Search This Blog

Followers

Tuesday, June 30, 2020

ইসলামপুরে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যার স্বামীকে গুলি করে খুনের চেষ্টা

তৃনমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে গুলি করে হত্যার চেষ্টা দুস্কৃতীদের।  ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায়। গুরুতর জখম অবস্থায় পঞ্চায়েত সদস্যার স্বামী মহম্মদ ইফতেখার আহমেদকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের গুঞ্জরিয়া এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  তৃণমূল কংগ্রেস পরিচালিত গুঞ্জরিয়া গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা রুকিয়া বানুর স্বামী মহম্মদ ইফতেখার আহমেদ ওরফে মাস্টার গুঞ্জরিয়া বাজার এলাকা থেকে হেঁটেই বাড়ি ফিরছিলেন। পথে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুস্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।


 মহম্মদ ইফতেখার আহমেদের শরীরে দুটি গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জেলা তৃণমূল নেতা জাভেদ আখতার জানিয়েছেন পুলিশের উপর আমাদের আস্থা আছে। পুরো ঘটনার সঠিক তদন্ত করে দুস্কৃতীদের গ্রেফতার করবে ইসলামপুর থানার পুলিশ এই বিশ্বাস তৃণমূল কংগ্রেসের আছে বলে  জানান জেলা তৃণমূল নেতা জাভেদ আখতার।  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে দুস্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান।



স্থানীয় প্রশাসনের উদ্যোগে অবশেষে মন্দার মনিতে উদ্ধার হওয়া তিমিটির দেহ মাটি চাপা দেওয়া হল।

অবশেষে মন্দার মনি সমুদ্র সৈকতে উদ্ধার বিশালাকার তিমিটিকে মাটি চাপা দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন।গতকাল সকালে   মন্দারমনির সমুদ্র তটে ঐ মৃত টিমিটিকে দেখতে পায় মৎস্যজীবীরা।


সোমবার সারা দিন ধরে কৌতুহলী মানুষের ভিড় জমতে থাকে ঐ সমুদ্র সৈকতে।  প্রাথমিকভাবে তিমিটি সেয় হোয়েল প্রজাতির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিমি মাছটি মারা যাওয়ার জন্য শরীরের বিভিন্ন অংশে পচন এসেছে।  তাই  অবশেষে বিশেষ কেমিক্যাল দিয়েই বালিয়াড়িতে গর্ত খুড়ে পুতে দেওয়া হয় টিমীটিকে। আর এই ঘটনা প্রত্যক্ষ করতে সমুদ্র সৈকতে ভির জমাতে থাকে এলাকার মানুষ থেকে পর্যটকরা।

গাজোলে কুমির আতঙ্ক,বিশেষ নজরদারি বনকর্মীদের

মালদার গাজোলে কুমির আতঙ্ক। মহানন্দা নদীতে কুমির এসেছে বলে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। যদিও বনদপ্তর এর দাবি মহানন্দা নদীতে দেখা মিলেছে ঘড়িয়ালের।


                              গত দুদিন ধরে মালদা মহানন্দা তীরবর্তী গাজোল এবং রতুয়া ২ নম্বর ব্লকে বেশ কিছু গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে মহানন্দা নদীতে কুমির এসেছে। এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। গতকাল সেই  কুমিরের দেখা মেলে গাজলের কুতুবপুর এলাকায়। যদিও বনদপ্তর সূত্রে খবর, এই জলজ প্রাণী টি  ঘড়িয়াল শ্রেণীর কুমির। সাধারণত গঙ্গা নদীতে ঘড়িয়াল দেখা যায়। বছর দুয়েক আগে মহানন্দা নদীতে বেশ কয়েকটি ঘড়িয়াল দেখা গেছিল। এ বছরে আবার জল বেড়ে যাওয়ায় মহানন্দা নদীতে ঘড়িয়াল ঢুকে পড়েছে। জেলা পরিষদের সভাধিপতি জানিয়েছেন ঐ কুমিরের যাতে কোনভাবে ক্ষতি না হয় এবং সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয়ে পড়েন তার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Monday, June 29, 2020

পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অধীরের অভিনব মিছিল

পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের।


 পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার দলীয় কর্মীদের নিয়ে রাস্তায় নামলেন অধীর চৌধুরী। বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর ডাকে মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হয় অভিনব প্রতিবাদ মিছিল। পাশাপাশি বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে অধীর চৌধুরীর নেতৃত্বে এই মিছিল বের হয়। গোটা বহরমপুর শহর এই মিছিল পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। এদিন মিছিলের সামনে মোটর বাইক কাঁধে নিয়ে শহর পরিক্রমা করে কংগ্রেস নেতৃত্ব।


সমুদ্রতটে বিশাল তিমির দেহ ঘিরে চাঞ্চল্য মন্দারমনিতে

বিশালাকার তিমি র মৃতদেহ কে ঘিরে চাঞ্চল্য মন্দারমনি সমূদ্র তটে। সোমবার সকালে তিমি'টি দেখতে পায় এলাকার  মৎস্য জিবিরা  ।বেলা বাড়ার সাথে সাথে জমতে থাকে কৌতুহলী মানুষের ভিড়। প্রাথমিক ভাবে তিমিটিকে সেয় হোয়াল প্রজাতির বলেই মনে করছেন মৎস্যজীবিরা।


খবর দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। এই মাছটিকে কি সংরক্ষণ করা হবে নাকি  সমূদ্রের পাড়েই বালি খুঁড়ে চাপা দেওয়া হবে তা নিয়ে ধন্দ্বে মৎস্যজীবীরা। তবে, এর আগে ২০১২ সালের ১০ ই ডিসেম্বর দিঘা মোহনা থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল সমূদ্রের গভীর থেকে মৃত অবস্থায় ৪৫ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া এবং ১৮ টন ওজনের একটি  তিমি মৎস্যজীবিরা উদ্ধার করেছিল।পরে সেটিকে টেনে দিঘা মোহনায় এনে তোলা হয়। প্রশান্ত মহাসাগরের গভীরে থাকা এই সেয় হোয়াল তিমিটি কিন্তু সাধারণ ভাবে প্রশান্ত মহাসাগরের গভীরে বসবাস করে বলে মৎস্য বিশেষজ্ঞ রা জানান। তবে কোনওভাবে খাওয়ারের সন্ধানে ঘুরতে ঘুরতে সেটি বঙ্গোপসাগরে চলে আসে। এরপর কোনও জাহাজের ধাক্কায় মাছটির মৃত্যু হতে পারে বলে অনুমান করেছিলেন  তারা। এবং সেটি মৎস্যজীবিদের জালে এসে আটকে পড়লে মৃত টিমিটিকে মোহনায় তুলেছিল মৎস্যজীবীরা।কিন্তু এবারের তিমিটি কিভাবে সমুদ্র তটে এলো তা খতিয়ে দেখছে প্রশাসন। তবে ২০১২ সালের তিমিটির ব্যাপারে মেরিন অ্যাকোরিয়াম এন্ড রিজিওনাল রিসার্চ সেন্টারের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তৎকালীন অফিসার-ইন-চার্জ তথা গবেষক অনিল মহাপাত্র জানিয়েছিলেন, সেয় হোয়াল প্রজাতির এই তিমি মাছ অত্যন্ত বিরল। তিনি আরো জানিয়েছিলেন,প্রায় ১ লক্ষ টাকা ব্যায়ে সেই মৃত তিমির শরীরের উপরে জীবানু নাশক ও বিশেষ কেমিক্যালের  প্রলেপ লাগানোর পর সেটিকে  দিঘা মেরিন অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছে দর্শকদের জন্য।তবে এই তিমিটিকে কি করা হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি।

