকা গাড়িটি। ট্যঙ্কারের নিচে চাপা পড়ে গাড়ির ভিতরেই মৃত্যু হয় চালক ও এক আরোহীর। 


এদিনের দুর্ঘটনা ফের বছর তিনেক আগের এক ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি মনে করিয়ে দিল।২ জাতীয় সড়কের বর্ধমানের রথতলার কাছে গরম পিচ ভর্তি একটি ট্যাঙ্কার বেসামাল হয়ে উল্টে যায় একটি চারচাকার উপর।দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়।
 ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গলসি থানার পুলিশ  হাইড্রাক্রেন দিয়ে গ্যাস ট্যাঙ্কারের নীচে চাপা পড়ে যাওয়া গাড়িটি বের করে। উদ্ধার হয় করা হয় দুটি মৃতদেহ।দু্র্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে জাতীয় সড়ক। ঘন্টাখানেক পর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।মৃতদের নাম বা পরিচয় জানা যায় নি।দুটি গাড়িই দুর্গাপুরমুখী ছিল।

২ মাদক পাচারকারী সহ পুলিশের জালে দুই সশস্ত্র ডাকাত

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ডাকাতকে গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ। শনিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাটের পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বাড়ুই এর নির্দেশে ও বসিরহাট থানার আইসি প্রেমাশীষ চট্টরাজের নেতৃত্বে পুলিশ হানা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের ঢ‍্যামঢেমিয়া থেকে ওই দুই ডাকাতকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একটি গুলিভর্তি বন্দুক, লোহার রড, ভোজালি আটক করেছে পুলিশ। 


 পাশাপাশি ১০লিটার তরল মাদক কোডেইন মিক্চার সহ দুই মাদক পাচারকারীকেও গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। অন‍্যদিকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় ২ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করলো পুলিশ। ২ মাদক পাচারকারীকে বারাসাত জেলা আদালতে তোলা হবে। ও বাকি ৪ ধৃতকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

Friday, July 17, 2020

আবার ও জেলায় নাম উজ্জ্বল করলো দক্ষিণ বারাশত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়




আবার ও জেলায় ভালো ফল দক্ষিণ বারাশত শিবদাস আচার্য্য উচ্চ বিদ্যালয়ে।গত বুধবার এই বিদ্যালয়ের ছাত্র সৌম্য দীপ সরদার ৬৮৫ নং পেয়ে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছিল,এবার  উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঐ স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী বিপাশা চক্রবর্তী ৪৯৩ নং পেয়ে আবার ও দক্ষিণ বারাশত উচ্চ বিদ্যালয়ের নাম  জেলার শীর্ষে নিয়ে গেল।

বিধাননগরে কনটেইনমেন্ট জোন গুলি পরিদর্শন করলেন নতুন পুলিশ কমিশনার মুকেশ কুমার




বিধান নগর পুলিশ কমিশনারেট এর নতুন পুলিশ কমিশনার মুকেশ কুমার  শুক্রবার এলাকার কনটেইনমেন্ট জোন ঘুরে দেখলেন,এদিন বিধান নগর কমিশনারেট এর পনেরোটা কনটেইনমেন্ট জোন ঘুরে তিনি জানান , কন্টাইন্মেন্ট  জোনে  যে নিয়ম গুলো আছে সেগুলি ঠিক ঠাক মানা  হচ্ছে কিনা আমরা দেখছি যারা এখানে আছে তাদের কোন সমস্যা হচ্ছে কিনা সেগুলি ও দেখছি এছাড়া আজ আমরা প্রত্যেকটা থানা এলাকায় যারা মাক্স পড়ছে না তাদের হাতে মাক্স তুলে দিচ্ছি এবং তাদেরকে করোনা সংক্রমণের ব্যাপারে সচেতন করছি  পরবর্তী সময়ে  যারা মাস্ক পরছেনা তাদের বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Thursday, July 16, 2020

বাঁশের ব্যারিকেডে থমকে গেল বি জে পি র মিছিল,পৌঁছতে পারলোনা এস পি অফিস পর্য্যন্ত

 পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে মাঝরাস্তাতে বসে পড়তে হল বিজেপি কর্মি ও সমর্থকদের।পুলিশ আগেই বাঁশের ব্যারিকেড করে রেখেছিল।


