Search This Blog

Followers

Sunday, June 7, 2020

৮ ই জুন থেকে খুলছে সমস্ত শপিং মল,চলছে জীবাণু মুক্ত করার কাজ



কোভিড  19 সংক্রমণ প্রতিরোধে গত মার্চ মাস থেকে সমস্ত দেশে লকডাউন চলার পরে অবশেষে ১লা জুন থেকে ক্রমশ শিথিল হচ্ছে লক ডাউন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন । কন্টেইনমেন্ট   ছাড়া সমস্ত জায়গায় ইতিমধ্যেই খুলে গিয়েছে দোকানপাট, কল কারখানা ও অফিস কাছারি । সরকারি বাসের সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই রাজপথে চলছে বেসরকারি বাস । আর এবারে খোলার পালা শপিংমলগুলি ।


৮ ই জুন থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় শপিংমলগুলি খুলতে চলেছে  । তবে বেশ কিছু বিধি নিষেধ মেনে খোলা হবে এই শপিংমল । মুখের মাক্স ছাড়া কোন মানুষকেই প্রবেশ করতে দেওয়া হবে না সেখানে । গেটে দায়িত্ব থাকা নিরাপত্তারক্ষীরা থার্মাল গানের সাহায্যে পরীক্ষা করবেন সমস্ত মানুষের শরীরের তাপমাত্রা , কোন মানুষের শরীরের তাপমাত্রা বেশি থাকলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না মলের ভিতরে । 


একই সঙ্গে উপস্থিত নিরাপত্তারক্ষীরা সকলের হাতে দেবেন হ্যান্ড স্যানিটাইজার । মলের ভেতরেও সকলকে মনে রাখতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা । মলের ভেতরের সমস্ত কাউন্টারের ক্ষেত্রেও একই নিয়ম , কোন কারণে  কোন কাউন্টারে ভিড় বেশি হলে ক্রেতাদের অপেক্ষা করতে হবে দোকানের বাইরে । তবে মল কর্তৃপক্ষের আবেদন বয়স্ক ও শিশুরা এই মুহূর্তে মলে না আসাই বাঞ্ছনীয় । একই সঙ্গে সকলে নিজস্ব পানীয়  জল নিয়ে প্রবেশ করার অনুরোধ করেছেন তারা । সবমিলিয়ে মল কর্তৃপক্ষ পুরোপুরিভাবে প্রস্তুত আগামী সোমবার থেকে সাধারণ মানুষেকে পরিষেবা দেওয়ার জন্য ।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...