Sunday, June 28, 2020

বীমার সুবিধা পেতে চুরির নাটক করে পার পেলনা ব্যবসায়ী

ব্যাক্তিগত দেনা এবং নিজের মোবাইল দোকানে র বীমার সুবিধার জন্য মিথ্যা চুরির অভিযোগে ব মাল সহ গ্রেফতার এক ব্যবসায়ী।জিবন তলা থানার অন্তর্গত "আলী মোবাইল" নামে  একটি মোবাইল দোকানের মালিক , মিয়ারঘেরী এলাকার বাসিন্দা মহম্মদ নুর আহমেদ মোল্লা গত ২৫ শে জুন জিবন তলা থানায় অভিযোগ করে যে,২৪ তারিখ গভীর রাতে তার দোকান থেকে নগদ ১০ লক্ষ টাকা এবং ৩০ টি মূল্যবান মোবাইল চুরি হয়ে গিয়েছে। 


 ঐ ব্যবসায়ীর অভিযোগের গুরুত্ব দিয়ে জিবন তলা থানার পুলিশ,বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং এস ডি পি ও ক্যানিং,ও-  সি ,আই-  ক্যানিং একত্রিত হয়ে ঘটনা র তদন্তে নামে।টানা দুদিন তদন্তের পর পুলিশ নিশ্চিত হয় ,অভিযোগকারী "আলী মোবাইল" দোকানের মালিক মিয়ারঘেরি এলাকার বাসিন্দা মহম্মদ নুর আহমেদ মোল্লা ,বেসরকারি অর্থলগ্নি সংস্থা থেকে অনেক টাকা লোন নিয়েছিলেন ।পুলিশ আরো জানতে পারে অভিযোগকারী মিথ্যা ভাবে বীমার সুবিধা নেওয়ার জন্য ৭ টি মূল্যবান মোবাইল ফোন এবং নগদ ৭০ হাজার টাকা লুকিয়ে রেখেছিলেন।জেরার মুখে নুর আহমেদ স্বীকার করে যে তার বেসরকারি অর্থলগ্নি সংস্থার পাশাপাশি এলাকার মানুষের কাছে ও প্রচুর টাকা দেনা করে ফেলেছেন।তাই তাদের কাছ থেকে মুক্তি পেতে তিনি এই চুরির গল্প ফেঁদেছেন। জেরায় তার বক্তব্যে গুরুত্ব দিয়ে পুলিশ তার দোকান তল্লাশি করে লুকিয়ে রাখা মূল্যবান মোবাইল গুলি এবং নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করেছে।ধৃত নুর আহমেদ মোল্লাকে গ্রেফতার করে আলিপুর আদালতে পাঠানো হয়।

Saturday, June 27, 2020

পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়ি নিয়ে মিছিল জাতীয় কংগ্রেসের

কেন্দ্রীয় সরকারের লাগামহীন  পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে  কাঁকসার রাজবাঁধ চৌমাথা মোড় থেকে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। শনিবার সকালে মিছিল শেষে ভারত পেট্রোলিয়ামের সামনে বিক্ষোভ সভা করেন কংগ্রেস কর্মীরা। এদিন কংগ্রেস কর্মীরা গরুর গাড়ি নিয়ে রাস্তায় নেমে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করেন। 



 তারা জানিয়েছেন যেভাবে নিত্যদিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হয়ে চলেছে তাতে যাতায়াতের জন্য গরুর গাড়ি র উপর নির্ভর করতে হবে মানুষকে।এদিন মিছিলে যোগ দেন কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী,অপূর্ব  ব্যানার্জী, অশোক সাসমল,জয় গোপাল দে সহ অন্যান্যরা।

মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গেল দুই কিশোর

মাছ ধরতে গিয়ে জলে ডুবে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে  গোয়ালপোখর থানার গেন্দাবাড়ি গ্রামে। এলাকায় শোকের ছায়া। 


জানা গিয়েছে, এদিন সকালে গেন্দাবাড়ি গ্রামের পাঁচ কিশোর  এলাকার একটি জলাশয়ে মাছ ধরতে আসে। মাছ ধরার জন্য তারা জলে নামলে  তাদের চার কিশোর জলে তলিয়ে যায়। দুই কিশোর জলে নিখোঁজ হয়ে যায়। গ্রামবাসিরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় তাদের খোঁজাখুঁজি শুরু করে। জলে জাল ফেলে তাদের খোঁজ শুরু হয়। দীর্ঘ চার ঘন্টা পর মাছ ধরা জালেই দুই কিশোরকে উদ্ধার করে লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ। মৃত কিশোরদের নাম আসফাক এবং নাহিদ। মৃতদেহ দুটো ময়নাতদন্তের জন্য ইসলামপুরে মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ডুয়ার্সের পর্যটন মানচিত্রে নতুন পালক যোগ হতে চলেছে

আলিপুরদুয়ার জেলার  দক্ষিন খয়েরবাড়ি চিতা বাঘ  পুনর্বাসন কেন্দ্র কে মিনি জু  তে রূপান্তরিত করতে চলেছে রাজ্য বনদফতর ۔। অনেকটা শিলিগুড়ির বেঙ্গল সাফারির  আদলে তৈরী হতে চলেছে এই মিনি জু ۔।  জু অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদন ইতিমধ্যেই  হাতে এসেছে রাজ্য সরকারের কাছে। 


۔ মোট তিনটি ধাপে আগামী তিন বছরের মধ্যে  সম্পূর্ণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ۔প্রাথমিক ভাবে ৪২  কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার ۔ এই প্রকল্প নিঃসন্দেহে প্রাণ সঞ্চার করবে ডুয়ার্সের পর্যটনে। এদিন দক্ষিন খয়েরবাড়িতে এক সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জী।


তিনি নাগরাকাটাতে একটি অনুষ্ঠানের পর দক্ষিন খয়েরবাড়ি আসেন।বনমন্ত্রী রাজীব ব্যানার্জী বলেন,দক্ষিন খয়েরবাড়ি একটি ভালো লেপার্ড রেসকিউ সেন্টার ছিল।যাতে পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দু করা যায় তার জন্য চিন্তাভাবনা হচ্ছে।ডুয়ার্সে বহু পর্যটক আসেন।ডুয়ার্স নিয়ে মুখ্যমন্ত্রীর ও প্রয়াস রয়েছে।জু অথরিটি অনুমোদন দিয়েছে।দক্ষিন খয়েরবাড়ি তে মিনি জু করা হবে।সেজন্যে জু অথরিটি অনুমোদন দিয়েছে।এখানে বাঘ,চিতাবাঘ,হরিন,বন্য কুকুর ইত্যাদি থাকবে। অন্য প্রজাতির জীবজন্তু ও থাকবে।কুমির, গন্ডার ও রাখার জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে।অনুমোদন পেলে তা হবে।এখানকার ২৭ হেক্টর বিস্তৃত জায়গায় এ সব পরিকল্পনা রয়েছে।পর্যটক দের আকর্ষন যাতে করা যায় সে ব্যাপারে দেখা হচ্ছে।দক্ষিন খয়েরবাড়িতে লেপার্ড সাফারী ছিল।ব্যাটারী চালিত গাড়ি।বেঙল সাফারীর মত যাতে করা যায় সে জন্য চিন্তাভাবনা রয়েছে।
অন্য একটি প্রশ্নের উত্তরে বনমন্ত্রী রাজীব বাবু জানান,এখানে সিংহ ছাড়ার জন্য অনুমতি নিতে হবে।বাইরে থেকে আনতে হবে।একটা প্রস্তাব দেওয়া হবে।মোট ৪২ কোটি টাকা বরাদ্ধ হয়েছে।দক্ষিন খয়েরবাড়িকে ঢেলে সাজানোর জন্য।পর্যটক টানতে সৌন্দ্যায়ন বাড়ানো হবে।পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এটি জু হলে।তিন টি ধাপে তিন বছরে কাজটি শেষ হবে।

