Search This Blog

Followers

Thursday, June 25, 2020

২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রচারের কৌশল বদলাতে হবে,বললেন অনুব্রত

২০২১- র বিধান সভার  নির্বাচন কঠিন। তার জন্য আমরা কৌশল পালটাবো বলে মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। করোনা ভাইরাসের জন্য লোকজন নিয়ে বড় মিটিং, মিছিল বা সভা করা সম্ভব  হবে না।তাই  আমাদের প্রচারের কৌশল বদলাতে হবে। 


তেলেঙ্গানায় সরকারি জমি থেকে আদিবাসীদের উচ্ছেদ করা নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন অনুব্রত মণ্ডল। বুধবার পূর্ববর্ধমানের  ভাতারের ওড়গ্রামে একটি লজে দলীয় কর্মী আলোচনা সভায় উপস্থিত ছিলেন  অনুব্রত। ভাতার এলাকায় হলেও এই আলোচনাসভা ছিল আউশগ্রাম ১ নম্বর ব্লকের কর্মীদের নিয়ে। এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল  প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, " তুমি তেলেঙ্গানায় গরিব আদিবাসীদের উচ্ছেদ করছো। যদিও সরকারি জায়গায় তারা বসবাস করছে। কিন্তু এর আগে কংগ্রেস আমলে তো উচ্ছেদ করা হয়নি।" অনুব্রত বলেন, " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানুষের ভালো চায়না। মানুষের কোনও উপকার করেনি।"


দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রীকেই কাঠগড়ায় তোলেন অনুব্রত মণ্ডল। তিনি এদিনের সভায় বলেন, " গুজরাতে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে আমেরিকা থেকে তিনহাজার লোক এসে আমাদের দেশে করোনা ছড়িয়ে পালিয়ে গেল। প্রধানমন্ত্রী একজন অপদার্থ।" আউশগ্রাম ১ ব্লকের সাতটি অঞ্চলেরদলীয়  নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বদের নিয়ে এদিনের আলোচনা সভা হয়। এই সভায় দলীয় কর্মীদের নির্দেশ দেন যেসব পুরানো দিনের কর্মী দল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তাদের সঙ্গে নিয়ে চলতে। কেউ বিজেপিতে চলে গেলে তাদের ডেকে আলোচনার মাধ্যমে দলে ফিরিয়ে নিতে।

১৮ ই আগষ্ট মালদায় পালিত হল স্বাধীনতা দিবস।

 ১৮ ই আগষ্ট মালদার স্বাধীনতা দিবস। ১৯৪৭ আগষ্টের ১৫ তারিখ ভারত স্বাধীন হলেও মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয় ১৮ আগস্ট। এরপর থেকে প্রতিবছরই ১...