কোভিড 19 সংক্রমণ প্রতিরোধে গত মার্চ মাস থেকে সমস্ত দেশে লকডাউন চলার পরে অবশেষে ১লা জুন থেকে ক্রমশ শিথিল হচ্ছে লক ডাউন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন । কন্টেইনমেন্ট ছাড়া সমস্ত জায়গায় ইতিমধ্যেই খুলে গিয়েছে দোকানপাট, কল কারখানা ও অফিস কাছারি । সরকারি বাসের সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই রাজপথে চলছে বেসরকারি বাস । আর এবারে খোলার পালা শপিংমলগুলি ।
৮ ই জুন থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় শপিংমলগুলি খুলতে চলেছে । তবে বেশ কিছু বিধি নিষেধ মেনে খোলা হবে এই শপিংমল । মুখের মাক্স ছাড়া কোন মানুষকেই প্রবেশ করতে দেওয়া হবে না সেখানে । গেটে দায়িত্ব থাকা নিরাপত্তারক্ষীরা থার্মাল গানের সাহায্যে পরীক্ষা করবেন সমস্ত মানুষের শরীরের তাপমাত্রা , কোন মানুষের শরীরের তাপমাত্রা বেশি থাকলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না মলের ভিতরে ।
একই সঙ্গে উপস্থিত নিরাপত্তারক্ষীরা সকলের হাতে দেবেন হ্যান্ড স্যানিটাইজার । মলের ভেতরেও সকলকে মনে রাখতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা । মলের ভেতরের সমস্ত কাউন্টারের ক্ষেত্রেও একই নিয়ম , কোন কারণে কোন কাউন্টারে ভিড় বেশি হলে ক্রেতাদের অপেক্ষা করতে হবে দোকানের বাইরে । তবে মল কর্তৃপক্ষের আবেদন বয়স্ক ও শিশুরা এই মুহূর্তে মলে না আসাই বাঞ্ছনীয় । একই সঙ্গে সকলে নিজস্ব পানীয় জল নিয়ে প্রবেশ করার অনুরোধ করেছেন তারা । সবমিলিয়ে মল কর্তৃপক্ষ পুরোপুরিভাবে প্রস্তুত আগামী সোমবার থেকে সাধারণ মানুষেকে পরিষেবা দেওয়ার জন্য ।