ভোর রাতে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে ঢুকে পরে দোকানে

সিমেন্ট বোঝাই দশচাকা লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো দোকানঘরে।দোকান ঘরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ও দোকানের সার্টার  ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। কাক ভোরের দুর্ঘটনায় চালক ও খালাসী আহত হয়েছে। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের সদরঘাট রোডের শাঁকারীপুকুরে।দুর্ঘটনার পর লরির মধ্যেই আটকে পড়ে চালক।দমকল ও স্থানীয় বাসিন্দারা গ্যাসকাটার দিয়ে লরির কেবিনের অংশ কেটে চালককে উদ্ধার করে।  


স্থানীয়দের অনুমান চালক ঘুমিয়ে পড়েছিল।আর সেই কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দোকানঘরে ঢুকে যায়।লরির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ফলে ভোর থেকে গোটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।সিমেন্ট বোঝাই লরিটি জাতীয় সড়কের তেলিপুকুর মোড় থেকে বর্ধমান শহরের ভিতরে ঢোকার মুখে দুর্ঘটনা ঘটে।

Friday, June 26, 2020

প্রবল বর্ষনে প্লাবিত ইসলামপুরের বেশ কিছু এলাকা

একটানা প্রবল বর্ষনে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার বেশ কিছু এলাকা। জলবন্দী হয়ে পড়েছেন জেলার চাকুলিয়া ব্লকের কয়েক হাজার বাসিন্দা। বন্যার আশঙ্কায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। যদিও নদীর জল বেড়ে যাওয়া ও কিছু এলাকা জলমগ্ন হওয়ার বিষয়টি নজরে রেখেছে প্রশাসন।  দুর্গত এলাকাগুলিতে ত্রান সামগ্রী বিতরণের জন্য পঞ্চায়েতগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। 


টানা কদিন ধরে অতি বৃষ্টিপাতের কারনে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার গোয়ালপোখর ও চাকুলিয়া ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে গোয়ালপোখর ব্লকের সাহাপুর, বিপ্রীত, গোয়াগাঁও এবং চাকুলিয়া ব্লকের জনতাহাট, শকুন্তলা সহ বেশকিছু নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় জলবন্দি হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা। গ্রামের বাড়িঘরে জল ঢুকে পড়েছে। জলে ডুবে গিয়েছে ক্ষেতের ফসলও। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একটানা অতিবৃষ্টির কারনেই নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। ব্লক প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতগুলিকে দুর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রান সামগ্রী বিতরণের নির্দেশ দিয়েছে  জেলা প্রশাসন।  এদিকে একটানা প্রবল বর্ষনের জেরে জেলার নদীগুলির জলও অনেকটাই বেড়ে গিয়েছে। পর্যাপ্ত ত্রান সামগ্রী  মজুতসহ সবরকম ব্যাবস্থা গ্রহনের জন্য প্রস্তুতী রাখা হয়েছে বলে জানিয়েছে ইসলামপুর মহকুমা প্রশাসন।

বিমান বন্দরে কিরগিস্তান থেকে ফেরা ডাক্তারি ছাত্রদের সাথে পুলিশের বচসা

কিরগিস্তানে আটকে পড়া ডাক্তারি পড়ুয়ারা গতকাল রাতে কলকাতা বিমানবন্দরে নামার পর হোটেল কোয়ারইন্টিনে যাওয়া নিয়ে বচসা শুরু করে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ এর সাথে। 


প্রায় চার ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর 
অবশেষে পড়ুয়ারা যে যার বাড়িতে ফিরে যায়।  বিমানে ফেরা ১৫১ জন পড়ুয়ার কেউই হোটেল কোয়ারেন্টিনে না গিয়ে হোম কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন। রাত ১টা নাগাদ সকল পড়ুয়াই প্রায়  জোর করে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে নিজেদের বাড়িতে চলে যায়।


লক ডাউন পিরিয়ডে স্কুল ফি মুকুবের দাবীতে অভিবাবকদের বিক্ষোভ " ডি পি এস " এ

নো স্কুল, নো ফি ,- এই দাবিতে ডি.পি.এস. মেগাসিটি স্কুলের গেটের সামনে অভিভাবকদের বিক্ষোভ।


শুক্রবার সকাল ১১ টায় রাজারহাট থানা এলাকার মোহাম্মদপুরে ডিপিএস মেগাসিটি স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা। তাদের দাবি করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ, অনলাইনে ক্লাস চলছে। এইভাবে অনলাইনে বাচ্চারা ঠিকমত পড়াশোনা করতে পাচ্ছে না।
অভিযোগ, অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করলে  সেই বিক্ষোভ আটকাতে স্কুল কর্তৃপক্ষ স্কুলে কর্মরত মহিলাদের কে স্কুলের বাইরে পাঠায়। এরপর অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বচসা শুরু হয়। বেশ কিছুক্ষণ পরে অভিভাবকরা বিক্ষোভ তুলে নেয়।

Thursday, June 25, 2020

৮ ফুট "নাজা নাজা"প্রজাতির কেউটে সাপ উদ্ধার মুকুন্দপুর থেকে

জয়নগর থানার দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রাম থেকে বুধবার দুপুরে উদ্ধার হলো প্রায় আট ফুট মাপের একটি বড়ো কেউটে সাপ। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মুকুন্দপুর এলাকায় একটি ঝিলে মাছ ধরার সময় জালে মধ্যে আটকে পড়ে ঐ বিষধর সাপটি। ভয় পেলে ও খুব সাবধানে ঐ সাপ সমেত জালটি জল থেকে ডাঙায় তুলে বনদপ্তর কে খবর দেয় গ্রামের মানুষ। খবর পেয়ে মথুরাপুর বিট অফিস থেকে বনদপ্তরের কর্মীরা এসে পৌঁছায়। 


মথুরাপুর বিট অফিসার সনাতন সরদার নিজেই ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করেন। তিনি বলেন,এটি "নাজা নাজা" প্রজাতির কেউটে সাপ।আমফানের পরে বহু ঘরবাড়ি ভেঙে যাওয়ায় সাপের আস্তানা নষ্ট হয়ে যায় তাই এদিক ওদিকে লোকালয়ে সাপের উপদ্রব বেড়ে গিয়েছে এদিনের উদ্ধার করার সাপ টি এখন সম্পূর্ণ সুস্থ আছে বলেও জানান তিনি। সাপটিকে উদ্ধার করে বারইপুর রেঞ্জ অফিসে পাঠানো হয়েছে।

গোসাবায় আমফান বিদ্ধস্ত এলাকার গর্ভবতী মায়েদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন চিকিৎসকরা

গোসাবা ব্লকের দুস্থ গর্ভবতী মহিলাদের জন্য হাসপাতালের পক্ষ থেকে দান করা হল খাদ্যসামগ্রী,বসিয়ে খাওয়ানো হল নানান পদের খাবার।



গর্ভবতী মা দের  ফল এবং অন্যান্য আহার্য সামগ্রী যা কিনা গর্ভস্থ শিশুর বৃদ্ধির সহায়ক ,সেইসব খাবার তুলে দেওয়া হল এলাকার গর্ভ বতি মা দের হাতে। 


