কোভিড 19 সংক্রমণের জেরে সারা দেশে লক ডাউন চলছে,আর সেজন্য নানান সমস্যায় দিন কাটাচ্ছে সারা দেশ তথা পশ্চিমবঙ্গের মানুষ।তার উপর ঘূর্ণিঝড় আমফাণের তাণ্ডবে বিপর্যস্ত বাংলা। দুই ধাক্কায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষিক্ষেত্র। তা সামলে ওঠার আগেই এবার ফসল নষ্ট করতে পাকিস্তান থেকে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল।
কোথাও থালা-বাটি বাজিয়ে, কোথাও বা সাউন্ড বক্স বাজিয়ে পঙ্গপাল তাড়ানোর চেষ্টা চালাচ্ছেন চাষিরা। কীটনাশকও ছড়িয়ে রোখার চেষ্টা করছেন কেউ কেউ।
পঙ্গপাল এর ইংরেজি প্রতিশব্দ লোকস্ট যা এসেছে ল্যাটিন শব্দ লোকস্টা থেকে যার অর্থ ফড়িং।পঙ্গপাল এর মধ্যে বিভিন্ন রকম প্রজাতি আছে ,তাদের মধ্যে সবথেকে বেশি ক্ষতি করে "ডেজার্ট লোকষ্ট "।সেই প্রজাতি ই আফ্রিকা মহাদেশের পূর্ব অংশে "হর্ন অফ আফ্রিকা" উপসাগরীয় অঞ্চল থেকে পাড়ি দিয়ে ইরান-পাকিস্তান হয়ে ঢুকছে ভারতে।
বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ ,গুজরাট ,পাঞ্জাব,মধ্য প্রদেশ সহ ভারতের বেশকিছু রাজ্যে হানা দিয়েছে পঙ্গপাল বাহিনী । এই রাজ্যগুলির কৃষকদের সতর্ক করা হয়েছে।কৃষি বিজ্ঞানীদের ধারণা দ্রুত নিয়ন্ত্রণ না করতে পারলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে শস্য ক্ষেতগুলি।
রাজস্থানের ৫০ হাজার হেক্টর জমি এখন পঙ্গপালের কবলে। মধ্যপ্রদেশের ১৬ টি এবং উত্তর প্রদেশের ১৭ টি জেলায় হানা দিয়েছে পঙ্গপাল।বিশেষজ্ঞদের মতে পঙ্গপাল বাহিনী একদিনে ১৩০ কিলোমিটার অবধি দূরত্ব পাড়ি দিতে পারে। আরো জানা যায়, প্রতিটি পতঙ্গ রোজ ২ গ্রাম অবধি ফসল খেয়ে নিতে পারে যা তার নিজের ওজনের সমান।তাই আমফান ঘূর্ণিঝড়ের পর পঙ্গপাল হানার আতঙ্কে কাঁপছে সারা রাজ্যের সাথে সাথে সুন্দরবনের কৃষক পরিবারগুলি।