Search This Blog

Followers

Friday, June 26, 2020

প্রবল বর্ষনে প্লাবিত ইসলামপুরের বেশ কিছু এলাকা

একটানা প্রবল বর্ষনে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার বেশ কিছু এলাকা। জলবন্দী হয়ে পড়েছেন জেলার চাকুলিয়া ব্লকের কয়েক হাজার বাসিন্দা। বন্যার আশঙ্কায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। যদিও নদীর জল বেড়ে যাওয়া ও কিছু এলাকা জলমগ্ন হওয়ার বিষয়টি নজরে রেখেছে প্রশাসন।  দুর্গত এলাকাগুলিতে ত্রান সামগ্রী বিতরণের জন্য পঞ্চায়েতগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। 


টানা কদিন ধরে অতি বৃষ্টিপাতের কারনে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার গোয়ালপোখর ও চাকুলিয়া ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে গোয়ালপোখর ব্লকের সাহাপুর, বিপ্রীত, গোয়াগাঁও এবং চাকুলিয়া ব্লকের জনতাহাট, শকুন্তলা সহ বেশকিছু নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় জলবন্দি হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা। গ্রামের বাড়িঘরে জল ঢুকে পড়েছে। জলে ডুবে গিয়েছে ক্ষেতের ফসলও। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একটানা অতিবৃষ্টির কারনেই নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। ব্লক প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েতগুলিকে দুর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রান সামগ্রী বিতরণের নির্দেশ দিয়েছে  জেলা প্রশাসন।  এদিকে একটানা প্রবল বর্ষনের জেরে জেলার নদীগুলির জলও অনেকটাই বেড়ে গিয়েছে। পর্যাপ্ত ত্রান সামগ্রী  মজুতসহ সবরকম ব্যাবস্থা গ্রহনের জন্য প্রস্তুতী রাখা হয়েছে বলে জানিয়েছে ইসলামপুর মহকুমা প্রশাসন।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...