 গোসাবা ব্লকের  দুঃস্থ গর্ভবতী মহিলাদের পরিবারের পক্ষে সময়োপযোগী  খাবার এই লক ডাউন পরিস্থিতির মধ্যে  সংগ্রহ করা সম্ভব নয় ।এমনিতেই করোনা তে কাজ  হারিয়েছেন অনেকেই তারপর আমফানে  ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । ফলেই ইচ্ছে থাকলেও সামর্থ্য  নেই সেই সব পরিবারের।তাই গোসাবা ব্লক  হাসপাতালের পক্ষ থেকে ডক্টর ইন্দ্রনীল বর্গীর উদ্যোগে  এবং গোসাবা ব্লকের  বিডিও সৌরভ মিত্র  এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত মন্ডল এর সহযোগিতায় আজ তিরিশ  জন অধিক  দুস্থ গর্ভবতী মহিলাদের জন্য  আহারের আয়োজন করা হয়েছিলো। খাদ্য তালিকায় ছিলো, ভাত শাক ভাজা আলু কুমড়ো সহযোগে বিভিন্ন সবজির একটি পদ, মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের ঝোল,  চাটনি, মিষ্টি দই শেষে বিভিন্ন ধরনের ফল, শুধুমাত্র আজকের দিনে এলাহি আয়োজনের  ব্যবস্থা তা নয়, তারা এই সময়ে  আরো বেশ কিছুদিন এমনই পুষ্টিকর খাবার বাড়িতে খেতে পারেন তার জন্য তাদেরকে  বারুইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষ এবং নিমপীঠ  রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়েছে । পাশাপাশি  এই সময় গর্ভবতী মহিলারা কেমন ধরনের সুষম আহার করবেন সেই ব্যাপারে একটি সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয় ব্লক চিকিৎসকের পক্ষ থেকে। সবশেষে তাদের মেডিকেল চেকআপ করা ও হয।এই সময় মায়েদের কিভাবে থাকা উচিত সে গর্ভবতী মায়েদের সচেতন ও করা হয়।

অভিনব কায়দায় ছিনতাই যশোর রোডে

অভিনব কায়দায় ছিনতাই যশোর রোডে। মিতা মজুমদার নামে এক মহিলা, ছেলেকে দেখতে হাসপাতাল যাচ্ছিলেন সেই সময় দুটি বাইক করে চার বাইক আরোহী তাদের রাস্তা আটকে মিতা দেবী কে বলেন লক ডাউনে সোনার জিনিস পরে বাইরে বেরোনো যাবে না, নিজেদের পরিচয় দেয় পুলিশ আধিকারিক বলে।


  এরপর মিতা দেবীকে বলা হয় সোনার জিনিস খুলে ব্যাগের ভিতর রাখতে। মিতা দেবী ব্যাগের ভিতর সোনার জিনিস খুলে রেখে গাড়ি নিয়ে আবার ডাক্তার খানার উদ্যেশে রওনা দেয়। এরপর বাইক আরোহীরা ফের মিতা দেবীর পথ আটকায় আর বলে আপনার নাম ও কি কি জিনিস রাখলেন তা খাতায় লিখতে হবে বলে ফের দেখতে চান তারপর সোনার জিনিস গুলো নিয়ে চম্পট দেয় বাইক আরোহীরা। ঘটনার তদন্তে বিমান বন্দর থানার পুলিশ। ইতি মধ্যে পুলিশ তদন্তে নেমে খতিয়ে দেখছে এলাকার সিসিটিভি ফুটেজে।


সবিস্তারে জবর খবর কে জানালেন মিতা মজুমদার,শুনুন ঠিক কি ঘটেছিল - 





বাজ পড়ে আগুনে ভষ্যিভূত তিনটি দোকান

বাজ পড়ে আগুনে ভস্মীভূত ৩ টি দোকান। আজ সকালে ঘটনাটি ঘটেছে  আলিপুরদুয়ারের পুরাতনবাজারে।ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকা ।বৃহস্পতিবার ভোর থেকেই আলিপুর দুয়ারের বিস্তীর্ণ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মুষল ধারে  বৃষ্টি শুরু হয়। 


সকাল ৫ টা নাগাদ  পুরাতন বাজার এলাকায় প্রচণ্ড জোরে আওয়াজ হয়ে বাজ পড়লে তিনটি দোকানে আগুন লেগে যায়।সাথে সাথে এলাকার মানুষ বাজারে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায় এবং দমকল এ খবর দেয়।ঘন্টাখানেকের মধ্যে দমকল এলেও বাঁচানো যায়নি দোকান তিনটি।


পেট্রোপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হাওড়ার ব্রিজে বিক্ষোভ তৃণমূল যুব কংগ্রেসের।

পেট্রো পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হাওড়া ব্রিজে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল যুব কংগ্রেসের । 


বৃহস্পতিবার সকালে হাওড়া জেলা যুব তৃনমূলের পক্ষ থেকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয় ।হাওড়া ব্রিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ায় বিক্ষোভকারীরা। যুবনেতা অভিজিৎ বটব্যাল বলেন,লকডাউন ও উম্ফাণের ফলে সাধারণ মানুষের জীবন চলছে অতি কষ্ঠে । তারমধ্যে কেন্দ্র সরকার যেভাবে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি করছে তাতে সাধারণ মানুষের সমস্যা আরো বাড়বে । কেন্দ্র সরকার এ ব্যাপারে বিবেচনা যদি না করেন, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে । 


ঘটনার জেরে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায় হাওড়া ব্রিজে ।

২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রচারের কৌশল বদলাতে হবে,বললেন অনুব্রত

২০২১- র বিধান সভার  নির্বাচন কঠিন। তার জন্য আমরা কৌশল পালটাবো বলে মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। করোনা ভাইরাসের জন্য লোকজন নিয়ে বড় মিটিং, মিছিল বা সভা করা সম্ভব  হবে না।তাই  আমাদের প্রচারের কৌশল বদলাতে হবে। 


তেলেঙ্গানায় সরকারি জমি থেকে আদিবাসীদের উচ্ছেদ করা নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন অনুব্রত মণ্ডল। বুধবার পূর্ববর্ধমানের  ভাতারের ওড়গ্রামে একটি লজে দলীয় কর্মী আলোচনা সভায় উপস্থিত ছিলেন  অনুব্রত। ভাতার এলাকায় হলেও এই আলোচনাসভা ছিল আউশগ্রাম ১ নম্বর ব্লকের কর্মীদের নিয়ে। এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল  প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, " তুমি তেলেঙ্গানায় গরিব আদিবাসীদের উচ্ছেদ করছো। যদিও সরকারি জায়গায় তারা বসবাস করছে। কিন্তু এর আগে কংগ্রেস আমলে তো উচ্ছেদ করা হয়নি।" অনুব্রত বলেন, " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানুষের ভালো চায়না। মানুষের কোনও উপকার করেনি।"


দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রীকেই কাঠগড়ায় তোলেন অনুব্রত মণ্ডল। তিনি এদিনের সভায় বলেন, " গুজরাতে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে আমেরিকা থেকে তিনহাজার লোক এসে আমাদের দেশে করোনা ছড়িয়ে পালিয়ে গেল। প্রধানমন্ত্রী একজন অপদার্থ।" আউশগ্রাম ১ ব্লকের সাতটি অঞ্চলেরদলীয়  নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বদের নিয়ে এদিনের আলোচনা সভা হয়। এই সভায় দলীয় কর্মীদের নির্দেশ দেন যেসব পুরানো দিনের কর্মী দল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তাদের সঙ্গে নিয়ে চলতে। কেউ বিজেপিতে চলে গেলে তাদের ডেকে আলোচনার মাধ্যমে দলে ফিরিয়ে নিতে।

Wednesday, June 24, 2020

বারুইপুরে অটো থেকে আগ্নেয়স্ত্র সহ গ্রেফতার দুই

গোয়েন্দা তথ্যের গুরুত্ব দিয়ে বুধবার বিকালে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি বারুইপুরের কাছে একটি অটো থামিয়ে দুই সন্দেহভাজন ব্যাক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে।তাদের কাছ থেকে ৮ টি ওয়ান  শাটার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।