 ফলে ব্যারিকেড ভেঙ্গে এগোতে পারেনি বিজেপি কর্মিরা।শেষে বাধ্য হয়ে রাস্তায় বসে পড়েন বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সহ নেতা কর্মিরা।বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন,হেমতাবাদের বিজেপি বিধায়ক কে খুন করে  ঝুলিয়ে দেওয়া হয়েছিল।রাজ্যে পুলিশের প্রতি আমাদের কোন ভরসা নেই। এই ঘটনাটি সিবি আই কে দিয়ে তদন্তের দাবি করেছেন তিনি।তিনি আর ও বলেন,তিন দিন ধরে আমাদের আন্দোলন চলছে।আজ পুলিশ সুপারের অফিসের সামনে প্রতীকি বিক্ষোভ করার কথা ছিল।কিন্তু পুলিশ আমাদের এগোতে দেয়নি।করোনা পরিস্থিতিতে আমরা কম লোক এসেছিলাম।কিন্তু আমাদের আটকে দেওয়া হল।তার অঅভিযোগ পুলিশ তৃনমুল কংগ্রেসের দলদাসে পরিনত হয়েছে।এই রাজ্যের পুলিশের উপর আমাদের ভরসা নেই।

ত্রানে দুর্নীতির অভিযোগ তুলে ব্লক কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালো ভাঙরের আমফান ক্ষতিগ্রস্ত রা




 আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্থরা টাকা পাচ্ছে না। দেখে দেখে তৃণমূলের কর্মীদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বলে দাবি। সেই দাবি তুলে ব্লকের কর্মীদেরকে ঘিরে বিক্ষোভ দেখাল। ভাঙড়ের কাশিপুর থানার মিদদে পাড়া এলাকার ঘটনা। 



 প্রশাসন সূত্রে খবর ধাপে ধাপে আমফানের ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়া হচ্ছে। প্রথম ধাপে টাকা পাওয়ার পর দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্তদের নাম জানানোর জন্য এলাকায় গিয়েছিলেন ভাঙড় 2 নম্বর ব্লকের প্রতিনিধিরা। দ্বিতীয় ধাপে ও তৃণমূল কর্মীদেরকে টাকা দেয়া হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। তাই জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে এদিন ব্লকের কর্মীদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। যে সমস্ত ব্লকের কর্মীরা এলাকায় এসেছিল তাদের কাগজপত্র কেড়ে নেয়া হয় বলে দাবি। পরে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 



গ্রামবাসীদের দাবি এই সমস্ত এলাকায় যারা তৃণমূলের কর্মী বা যাদের পাকা বাড়ি আছে তাদেরকেই দেখে দেখে আমফানের টাকা দেওয়া হচ্ছে। কিন্তু যারা প্রকৃত প্রাপ্য তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না। তাই তারা বিক্ষোভ দেখায়। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনি জানান ভাঙড় 2 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করে প্রকৃত ক্ষতিগ্রস্তদেরকে টাকা দেয়া হচ্ছে। এখানে তৃণমূল বা জমি কমিটির কোন ব্যাপার না। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আরাবুল বাবু। এদিকে ব্লক প্রশাসন সূত্রে খবর যদি টাকা পাওয়া নিয়ে কোন রকম সমস্যা হয় তাহলে ব্লক এসে জমি কমিটিকে আলোচনায় বসার কথা জানানো হয়েছে।

Tuesday, July 14, 2020

বহরমপুরে ৩৪ নং জাতীয় সড়কে গ্যাস আতঙ্ক

গ্যাসের গাড়ি লিক হয়ে যাওয়ায় চাঞ্চল্য ৩৪ নম্বর জাতীয় সড়কে।


বহরমপুর গির্জার মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর হঠাৎই  হিন্দুস্থান পেট্রোলিয়ামের একটি গ্যাসের কন্টেনার লিক হয়ে যাওয়ায় ঘটে বিপত্তি।এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।মুহুর্তের মধ্যে এলাকা ফাঁকা  করে দেওয়া হয়।দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Saturday, July 11, 2020

করোনা আক্রান্ত বিগ বি




করোনা আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি তিনি। টুইট করে একথা নিজেই জানিয়েছেন তিনি ।তার পরিবারের সকলের ও করো না পরীক্ষা করা হচ্ছে ।যদিও তাদের পরীক্ষার রিপোর্ট এখনো হাতে আসেনি ।ভারতীয় সিনেমার এই কিংবদন্তি জানিয়েছেন যারা বিগত ১০ দিনে আমার সংস্পর্শে এসেছিলেন তারা দয়া করে করোনা পরীক্ষা করে নিন ।সবাইকে সুস্থ থাকার প্রার্থনা ও জানিয়েছেন তিনি।

