Search This Blog

Followers

Tuesday, June 16, 2020

করোনা থেকে মুক্তি পেতে আরাদ্ধ দেবতার পূজা



 করোনা সংক্রমন থেকে মানুষের মুক্তি দেওয়ার প্রার্থনা জানিয়ে আরাধ্য দেবতার পূজা দিলেন আলিপুর দুয়ারের ৭ নম্বর ওয়ার্ডের মহিলারা।এদিন কালজানি নদীর ঘাটে গিয়ে স্নান সেরে ভক্তিভরে তাঁরা করোনা পুজো সারেন।
 আলিপুরদুয়ার পুরসভার  ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন মহিলা মিলে করণা পুজোর আয়োজন করেন। জানা যায় মঙ্গলবার সকাল থেকেই নিয়মনিষ্ঠা করে এই পুজোর আয়োজন করেন তারা। যদিও এক শ্রেণীর মানুষেরা করোনা পূজাকে অন্ধবিশ্বাস বলেছেন। অন্যদিকে ওই এলাকার কয়েকজন মহিলারা একত্রিত হয়ে পুজোর বিভিন্ন সামগ্রী যেমন লাড্ডু,পান,সুপারী,ধুপকাঠি,মোম সহ একাধিক জিনিস নিয়ে এই পুজোর আয়োজন করেন। তারা জানান মূলত বিশ্বে করোনা আতঙ্ক এবং করোনা থেকে মুক্তি পাওয়ার জন্যই এই পুজোর আয়োজন করেছেন তারা।যাতে মানুষ সুস্থ্য থাকেন।করোনার ভয়াল গ্রাস থেকে  বিশ্ব  মুক্তি পায়।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...