ধৃতদের নাম  ইফতিয়ার মোল্লা, বয়স ৩৪ এবং সাইফুদ্দিন মোল্লা , বয়স ২৩।দুজনেই ক্যানিং মোল্লাপাড়া বলিয়ার বাসিন্দা বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।তাদের জেরা করে পুলিশ জানতে পারে ক্যানিং এর আব্দুল ওহাব ৩০ হাজার টাকা দিয়েছিল সন্তোষপুর মেটিয়াবুরুজ থেকে ঐ অস্ত্র আনার জন্য।ধৃতদের বক্তব্য সত্য কিনা , এবং তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা, তা জানতে পুলিশ তাদেরকে জেরা করছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।

আম চাষীদের বিশেষ প্রশিক্ষণ

গাছ থেকে আম পাড়া এবং প্যাকেজিং করার ক্ষেত্রে চাষীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করলো সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচার (সিআইএসএইচ) সংস্থার কর্তারা  ।


  মঙ্গলবার থেকে শুরু হয়েছে  মালদা জেলার বিভিন্ন এলাকার চাষীদের নিয়ে সঠিক পদ্ধতিতে গাছ থেকে আম পাড়া, এবং তা পরিষ্কার করার প্রক্রিয়াকরণ এবং বিশেষ উপায়ে প্যাকেটজাত করার প্রশিক্ষণ। এরফলে  রপ্তানির ক্ষেত্রে আম অনেকটাই তাজা থাকবে। প্যাকেটজাত করার ক্ষেত্রে আম যদি ভাল থাকে, তাহলে ভিন রাজ্য এবং ভিন জেলার ব্যবসায়ীদের কাছ থেকে ভালো দাম পাবেন মালদার আম চাষিরা। এইসব দিক লক্ষ্য রেখেই সিআইএসএইচ সংস্থার কর্তারা মালদার বিভিন্ন এলাকার আম চাষিদের প্রশিক্ষণে এগিয়ে এসেছেন।

Monday, June 22, 2020

মধ্যমগ্রামে চালু হলো কোভিড 19 নমুনা সংগ্রহ কেন্দ্র

উত্তর ২৪ পরগনা জেলায় প্রথম কোভিড 19 এর নমুনা সংগ্রহের সংগ্রহ কেন্দ্র চালু হল মধ্যমগ্রামে।
   করোনা ভাইরাসে আতঙ্কিত সাধারণ মানুষ। আনলক ১ পর্বে জনজীবন কিছুটা স্বাভাবিক। বেঁচে থাকার জন্য একে অপরের সংস্পর্শে আসতে হচ্ছে প্রতিদিনই। মাক্স স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রাখা সত্ত্বেও দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রাস্তায় চলার পথে এই মারণ ভাইরাস কার শরীরে বহন করে চলেছে তা আমাদের পাশের লোকটিকে দেখলে বোঝা যায় না। এমত পরিস্থিতিতে প্রয়োজন রেন্ডম করোনা পরীক্ষার। যাতে এই ভাইরাসের সংক্রমণ আটকানো যায়। তাই করনা ভাইরাসের সংক্রমণ রুখতে সচেতনতামূলক পদক্ষেপ নিল মধ্যমগ্রাম পৌরসভা। আজ উত্তর 24 পরগনা মধ্যমগ্রাম পৌরসভা হাসপাতালে সুরক্ষা ডায়গনিক সেন্টার এর সহযোগিতায় শুরু হলো করোনার নমুনা সংগ্রহ। উত্তর 24 পরগনা জেলায় প্রথম এই সচেতনতা মূলক পদক্ষেপ নিল মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসক রথীন ঘোষের তত্ত্বাবধানে। প্রশাসকের এই পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস নিলো মধ্যমগ্রাম বাসী।


     মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসক রথীন ঘোষ বলেন, সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার গভর্মেন্টের সার্টিফায়েড প্রাপ্ত, তাই তাঁদের সহযোগিতায় সরকারি মূল্য ৩৫০ টাকায় দিয়ে সাধারণ মানুষ করোনা পরীক্ষা করতে পারবে।এছাড়াও এখন রাজ্যের অন্যান্য রোগে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে প্রথমে করোনা পরীক্ষা না করে চিকিৎসা শুরু হয় না, তাই আগে থেকে করোনা পরীক্ষা করা থাকলে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে ডাক্তারদের সহজ হবে। মধ্যমগ্রাম বাসীর পাশে থাকার জন্য রথীন বাবুর এই উদ্যোগ, তিনি মনে করেন এতে মধ্যমগ্রামবাসীর কল্যাণ হবে।

ফের সীমান্ত রক্ষী বাহিনীর জালে ওষুধ পাচারকারী

 বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গা র ঘটনা । মোটর সাইকেলে করে একজন পাচারকারী কয়েক হাজার মূল্যবান ট্যাবলেট 'সহ ইনজেকশন পাচারের উদ্দেশ্যে ঘোজাডাঙা সীমান্তের চেকপোষ্টের কাছে এলে সন্দেহ হয় সীমান্ত রক্ষী বাহিনীর  । ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী  তার মোটরসাইকেলের সিট কভারের ভেতর থেকে কয়েক হাজার ট্যাবলেট ইনজেকশন উদ্ধার করে যার বাজার মূল্য ৬ লক্ষ টাকা। 

 কোন বৈধ কাগজ দেখাতে পারিনি ধৃত ব্যক্তি,গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে, পাচারকারীকে গ্রেফতার করে বসিরহাট থানা র হাতে তুলে দেওয়া হয়েছে।  এই নিয়ে গত সাত দিনে  বিএসএফ তিনবার পাচার রুখল সব মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা ট্যাবলেট ইঞ্জেকশন জুতো বিড়ি বাংলাদেশে পাচারের আগে উদ্ধার করেছে তারা। এভাবেই গত সাতদিনে   একাধিক পাচার রুখে দিয়েছে বিএসএফ । উদ্ধার হওয়া জিনিসগুলি ঘোজাডাঙ্গা শুল্ক দপ্তরে হাতে তুলে   দেওয়া হয়েছে। এগুলি বাংলাদেশে চড়া দামে বিক্রি হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিশ । ধৃত পাচারকারীকে আজ সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে

সুন্দরবনের জঙ্গলে চোরা শিকার আটকাতে নামানো হচ্ছে বিশেষ কুকুর

বনদফতরের জন্য দক্ষিণ ২৪ পরগনার সাউথ ডিভিশন ও গরুমারা জঙ্গলে চোরা শিকার রুখতে ও কাঠ চুরি আটকাতে কাজে লাগানো হবে প্রশিক্ষিত কুকুর।গোয়ালীয়র থেকে নিয়ে আসা হয়েছে ।সেখানে নয় মাসের ট্রেনিং হয়।তার সাথে চার জন স্টাফ কে ও পাঠানো হয়।তাদের ও ট্রেনিং হয়।প্রত্যেকটি কুকুরের সাথে দুজন করে থাকবে।২০ তারিখ ট্রেনিং শেষ হয়।আজ সকালে সল্টলেকের ডিয়ার পার্কে নিয়ে আসা হয়।আপাতত সেখানেই কিছুক্ষন বিশ্রামে থাকবে এর পর দুপুরের দিকে এই দুটি কুকুর তাদের গন্তব্য এর উদ্যেশে রওনা দেবে।


ডক্টর সুধীর চন্দ্র দাস (চিফ কনজারভেটর অফ ফরেস্ট ও ফিল্ড ডাইরেক্ট সুন্দর বন টাইগার রিজার্ভ) জানান.......... এই দুটি কুকুরের কাজ জঙ্গলে যে সব বন এবং বন্য প্রাণীর জন্য যে সব অবৈধ লোকজন কাজ করে চোরা শিকারি, কাঠ যারা চুরি করে সেই রকম লোকজনকে খুঁজে বার করা হবে এদের মূল দায়িত্ব।ইতিমধ্যেই দুটি কুকুর তাদের রয়েছে।একটি সুন্দরবন টাইগার রিজার্ভে এবং একটি বক্সার টাইগার রিজার্ভে।এখন আর দুটো যোগ হলো আগামী দিনে আরো দুটো আসবে এটা পরিকল্পনার মধ্যে আছে।এর ফলে চোরা শিকার আরো রোকা যাবে বলে আশাবাদী।
একটি কুকুরের নাম orlando (কালো কুকুর) এটি গরুমারা যাবে।অন্যটির নাম সায়ানা ( হলুদ কুকুর) এটি সাউথ ডিভিশন এ যাবে।