ভগবত পুরে জঙ্গল থেকে লোকালয়ে হরিণ

জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের ভগবতপুরে।স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে ভাগবতপুর কুমির প্রকল্প পাশের জঙ্গল থেকে হরিণের একটি দল  কুমির প্রকল্পের পাশে মিষ্টি জলের পুকুরে জল খাবার জন্য আসে,ঠিক তখনি এলাকার কয়েকটি কুকুর তাদের তাড়া করলে একটি হরিণ গ্রামের মধ্যে ঢুকে পড়ে এবং নরম মাটিতে পা পিছলে  পুকুরের মধ্যে পড়ে যায় ।


 কুকুরগুলো তার পিছু নিয়ে সেখানে গিয়ে হরিণটিকে আঁচড়ে কামড়ে দেয়।একসাথে অনেক কুকুরের চিৎকারে ভাগবতপুর কুমির প্রকল্পের বনকর্মীরা এবং গ্রামের লোকজন দৌড়ে আসে।তারা দেখে গ্রামেরই একটা পুকুরে হরিণকে ঘিরে অনেকগুলি কুকুর চিৎকার করছে।সাথে সাথে বনকর্মীরা হরিণটিকে উদ্ধার করে পাথর প্রতিমা ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানকার পশু চিকিৎসকরা হরিণ টির চিকিৎসা শুরু করেন তবে চিকিৎসকরা জানান , হরিণটি  গর্ভবতী, পরবর্তীকালে হরিণের ক্ষতস্থানে ওষুধ দিয়ে  হরিণটিকে সুস্থ করার চেষ্টা করে চিকিৎসকরা। বনকর্মীরা জানান, সুস্থ্য হলেই হরিণটি কে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

বাবা ও পালিত মেয়ে র রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য সুভাষ গ্রামে , পলাতক জামাই

সুভাসগ্রামের সুকান্ত সরণী এলাকায়  (পালিত)মেয়ে ও বাবার দেহ উদ্ধার। পলাতক জামাই। মৃতদের নাম বাসুদেব গাঙ্গুলি ও সুনীতা পন্ডিত। আজ সকালে এলাকার বাসিন্দারা বিষয়টি সোনারপুর থানাকে জানালে পুলিশ এসে দুজনের দেহ উদ্ধার করে। 


বাসুদেব এর শরীরে একাধিক জায়গায় আঘাত ছিল ও তার যৌনাঙ্গ কাটা ছিল। মহিলার গলায় বিয়ারের বোতল ঢোকানো ছিল। স্বামী স্ত্রীর সম্পর্কে টানাপোড়েন ছিল। কি কারণে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে। বাবা ও মেয়ের মধ্যে কোনও অবৈধ সম্পর্ক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর থেকেই পলাতক জামাই রমেশ পন্ডিত। তার সন্ধানে তল্লাশি চলছে।

ক্রমাগত বৃষ্টিতে ভাসছে আলিপুরদুয়ার

গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১১৫ মিমি,হাসিমারাতে ১৮৬ মিমি বৃষ্টি হয়েছে।ভুটান পাহাড়ে চলছে অবিশ্রান্ত বর্ষন। পাশাপাশি সমতলেও  অবিশ্রান্ত বর্ষনে নদীর জল ফুলে ফেঁপে উঠেছে।কালজানি, তোর্সা সমস্ত নদীতেই জল বাড়ছে।আলিপুরদুয়ার পুর এলাকার বেশকিছু ওয়ার্ড ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে।


৮,৯,১৮ এবং ৫ নম্বর ওয়ার্ড ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে।৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীর অবস্থা শোচনীয়।ইতিমধ্যে ওই সব এলাকা পরিদর্শনে যান আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তি।তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন।বিদ্যাসাগর পল্লীতে বাঁধ না থাকায় প্রতিবছর ১০০ টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে।স্থানীয় মানুষজন ওই এলাকায় একটি বাঁধের দাবি করেছেন।আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তি বলেন,বৃষ্টিতে আলিপুরদুয়ার শহরে জল জমছে।তা খুব তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে।বিদ্যাসাগর পল্লীতে বাঁধ সম্ভব নয়।বোল্ডার বোরিং করে এলাকাটিতে ব্লক করা যেতে পারে।তারফলে জলমগ্ন হবে না এলাকা।
টানা বৃষ্টি চলছে।পুর এলাকায় কোথাও নামানো হয়েছে নৌকা।স্বাভাবিক ভাবেই অতিবর্ষনে বিপর্যস্ত পুর এলাকার বাসিন্দারা।অপরদিকে
কালচিনি ব্লকের পানা নদীর জল  প্রবল গতিতে  গ্ৰামে ঢুকতে শুরু করেছে । পানা নদীর জলে জলমগ্ন চুয়াপাড়া চা বাগানের বেশ কিছু এলাকা  । চুয়াপাড়া এয়ার ফিল্ড জলমগ্ন হয়ে পড়লো।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...