Saturday, June 20, 2020

সুন্দরবনে আবার বাঘের হামলায় মৃত এক মৎস্যজীবি

ফের বাঘে তুলে নিয়ে গেল এক মৎসজীবীকে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের পীর খালি ১ নং জঙ্গলে। নিখোঁজ মৎসজীবী র নাম মনোহর মন্ডল(৬৫)। আজ সকালে তিন সঙ্গীর সাথে গোসাবার লাহিড়ী পুর গ্রাম পঞ্চায়েতের জেমস পুর গ্রাম থেকে কাঁকড়া ধরার জন্য তারা রওনা হয়েছিলেন।


 পিরখালি এক নম্বর জঙ্গলের কাছে যখন তারা কাঁকড়া ধরছিলেন, তখন ঐ জঙ্গল থেকে বাঘ বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে মনোহরের উপর। অন্যান্য মৎস্যজীবীদের চোখের সামনে থেকে তুলে নিয়ে যায় তাকে।চিৎকার চেঁচামেচি করে বাঘের পিছনে ধাওয়া করে ও সঙ্গী মনোহরকে ফেরাতে পারেনি তারা। এই খবর এলাকায় আসতেই নেমে এসেছে শোকের ছায়া।


ভারত চীন সীমান্তে উষ্ণতা বাড়ায় দুশ্চিন্তায় পূর্ব বর্ধমানের এক ব্যবসায়ী পরিবার

পূর্ব বর্ধমানের বাসিন্দা আলহিলাল সেখ ব্যবসায়ীসূত্রে থাকেন চিনে।কিন্তু সীমান্ত পাড়ে উষ্ণতা বাড়ায় সিঁদুরে মেঘ দেখছেন আলহিলালের বাবা মা সহ গোটা পরিবার।
গত কয়েকদিনে ভারত চিন  সীমান্তের লাদাখে দুই দেশের সেনাবাহিনীর সমাবেশ বেড়েছে। মঙ্গলবার চিনা সেনাবাহিনীর হামলা একজন কর্ণেল সহ ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন।বরফে ঢাকা সীমান্তপাড়ে তাপ উত্তাপ বেড়েছে। বেড়েছে ভারি বুটের আনাগোনা।
 পূর্ব বর্ধমানের নবীনগরে বাড়ি সেখ আলহিলালের।আলহিলাল প্রায় কুড়ি বছর ধরে চীনের সেনজেনে টেক্সটাইলের ব্যবসা করছেন। বিয়ের হওয়ার পর এখন সপরিবারেই সেনজেনে থাকেন।কিন্তু এখন সবাই আতঙ্কিত।
ঘন ঘন ভিডিও কল করে ছেলের সাথে কথা বলে আসস্থ্য হচ্ছেন আল হিলালের মা।


 স্ত্রী নার্গিস পারভীন ও তের বছরের ছেলে আহান সেখ সকলেই দেশে ফিরতে চায়।প্রায় চার মাস দোকানপাট, ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল।লকডাউন জারি ছিল গোটা চিনে।কোভিডের সংক্রমণ কমতেই ধীরে ধীরে সব স্বাভাবিক হচ্ছে। ছন্দে ফিরছে সেনজেনও।ট্রেন বাস চলছে। খুলেছে বিমানবন্দরও।
কিন্তু এরই মধ্যে চিন ভারতের লাদাখ সীমান্ত অসনি সংকেত। তৈরি হয়েছে যুদ্ধের আবহাওয়া। আর তাতেই ভয় ও আতঙ্ক বাড়ছে পরিবারে।

বাড়িতে আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা মহম্মদ জয়নাল আবেদিন , মা হালিমা বিবি ও ভাই। সকলেই চান ঘরের ছেলে তাড়াতাড়ি ঘরে ফিরুক। তাঁরা বারে বারে সেনজেনে ফোন করে খোঁজ খবর নিচ্ছেন। কি অবস্থা সেখানে, তাঁরা কি অবস্থায় আছে ঘন ঘন ফোন নবীনগরের বাড়ি থেকে বৃদ্ধ বাবা মার।
কোভিডের সংক্রমণ কমলেও সীমান্তে দুই দেশের পারদ  চড়ায় শঙ্কিত একদিকে সেনজেনে থাকা আলহিলাল। ঠিক তেমনি আতঙ্কিত নবীনগরে আলহিলালের গোটা পরিবার।মা চাইছেন ছেলে দেশে ফিরুক।

Friday, June 19, 2020

ভারত- চীন সীমান্তে চীনের অতর্কিত হামলায় নিহত বীর সেনাদের শ্রদ্ধাজ্ঞাপন বিজেপি যুব মোর্চার

লাদাখে ভারত-চীন সীমান্তে চীনের অতর্কিত হামলায় নিহত ২০ জন ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপনে বারাসাত জেলা বিজেপি  যুব মোর্চার মিছিল


 উত্তর ২৪ পরগনা বারাসাতে জেলা যুব মোর্চার পক্ষ থেকে  ভারত-চীন সীমান্তে নিহত জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন এ  একটি বিশাল বিক্ষোভ মিছিল বারাসাতে জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে কলোনি মোড় পর্যন্ত আসে। সেখানে একমিনিট নীরবতা পালন করে চীনের রাষ্ট্রপতির কুশপুতুল পুড়িয়ে চীনা দ্রব্য বয়কট স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় যুব মোর্চা কর্মীরা।


 প্রসঙ্গত সোমবার রাতে লাদাখের ভারত-চীন সীমান্তে চিনা সেনার পরিকল্পিত হামলায় কুড়ি জন ভারতীয় সেনা নিহত হন। তারপর থেকেই ভারতবর্ষে বিভিন্ন জায়গায় চীনের রাষ্ট্রপতির প্রতি ক্ষোভ উগরে দিয়ে তার কুশপুতুল জ্বালিয়ে ভারত থেকে চীনের দ্রব্য বয়কটের দাবি জানিয়ে বহু জায়গায় বিক্ষোভ সমাবেশ হয়। আজ শুক্রবার বিকেলে বারাসাত জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে চীনের প্রতি ক্ষোভ উগরে দিতে তাদের এই কর্মসূচি।

ভারী বর্ষণে ভাঙলো অজয় নদীর অস্থায়ী ফেরিঘাট, বিচ্ছিন্ন হল জলপথে বীরভূম ও বর্ধমানের যোগাযোগ ব্যাবস্থা

বর্ষার জলে ভাঙলো অজয় নদীর অস্থায়ী ফেরিঘাট, যোগাযোগ বিচ্ছিন্ন দুই জেলার ।কাকসার শিবপুরে অজয় নদীর অস্থায়ী ফেরিঘাট জলের তোড়ে ভেসে গেল।গতকাল দুপুর থেকে প্রবল বর্ষণে জল বাড়তে থাকে।  সন্ধ্যার পর ফেরিঘাট সাময়িক ভেঙে গেলেও রাত্রিতে সম্পূর্ন ভাবে ভেঙে যায়। 


বিচ্ছিন্ন হয়ে পড়ে বীরভূম ও বর্ধমান জেলার যোগাযোগ ব্যবস্থা।বহু মানুষ কর্মসূত্রে দুই জেলায় যাতায়াত করেন এই অস্থায়ী ফেরিঘাট দিয়ে। সপ্তাহে দুদিন বীরভূমের অজয় নদীর তীরে জয়দেবে হাট বসে। এই ফেরিঘাট দিয়ে হাজার হাজার মানুষ ঐ হাটে ও যাতায়াত করতো। তাই দুশ্চিন্তায় পড়েছে এলাকার মানুষ।

এক কিশোরকে ঘিরে চাঞ্চল্য গোয়াই গ্রামে

মূক ও বধির এক কিশোর  উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।করোনা আবহে দীর্ঘদিন যেখানে প্যাসেঞ্জার ট্রেন  চলাচল সম্পূর্ণ বন্ধ সেখানে  অচেনা এক কিশোর এই রকম প্রত্যন্ত গ্রামের মধ্যে  কীভাবে পৌঁছে গেল সে ব্যাপারে অবাক হচ্ছে এলাকার মানুষ । 


 কাটোয়া থানার গোয়াই গ্রামের রাস্তায় উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয় প্রেমানন্দ  প্রতিবন্ধী স্কুলের শিক্ষক বিশেষ চাহিদা সম্পন্ন  কিশোরকে দেখতে পায়। কিশোরকে জিজ্ঞাসাবাদ করে  শিক্ষক আলাউদ্দিন  মির্জা  বুঝতে পারেন কিশোর কথা বলতে পারে না। আলাউদ্দিন  মির্জা জানান, বুধবার সন্ধ্যার সময়  রেললাইনের পাশ থেকে গোয়াই প্রতিবন্ধী স্কুলের গেটের দিকে বার কয়েক উদ্দেশ্যহীন ভাবে   কিশোরকে চলাফেরা করতে  দেখে  সন্দেহ হয়। কিশোরকে নিজের স্কুলের ছাত্রদের ভবনে  এনে তোলেন।  বিশেষ চাহিদা সম্পন্ন  কিশোর শুধু  বাবা,মা বলতে পারছে। নিজের বাড়ির কথা ইশারায় বোঝাতে চাইছে। আলাউদ্দিন মির্জা বলেন,  সংবাদ মাধ্যমের দ্বারা কিশোর নিজের পরিবারের কাছে যেন পোঁছাতে পারে এছাড়া পুলিশ প্রশাসন যদি কিশোরের পরিবারের  খোঁজ করে তাকে পৌঁছে দিতে পারে তাহলে অন্তত নিজের বাড়িতে ফিরতে পারে ঐ কিশোর।

Thursday, June 18, 2020

চীনা দ্রব্য পুড়িয়ে প্রতিবাদ ভারতীয় নাগরিকদের


ভারত - চিন সীমান্তে চীন সেনার সঙ্গে সংঘর্ষে শহীদ হয়েছেন ভারতের কয়েকজন বীর সেনা।এরপর থেকেই চীনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে ভারতবাসীরা।দেশের বিভিন্ন প্রান্তে নানাভাবে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি চীনা দ্রব্য বর্জনের মধ্য দিয়ে প্রতিবাদ জানাচ্ছে দেশের মানুষ। 


 চীনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন হুগলি জেলার চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার।বৃহস্পতিবার চুঁচুড়া ঘড়ির মোড়ে চীনা সামগ্রী পুড়িয়ে চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিধায়ক সহ দলীয় কর্মীরা।

Wednesday, June 17, 2020

গ্রামের পুকুরে কুমিরকে ঘিরে আতঙ্ক বিনোদপুরে

পুকুরে কুমির,আতঙ্কিত এলাকার মানুষ।অবশেষে বনকর্মীদের তৎপরতায় ধরা পড়ে কুমিরটি। কুলতলির মৈপিঠ উপকূল থানার অন্তর্গত বিনোদপুরের ঘটনা।মঙ্গলবার ঐ গ্রামের বাসিন্দা তপন মান্নার পুকুরে স্নান করতে নেমে একটা কুমিরকে ভেসে উঠতে দেখে স্থানীয় এক যুবক।সাথে সাথে পুকুর থেকে উঠে চিৎকার করে গ্রামের মানুষদের ডাকতে থাকলে মুহূর্তের মধ্যে পুকুর পাড়ে হাজির হয় এলাকার মানুষ।



গ্রামের পুকুরে কুমির দেখে হতবাক হয়ে যায় সবাই।সাথে সাথে চিতুরি বিট অফিসে খবর দেয় এলাকার মানুষ এবং কুমিরটির গতিবিধির উপর নজর রাখতে থাকে।এরপর ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা এবং স্থানীয় মানুষের সহযোগিতায় উদ্ধার করে কুমিরটিকে।ততক্ষণে অন্ধকার নেমে আসে বিনোদপুর গ্রামে।তবে কুমির ধরা পড়লেও পুরোপুরি নিশ্চিন্ত নয় এলাকার মানুষ,তাদের ধারণা আরো কুমির গ্রামের মধ্যে ঢুকে পড়তে পারে।তবে ধৃত কুমিরটি কোথা থেকে কিভাবে এই গ্রামে এলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বনদপ্তর।

Tuesday, June 16, 2020

সীমান্তে জীবনদায়ী রোগের ইনজেকশন উদ্ধার


 বিএসএফের বড়সড় সাফল্য বাংলাদেশের পাচারের মুহূর্তে প্রচুর মারন রোগের ইনজেকশন উদ্ধার।


 বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গা দক্ষিণপাড়ার ঘটনা। সাইকেলে করে একজন পাচারকারী জীবন দায়ী রোগের প্রায় ৪৯ টি ইনজেকশন পাচারের উদ্দেশ্যে ঘোজাডাঙা সীমান্তের দক্ষিণপাড়া র দিকে যাচ্ছিল । ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী  তাকে দাড়াতে বললে সে সাইকেল রেখে পালিয়ে যায় । তার কাছ থেকে উদ্ধার হয়েছে  ৪৯ টি জীবনদায়ী রোগের ইনজেকশন ।প্রতিটি ইনজেকশনের  মূল্য ১৪ হাজার টাকা করে। সব মিলিয়ে যার বাজার মূল্য প্রায় ৭লক্ষ টাকা। মারণ রোগের ঐ ইনজেকশন পাচার হচ্ছিল বাংলাদেশে।  সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হলে তাকে ডাকলে সেগুলি ফেলে সে পালিয়ে যায় দেখে সাইকেলের কেরিয়ার থেকে ঐ ইনজেকশনের বাক্স উদ্ধার হয় ।বাজেয়াপ্ত করা হয়েছে সাইকেলটিকে। পাচারকারী পলাতক ।ঘোজাডাঙ্গা শুল্ক দপ্তরে হাতে তুলে   দেওয়া হয়েছে ঐ ওষুধগুলি। ঐগুলি বাংলাদেশে  চড়া  দামে বিক্রি হবে বলে প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিশ ।

বিধাননগর দক্ষিণ থানার তৎপরতায় উদ্ধার চুরি যাওয়া ওলা বাইক,গ্রেফতার দুই

নিকোপার্কের কাছ থেকে ওলা বাইক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই।গ্রেফতার বাইক ছিনতাইবাজ ও রিসিভার।গ্রেফতার করে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।


পুলিশ সূত্রের খবর
গত ১৩ তারিখ রাতে তপসিয়ার বাসিন্দা এক ওলা বাইক চালক বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ করে যে পিকনিক গার্ডেন থেকে এক ব্যক্তি এর বাইক বুক করে সকালে ।সেখান থেকে উঠে সেই বাইকে করে কলকাতা নিউটাউন রাজারহাট সল্টলেক ভাঙর এই সমস্ত এলাকা সারা দিন ধরে ঘুরে বেড়ায়।এর পর সন্ধ্যে বেলায় বাড়ি ফেরার নাম করে কলকাতার দিকে যাওয়ার সময় বাইকের চালকের বাথরুম পেলে নিকোপার্কের কাছে দাঁড়ায়।সেই সুযোগে ওই বাইক আরোহী বাইক নিয়ে চম্পট দেয়।থানায় অভিযোগ দায়ের এর পর পুলিশ তদন্তে নেমে বাইক আরোহী অজিত আলী বৈদ্য (কাশিপুর, ভাঙর) কে গ্রেফতার করে কেষ্টপুর থেকে।তাকে জিজ্ঞাসাবাদ করে যার কাছে বাইক বিক্রি করেছিল সেই রিসিভার রকিবুল মোল্লা (কাশিপুর ,ভাঙর) কে ও গ্রেফতার করা হয়।উদ্ধার হয় ছিনতাই হওয়া বাইক টিও।আজ ধৃতদের বিধান নগর আদালতে তোলা হবে।

করোনা থেকে মুক্তি পেতে আরাদ্ধ দেবতার পূজা



 করোনা সংক্রমন থেকে মানুষের মুক্তি দেওয়ার প্রার্থনা জানিয়ে আরাধ্য দেবতার পূজা দিলেন আলিপুর দুয়ারের ৭ নম্বর ওয়ার্ডের মহিলারা।এদিন কালজানি নদীর ঘাটে গিয়ে স্নান সেরে ভক্তিভরে তাঁরা করোনা পুজো সারেন।
 আলিপুরদুয়ার পুরসভার  ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন মহিলা মিলে করণা পুজোর আয়োজন করেন। জানা যায় মঙ্গলবার সকাল থেকেই নিয়মনিষ্ঠা করে এই পুজোর আয়োজন করেন তারা। যদিও এক শ্রেণীর মানুষেরা করোনা পূজাকে অন্ধবিশ্বাস বলেছেন। অন্যদিকে ওই এলাকার কয়েকজন মহিলারা একত্রিত হয়ে পুজোর বিভিন্ন সামগ্রী যেমন লাড্ডু,পান,সুপারী,ধুপকাঠি,মোম সহ একাধিক জিনিস নিয়ে এই পুজোর আয়োজন করেন। তারা জানান মূলত বিশ্বে করোনা আতঙ্ক এবং করোনা থেকে মুক্তি পাওয়ার জন্যই এই পুজোর আয়োজন করেছেন তারা।যাতে মানুষ সুস্থ্য থাকেন।করোনার ভয়াল গ্রাস থেকে  বিশ্ব  মুক্তি পায়।

Monday, June 15, 2020

বারুইপুরে ৫৮ টি চোরাই গ্যাস সিলিন্ডার সহ গ্রেফতার এক


বারুইপুর পুলিশএনফোর্সমেন্ট শাখা ও বারুইপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার বলবলিয়া মোড় থেকে একটি TATA ACE  (WB 19 K 2335)গাড়ি আটক করে। ঐ গাড়ি থেকে এক ব্যাক্তি সহ ৫৮ টি  চোরাই রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। ঐ সিলিন্ডার গুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ

খুলে গেল বেলুড় মঠের দরজা

আজ থেকে খুলল বেলুড় মঠের দরজা। সোমবার সকাল ন'টায় সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় বেলুড় মঠের সিংহদুয়ার। তবে একাধিক বিধি নিষেধ, এবং নিরাপত্তা মেনেই খোলা হয় মঠ।


 বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে দর্শনার্থীদের জন্য মুখে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।


 মূল দরজায় বসানো হয়েছে স্যানিটাইজার মেশিন। তবে মন্দিরের দরজা খুললেও সমস্ত জায়গায় যাওয়ার অনুমতি মিলবে না দর্শনার্থীদের।


রামকৃষ্ণ মন্দির, ব্রহ্মনন্দ মন্দির, সারদা মায়ের এবং বিবেকানন্দ মন্দির এই আপাতত প্রবেশের অনুমতি দেওয়া হবে দর্শনার্থীদের। সকাল ৯'টা থেকে বেলা ১১ টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যে কেউ এসে দর্শন করতে পারবেন।

Saturday, June 13, 2020

বনি ক্যাম্পে দক্ষিণ রায়ের দর্শন

সুন্দরবনের বনি ক্যাম্প এলাকায় দেখা মিললো রয়েল বেঙ্গল টাইগারের। আমফান ঘূর্ণিঝড়ে সুন্দরবনের প্রায় ১০৫ কিলোমিটার নেটের ফেন্সিং নষ্ট হয়ে গিয়েছে, জোর কদমে চলছে সেই ফেন্সিং মেরামতির কাজ‌ কয়েকদিন আগেই বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এসে পিরখালি জঙ্গলে ফেনসিং মেরামতির কাজে ব্যস্ত বনকর্মীদের উৎসাহ দিয়ে গিয়েছিলেন। আর শনিবার বিকেলে  বনকর্মীরা যখন ঐ ফেন্সিং এর কাজ করছিলেন তখনই দক্ষিণরায় কে বনি ক্যাম্প এর মিষ্টি জলের পুকুরে জল খেতে আসতে দেখতে পায়।


যদিও এই সময় সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষেধ আছে,তবে আর কিছুদিন পরেই সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।তাই পর্যটকদের কাছে দক্ষিণ রায়ের দর্শন অনেকটাই নিশ্চিত ভাবছে বনকর্মীরা।  আমফান ঘূর্ণিঝড়ের পরে এই প্রথম বনকর্মীরা  দেখতে পেলেন রয়েল বেঙ্গল টাইগার।

একটি ইনোভা গাড়ি থেকে ব্রাউন সুগার সহ চার মাদক পাচারকারীকে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ


একটি ইনোভা গাড়ি থেকে ব্রাউন সুগার সহ চার মাদক পাচারকারীকে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ। পাচারকারীরা নদীয়ার কৃষ্ণনগর থেকে আলিপুরদুয়ারের জয়গাঁ যাচ্ছিল।  ধৃতদের শনিবার রায়গঞ্জ আদালতে তোলা হলে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কোনও আন্তর্জাতিক মাদক পাচারচক্র এর সাথে যুক্ত রয়েছে কিনা তার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিং।



পুলিশ সূত্রে জানা গিয়েছে,  একটি ইনোভা প্রাইভেট গাড়ি করে চারজন মাদক পাচারকারী ব্রাউন সুগার নিয়ে কৃষ্ণনগর থেকে জয়গাঁ যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় ৩৪ ও ৩১ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং বসায়। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিং বলেন, ইটাহার থানার বৈদরা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে  পুলিশের নাকা চেকিংয়ে ওই ইনোভা গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির সীটের নীচ থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।



 গ্রেফতার করা হয় শাহিম খান, রশিদুল ইসলাম, আবদুল মিঞা, মোস্তাফা নামের চারজন মাদক পাচারকারীকে। ধৃতদের শনিবার রায়গঞ্জ আদালতে তোলা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

কামাল গাজীর মোড় থেকে ৮০ কেজি গাঁজা সহ গ্রেফতার চার

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি ও তার দল এবং নরেন্দ্রপুর থানার পুলিশ যৌথ ভাবে নরেন্দ্রপুর থানার কামালগাজির মোড় থেকে ৮০ কেজি গাঁজা সহ চার ব্যাক্তিকে গ্রেফতার করে।যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা।


 ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং নগদ ৩৬৩০ টাকা উদ্ধার করে পুলিশ এবং তাদের ব্যবহার করা বোলেরো অটো পিক আপ ভ্যানটি আটক করে।


ধৃতদের নাম - জাফর ঘরামী,রুলামীন লস্কর ,গিয়াস উদ্দিন গাজী ও বুয়া সাহা।এরা সবাই বারুইপুর এবং সোনারপুর থানার বাসিন্দা। এত পরিমাণ গাঁজা তারা কোথা থেকে সংগ্রহ করলো এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...